স্যার বুঝলেন, সাইদি একেবারে নিরপরাধ, উনি তো মহান ব্যাক্তি, উনি কিছুই করেন নাই, উনার বিরুদ্ধে এই সব করতাছে হিন্দুরা। সবই তাদের রটনা!!!উনার মতো ব্যাক্তি দুনিয়ায় দ্বিতীয় আর কেউ নাই।
-উক্ত কথাগুলো আমার এক ক্লাসমেটের!! তার কথায় আমি অবাক ততটা হই নাই যতটা হইছি স্যারকে কোন কিছু না বলতে দেইখ্যা!! এই সব ব্যাক্তিরা হলেন সেই ব্যাক্তিদের মধ্যে যারা ধর্মের নাম নিয়ে সকল অধর্মই করতে পারেন!!
কিন্তু তারা হয়ত ভুলে যায় যে,অধর্ম দেখাও আধর্মেরই আংশ!!
আর আমার ক্লাসমেটটার ক্ষেত্রে, ওরে পড়ালেখা না করাইয়া ঘাস কাটান ভাল!!তাও দেশে ছাগুদের লালন পালনের একজন বাড়ব!
যার যতটুকু আপরাধ, তার শাস্তি
যার যতটুকু আপরাধ, তার শাস্তি তাকে পেতেই হবে…।
ভাই লেখা আরো বড় হলে ভালো হতো।
ভাই লেখা আরো বড় হলে ভালো হতো। একেবারে স্ট্যাটাসের মত হয়ে গেছে…
ও ও ও!! আচ্ছা ভাই সামনে থেকে
ও ও ও!! আচ্ছা ভাই সামনে থেকে ট্রাই করব!!
এনালগ ছাগলদের নিয়ে যত
এনালগ ছাগলদের নিয়ে যত সমস্যা,
তার চাইতেও বেশি সমস্যা ডিজিটাল ছাগলদের নিয়ে।
দ্যাশে একসময় লিচচিত ঘাশের আকাল পড়বো!
হ রে ভাই, আর কইয়েন না!!
হ রে ভাই, আর কইয়েন না!!
এতটা পরিচিত ব্যক্তির বিরুদ্ধে
এতটা পরিচিত ব্যক্তির বিরুদ্ধে এই কথা , বিশ্বাস আমারও হয়নি। প্রমান যা দিচ্ছে না বিশ্বাসের আবার কারণ দেখি না
আমার ও তো একই ভাবনা!!
আমার ও তো একই ভাবনা!!