আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় এর ছাত্র সেন্টমার্টিন গিয়ে যে দূর্ঘটনার সম্মুখীন হয়েছে তা আমরা বর্তমানে সবাই জানি। শোকে মূহ্যমান গোটা দেশ।এমন নয় যে এ ঘটনা নতুন। এ ঘটনা আগেও হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতে ও হবে যদি আমরা সচেতন না হই।
সমুদ্র বিজ্ঞানীদের মতে সমুদ্রের মহীসোপান ও মহীঢাল রয়েছে .বর্তমানে পটুয়াখালী বা ঐদিকের অঞ্চলে এই মহীসোপান প্রায় ৪৫-৫০ কিলোমিটার .আবার ভোলা বা ঐদিকের অঞ্চলে এই মহীসোপান প্রায় ৩৫-৪০ কিলোমিটার .কিন্তু যেসব জায়গা বেশী পর্যটকদের আকর্ষণ কেন্দ্র সেই চট্টগ্রাম কক্সবাজার ও সেন্টমার্টিন এ মহীসোপান মাত্র ১০-১৫ কিলোমিটার .যা ভাটার সময় আরও অনেক কমে যায়।
আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় এর ছাত্র সেন্টমার্টিন গিয়ে যে দূর্ঘটনার সম্মুখীন হয়েছে তা আমরা বর্তমানে সবাই জানি। শোকে মূহ্যমান গোটা দেশ।এমন নয় যে এ ঘটনা নতুন। এ ঘটনা আগেও হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতে ও হবে যদি আমরা সচেতন না হই।
সমুদ্র বিজ্ঞানীদের মতে সমুদ্রের মহীসোপান ও মহীঢাল রয়েছে .বর্তমানে পটুয়াখালী বা ঐদিকের অঞ্চলে এই মহীসোপান প্রায় ৪৫-৫০ কিলোমিটার .আবার ভোলা বা ঐদিকের অঞ্চলে এই মহীসোপান প্রায় ৩৫-৪০ কিলোমিটার .কিন্তু যেসব জায়গা বেশী পর্যটকদের আকর্ষণ কেন্দ্র সেই চট্টগ্রাম কক্সবাজার ও সেন্টমার্টিন এ মহীসোপান মাত্র ১০-১৫ কিলোমিটার .যা ভাটার সময় আরও অনেক কমে যায়।
আর মহীসোপানের পর থেকেই শুরু হয় মহীঢাল। যেখানে সমুদ্রের পানির গভীরতা অনেক বেড়ে যায়। যারা সাতার জানেন না তারা তো বটেই যারা জানেন তাদের কখনো মহীসোপোনের বেশী দূর অতিক্রম করা উচিত নয়। কারণ যত বড় সাতারুই হোন না কেন সমুদ্রের বিশাল জলরাশির নিকট এক মানব অস্তিত্ব কিছুই নয়।
আমরা যারা সমুদ্র বিলাসে যাই সবার মনে রাখা উচিত ভাটা মানেই বিপদ। কিন্তু সমুদ্র তটের কাছে যাওয়ার জন্য সবাই কেন জানি এই ভাটাকে এবং তার সাথে সাথে বিপদ আলিঙ্গন করে নেয়। সমুদ্রে তটে এছাড়া ও রয়েছে ছোট বড় অনেক গর্ত ও চোরাবালি .ভাটার পর জোয়ারের তোড়ে যখন মানুষ পিছনে ছিটকে পড়ে আর চোরাবালিতে আটকে যায় তখন তার মত অসহায়ত্ব আর কিছুই হয় না।
এত কথা বলার উদ্দেশ্য কাউকে জ্ঞান দেওয়া নয়। মানুষের সচেতনতা বোধকে একটু নাড়া দেওয়া। এর মাধ্যমে যদি জীবন বাচানো যায় খারাপ কি। পরিশেষে সেন্টমার্টিন এ আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় এর মৃত ছাত্রদের আত্নার সদগতি কামনা করছি।
ধন্যবাদ, কিছু গুরুত্বপূর্ণ
ধন্যবাদ, কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল।
ওয়েলকাম
ওয়েলকাম
নিজে নিজেই সচেতন হওয়া ছাড়া
নিজে নিজেই সচেতন হওয়া ছাড়া বাঁচার উপায় কি? তবে কক্স’সবাজার সি বিচে দেখেছি সতর্ক করা স্বত্বেও অনেক মানুষ ভাটার সময় আবালের মতো সমুদ্রে নেমে যায়। যেন তাদের প্রাণ রক্ষা করার ঠ্যাকা অন্যদের। ধন্যবাদ পোস্টের জন্য।
ঠিক বলেছেন .অনেকে সাবধানতা
ঠিক বলেছেন .অনেকে সাবধানতা বাণী উপেক্ষা করে। যার পরিণতি ভাল হয় না।