আমি হয়তো তোমার পাশ দিয়ে হেঁটে গেছি সেই কবে ,
হয়তো কোন তপ্ত চৈত্রে ঝা ঝা দুপুরে
জল পিপাসায় কাতর পথিকের মতো ।
কিন্তু দেখা হয়নি তোমার সাথে,
প্রখর রৌদ্রের ঘ্রাণ আর তোমার শরীরের সেই আদিম সৌরভ যেন হঠাৎ একটি হাওয়ার মতো ক্ষণকালের স্বস্তিসম ।
আমি শান্তির খোঁজে আজো চৈত্রে নামি
আজো আমি রৌদ্রে কান পাতি বহুদূর থেকে আসা রেলের শব্দের মতো নুপূরের শব্দ শুনবো বলে ।
আমি হয়তো তোমার পাশ দিয়ে হেঁটে গেছি সেই কবে ,
হয়তো কোন তপ্ত চৈত্রে ঝা ঝা দুপুরে
জল পিপাসায় কাতর পথিকের মতো ।
কিন্তু দেখা হয়নি তোমার সাথে,
প্রখর রৌদ্রের ঘ্রাণ আর তোমার শরীরের সেই আদিম সৌরভ যেন হঠাৎ একটি হাওয়ার মতো ক্ষণকালের স্বস্তিসম ।
আমি শান্তির খোঁজে আজো চৈত্রে নামি
আজো আমি রৌদ্রে কান পাতি বহুদূর থেকে আসা রেলের শব্দের মতো নুপূরের শব্দ শুনবো বলে ।
এই পৃথিবীতেই হয়তো তুমি আছো দেখা না দেখার প্রান্ত ছুঁয়ে প্রাচীন বৃক্ষের পাশে
অথবা তুমি নাই, ছিলে না কখনো , আসবেনা কোনদিন … ।
তোমার পাশ দিয়ে হেঁটে গেছি সেই কবে
মগজের কোষে কোষে ছড়িয়ে রয়েছে সেই আদিম সৌরভ ,
অথচ তোমার প্রতীক্ষমান চোখের নরম চৈত্র হয়ে হেঁটে যাওয়া হলোনা আমার কোন এক কোকিল কন্ঠী বিকেলে ।
১৫ এপ্রিল’১৪ ।
প্রখর রৌদ্রের ঘ্রাণ আর তোমার
… আহ! এই সৌরভের সাথে কি অন্য কোন সৌরভের তুলনা চলে রে ভাই!
ভালো হয়েছে আপনার কবিতাটা। তবে, ‘মগজের কোষ’ কথাটা না লিখে ‘অলিন্দ-নিলয়ের গভীরে’–এই জাতীয় কথাও মনে হয় ব্যাবহার করা যেত।
ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য
ধন্যবাদ চমৎকার কমেন্টের জন্য !
ভাল থাকবেন ।
প্রেমিকার শরীরের আদিম
প্রেমিকার শরীরের আদিম ঘ্রান
সে তো কবু ভোলার নয়।
ভাই তো আমার জানটুসের কথা মনে
ভাই তো আমার জানটুসের কথা মনে করায়া দিলেন!
:লইজ্জালাগে: :লইজ্জালাগে: :ভালুবাশি: :ভালুবাশি:
শুভ নববর্ষ ১৪২১ প্রিয় কবি । এ
শুভ নববর্ষ ১৪২১ প্রিয় কবি । এ কবিতাটা সুন্দর হয়েছে । বিষয়টা খুব স্পষ্টভাবে বুঝিনি, তাই বেশি কথা কমেন্ট হিসেবে লিখতে পারলাম না । তবু ভাল লেগেছে । ভালো থেক । আরও লিখ ।
মুক্ত মন ,
প্রীত হলাম তোমার
মুক্ত মন ,
প্রীত হলাম তোমার কমেন্ট পেয়ে ।
ভাল থেকো ।
মন ছুঁয়ে যায় কিন্তু যাবার
মন ছুঁয়ে যায় কিন্তু যাবার বেলায় একটা স্মৃতিকাতর অব্যক্ত
অনুভব রেখে যায়, ভোলা যায় না।
আপনার কবিতার ফ্যান আমি। পড়তে পড়তে নৈশব্দে আপনাকে খোঁজার চেষ্টা করি।
হাতড়ে বেড়ায়, কবিকে খোঁজা বৃথা।
এতো বিরাট প্রশংসা !
এতোটা কী
এতো বিরাট প্রশংসা !
এতোটা কী আমার প্রাপ্য !!!
ভালো থাকবেন । শুভ কামনা ।
সত্তিকারের প্রশংসা করব না, এত
সত্তিকারের প্রশংসা করব না, এত টা কৃপণ আমি নই।
চৈত্র নিয়ে লিখা হলেও কবিতাটি
চৈত্র নিয়ে লিখা হলেও কবিতাটি পড়ে মনে হল, এটি একটি কালবৈশাখী কবিতা!
ভাল লিখছেন রাহাত ভাই ।
শাহিন ভাই, আপনাকে ঝোড়ো
শাহিন ভাই, আপনাকে ঝোড়ো শুভেচ্ছা ।
ধন্যবাদ !
(No subject)
:পার্টি:
(No subject)
:ধইন্যাপাতা:
ইদানিং কেনো জানি কবিতা একটু
ইদানিং কেনো জানি কবিতা একটু কম বুঝি। কবিতা বোঝার বোধ শক্তি বোধ হয় হারিয়ে ফেলতেছি। ……. স্বল্প বোধ শক্তি দিয়েও কবিতাটা ভাল লেগেছে।
দুলাল ভাই,
শরম দেন ক্যান
দুলাল ভাই,
শরম দেন ক্যান ?
কমেন্টের জন্য ধন্যবাদ। !
ভাল্লাগছে। সবার মন্তব্য আরও
ভাল্লাগছে। সবার মন্তব্য আরও ভাল্লাগছে। :ভালুবাশি:
ধন্যবাদ আতিক ভাই ।
ধন্যবাদ আতিক ভাই ।
বাহ!
বাহ! :তালিয়া:
ধন্যবাদ গিরিদেব !
ইস্টিশনে
ধন্যবাদ গিরিদেব !
ইস্টিশনে স্বাগতম !
ভাল লাগল।
ভাল লাগল। :ধইন্যাপাতা: :থাম্বসআপ: :ফুল:
আমি শান্তির খোঁজে আজো চৈত্রে
সুন্দর লিখেছেন ।
বেশ ভালো লাগলো, অভিনন্দন
বেশ ভালো লাগলো, অভিনন্দন কবি।
আবেগে কাইন্দাল্চি।।
আবেগে কাইন্দাল্চি।।
পাশ দিয়ে হেঁটে গেল কিন্তু
পাশ দিয়ে হেঁটে গেল কিন্তু দেখা হলোনা!!
সে যাইহোক,ভালো লাগলো।
(No subject)
:তালিয়া: