মেয়েটি হাত ধরলো
মেয়েটি লোকাল বাসে চড়তে চায় না । ছেলেটির পকেটে যথেষ্ট টাকা নেই । অতঃপর মেয়েটি ছেলেটির হাত ধরলো এবং হেঁটে গেলো বাকিটা পথ ।
————————————
মেয়েটিকে বলা হতো প্রেমিকা আর ছেলেটিকে বলা হতো প্রেমিক । একদিন তাদের জীবনে আসিলো facebook । অতঃপর ছেলেটির নাম হয়ে গেল ভ্যাগাবন্ড আর মেয়েটি হয়ে গেল বন্ধুর বউ ওরফে ‘ ভাবী ‘
————————————
মেয়েটি হাত ধরলো
মেয়েটি লোকাল বাসে চড়তে চায় না । ছেলেটির পকেটে যথেষ্ট টাকা নেই । অতঃপর মেয়েটি ছেলেটির হাত ধরলো এবং হেঁটে গেলো বাকিটা পথ ।
————————————
মেয়েটিকে বলা হতো প্রেমিকা আর ছেলেটিকে বলা হতো প্রেমিক । একদিন তাদের জীবনে আসিলো facebook । অতঃপর ছেলেটির নাম হয়ে গেল ভ্যাগাবন্ড আর মেয়েটি হয়ে গেল বন্ধুর বউ ওরফে ‘ ভাবী ‘
————————————
অসভ্য
বেলার একটাই অভিযোগ – এমদাত জান্টেলম্যান না । খুব অসভ্য তার ভালোবাসার ধরণ । কিন্তু সত্য বলতে কি বেলা এই অসভ্য ছেলেকেই ভালোবাসে , একটু বেশি ই ভালোবাসে ।
————————————
সতেরোটি বছর
ইশতিয়াক অনবরত ধূমপান করে যা ইলা পছন্দ করে না । সকল বিষয়ে ইলার মাত্রাতিরিক্ত অভিযোগ ইশতিয়াক পছন্দ করে না । তারপরও তারা একে অপরের সাথে আজ প্রায় সতেরোটি বছর ।
————————————–
ঘাম
অমিতের খুব ঘাম হয় । রেখা তার হাতব্যাগে সবসময় একটি ফুল তোলা রুমাল রাখে । অমিতের ঘাম মুছে দেয়া সেই ফুলতোলা রুমালের কাজ ।
———————————–
সম্পর্ক
আমার বাবার একটি প্ল্যাস্টিকের পা আছে । আমি সন্ধ্যায় বাবার পা ধুয়ে দেই আর বাবা খাটে বসে আমার চুল বেণী করে দেন । আমাদের প্রতিটি সন্ধ্যা অদ্ভুত সুন্দর ।
————————————
কবর এবং ৭১
ইলিয়াস আলী কবর ভালোবাসেন । জামতলা মোড়ের কবরখানার একটি লাশহীন কবর আজ প্রায় তেতাল্লিশটি বছর তিনি নিয়মিত জিয়ারত করছেন । ১৯৭১ এ কিশোর ইলিয়াস তার বাবাকে কবর দিতে পারেননি ।
————————————
জোড়া শালিক
-কি দেখছেন ?
=ঐ যে দূরে পাশাপাশি বসে থাকা শালিক দুটো
-আমাদের মতো ?
.
অনেক ভালো লাগলো ৷
অনেক ভালো লাগলো ৷
অনেক ধন্যবাদ জানবেন , অভিমানী
অনেক ধন্যবাদ জানবেন , অভিমানী কিশোর
:ধইন্যাপাতা:
চমৎকার!
এটা কি পর্ব হিসাবে
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
চমৎকার!
এটা কি পর্ব হিসাবে চলবে?
দুলাল ভাই , ইচ্ছে আছে
অনেক
দুলাল ভাই , ইচ্ছে আছে 🙂
অনেক ধন্যবাদ জানবেন :গোলাপ:
আমার বিশ্বাস পর্বটা জমবে।
আমার বিশ্বাস পর্বটা জমবে। অপেক্ষায় রইলাম।
উৎসাহ পেলাম
উৎসাহ পেলাম :ধইন্যাপাতা:
চলছে চলুক না
চলছে চলুক না
জি , ধন্যবাদ ণ
জি , ধন্যবাদ ণ :ফুল:
আপনার প্রথম অনুগল্পটা ফেসবুকে
আপনার প্রথম অনুগল্পটা ফেসবুকে পড়েছিলাম। তারপর থেকেই আপনার অনুগল্পের ভক্ত হয়ে গেছি। চালিয়ে যান। আমার বিশ্বাস, সিরিজটা জমবে।
ধন্যবাদ জানবেন , শঙ্খচিলের
ধন্যবাদ জানবেন , শঙ্খচিলের ডানা :গোলাপ:
“এখন অনেক রাত,
তোমার,কাধে
“এখন অনেক রাত,
তোমার,কাধে আমার নিশ্বাস,
আমি বেঁচে আছি।”
(No subject)
:তালিয়া:
ভাল লিখছেন ।চলুক…
ভাল লিখছেন ।চলুক…
(No subject)
:ফুল: