একটা মানুষ জীবন থেকে না হারালে তাঁর অভাব কখনো বুঝা যায় না। মানুষ বেঁচে থাকতে আমরা তাঁকে বার বার কষ্ট দেই। কিন্তু অতি আপন মানুষ জীবন থেকে হারালে কি কষ্ট পাওয়া যায় তা কেবল যে হারিয়েছে সেই বুজতে পারে। আজ বাবার কথা খুব মনে পড়ছে । প্রোগ্রাম এ জেমস স্যার এর বাবা গান টা গাওয়ার পর থেকে খুব খারাপ লাগছে। গান গাওয়ার সময় কেঁদে ফেলসিলাম। এখনও কান্না থামাতে পারি নি। আমি খুব খারাপ সন্তান। বাবা বেঁচে থাকতে বাবা কে কষ্ট দিয়েছি। এখনও বাবা যেমন চেয়েছেন তেমন হতে পারি নি।
I am sorry বাবা। আমি তোমার যোগ্য সন্তান হতে পারি নি।
I am sorry স্নিগ্ধ কায়েস
I am sorry স্নিগ্ধ কায়েস
আপনি কেন sorry?
আপনি কেন sorry?