কি লিখবো কিছুই ভেবে পাচ্ছি না…
তবুও চেষ্টা করলাম কিছু একটা লিখার। আসলে লিখতেছি না টাইপ করছি, আমরা প্রতিনিয়ত ফেসবুক থেকে শুরু করে পৃথিবীর যত অনলাইন কমিউনিটি সাইট আছে সেগুলো গরীব-অভাবী, নির্যাতিত, অসহায় মানুষদের নিয়ে কতশত লিখা লিখি। প্রতিবাদ করি…
একটু খোঁজ নিয়ে দেখবেন এদের বেশী ভাগ লেখকই আবাল প্রকৃতির এরা শুধু অনলাইনেই কথার ঝড় উঠাতে পারে, বাস্তবে এরা ফকিরকে একটা টাকা দিতে দ্বিধাবোধ করে। এরা সমাজের বোঝা।
এরা পরোপকারী না… এরা শুধু নিজের নামের খ্যাতি দেখতে চায়। এদের ধিক্কার জানাই, তোরা জানোয়ার।
এইটা কি লিখলেন? কিছু একটা
এইটা কি লিখলেন? কিছু একটা লিখতেই হবে এমন দিব্যি কেউ দিছে নাকি?
একটু খোঁজ নিয়ে দেখবেন এদের
সহমত।
অন্যের সমালোচনা করার আগে ভেবে দেখা উচিত আমরা নিজেরা কি করছি…।
হুম আসলেই তাই…
ধন্যবাদ
হুম আসলেই তাই…
ধন্যবাদ ভাইয়েরা আপনাদের মূল্যবান কমেন্টের জন্য …
আপনি এই জানোয়ার প্রজাতির
আপনি এই জানোয়ার প্রজাতির বাইরে নাকি?
আপনি এই জানোয়ার প্রজাতির
এটা বোধহয় বলা উচিত হল না।
হিমু সাহেব বেশীরভাগ লেখক কে
হিমু সাহেব বেশীরভাগ লেখক কে উল্লেখ্য করে বলেছেন।
তাই জিজ্ঞাসিলাম উনি কি বাইরে নাকি?
সহমত, তবে নিজের দিকটাও দেখে
সহমত, তবে নিজের দিকটাও দেখে মন্তব্য করা উচিত।
নিজেকে জানোয়ার ভাবতেও আনন্দ
নিজেকে জানোয়ার ভাবতেও আনন্দ আছে…
আমি তো জানোয়ারই…
বেশ তো, আপনি একা হবেন
বেশ তো, আপনি একা হবেন কেন?
আমিও আছি।
ভাই আপনারা মানুষ মানুষই
ভাই আপনারা মানুষ মানুষই থাকুন। :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: