ব্রিটিশরা শোষন করছে ২০০বছর্।
পাকিস্তানিরা ২৪বছর্।
আর গত ৪৩বছর ধরে বন্ধুসুলভ শোষন করতেছে “বন্ধু” ভারত।
বাঙ্গালীরা শুধু শোষিতই হবে। সারাজীবন তাদের পরাধীনই থাকতে হবে। কিচ্ছু করার নাই।
কারন আমাদের নিজেদের মাঝেই স্বাধীনতার যে মূলমন্ত্র “ঐক্য” “উপলদ্ধি” “ত্যাগ” এগুলা নাই। আমরা ব্যস্ত প্রথম,বৈধ,অবৈধ নিয়ে। আর এই সুযোগে আমাদের বন্ধুরা আমাদের ইচ্ছে মত পুতুল নাচ নাচাইতেছে।
ব্রিটিশরা শোষন করছে ২০০বছর্।
পাকিস্তানিরা ২৪বছর্।
আর গত ৪৩বছর ধরে বন্ধুসুলভ শোষন করতেছে “বন্ধু” ভারত।
বাঙ্গালীরা শুধু শোষিতই হবে। সারাজীবন তাদের পরাধীনই থাকতে হবে। কিচ্ছু করার নাই।
কারন আমাদের নিজেদের মাঝেই স্বাধীনতার যে মূলমন্ত্র “ঐক্য” “উপলদ্ধি” “ত্যাগ” এগুলা নাই। আমরা ব্যস্ত প্রথম,বৈধ,অবৈধ নিয়ে। আর এই সুযোগে আমাদের বন্ধুরা আমাদের ইচ্ছে মত পুতুল নাচ নাচাইতেছে।
আমাদের অবস্থা কতটা নিচে না গেলে আরেক দেশের ২পয়সার নেতা আমাদের দেশের এক তৃতীয়াঙ্গের উপর ভাগ বসায় ??কত বড় বেহায়া আর নির্লজ্জ আমাদের দেশের সরকার আর বিরোধী দল যে তারা এখনও মুখে কুলুপ মেরে বসে একে অন্যের পশ্চাতদেশ নিয়ে গবেষনায় ব্যস্ত। দেশের জন্য সব আন্দোলন কেন শুধুমাত্র বামপন্থীদেরই করতে হবে???কোন ডানপন্থীদের ত দেখলাম না দেশের স্বার্থে একটা কথা বলতে। একটা আন্দোলন করতে। অথচ দেশের পুরোটাই খাইতেছে তারাই।
আজকে শুধু সিলেট খুলনার কথা বলছে। কালকে বলবে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী।
অসম্ভব কিছুই না। এ দেশে সবই সম্ভব।
আর সবই সম্ভব বলে এটাও সম্ভব যে একদিন বাংলাদেশ নাকি দড়ি দিয়ে মমতাকে নির্মমতার চরম দৃষ্টান্ত দেখায় দিবে।
শুধুমাত্র প্রয়োজন রাজনীতিবিধদের সামান্যতম বিবেক
র বিরোধী দল যে তারা এখনও মুখে
দারুণ বলেছেন! বামপন্থীরা আসলেই অসাধারণ কাজ করে চলেছে!