কম পানিতে মৃত প্রায় নদীটা খরস্রোতা হয়ে যায়…
কালে কালে অনেক বেলা হয়ে যাওয়ায় লোহার ব্রীজটায় জং ধরে ক্ষয়ে যায়…
কিশোর বালকের ঠোটের ওপরে গজানো লোম মিশে যায় পুরুষের গোফে..
কিশোরীর দুই বেনী দুলে দুলে এক হয়ে যায় রমণীর খোপায়…
বন্ধুত্বে ফাটল ধরতে ধরতে অবশিষ্ট থাকে ‘মায়া’…
প্রাগৈতিহাসিক ধর্মাচার বুঝতে ব্যার্থ হয় কর্পারেট ঈশ্বর…
আমার চোখ মেলে দেখা “লাল স্বপ্ন” টা বিক্রি হয়ে গেছে কালোবাজারিতে।
তোমার চুল থেকে খসে পড়া প্রজাপতি ক্লিপটার মতন ঝুপ করে পড়ে গেছে ভালোবাসা…
ভালো লাগলো, যথেষ্ট সিরিয়াস
ভালো লাগলো, যথেষ্ট সিরিয়াস টাইপের, হাসতে হাসতে পইড়া যাচ্ছি না তো!
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
যদিও ভাল লাগলো তারপরও মাথায়
যদিও ভাল লাগলো তারপরও মাথায় রাখবেন ভাই, এটা ব্লগ।
.
.
.
ভাই কি অর্থে বললেন
.
.
.
ভাই কি অর্থে বললেন ,এখনো বুঝি নি। একটু ক্লিয়ার করলে ভালো হতো :দেখুমনা:
অনেক জটিল মনোভাব ৷ খুব ভালো
অনেক জটিল মনোভাব ৷ খুব ভালো লাগলো ৷ প্রতিটি লাইন হৃদয়কে ধাক্কা দেয় ৷
একটু কেমন যেন লাগল,
একটু কেমন যেন লাগল, তবে
এই লাইনটা ভালো লেগেছে।
আর পরিশেষে হিটলার ভাইয়ের কথাটা মাথায় রাখলেই চলবে,
আমার কাছে তো ভালোই লাগলো
আমার কাছে তো ভালোই লাগলো কবিতাটা। কবিতার কোন নির্দিষ্ট সাইজ আছে নাকি?
ভাল লাগছে।
ভাল লাগছে। :থাম্বসআপ: :থাম্বসআপ: :ধইন্যাপাতা: :ফুল:
ভালো।
তবে “হাহাপগে”
ভালো।
তবে “হাহাপগে” ক্যাটাগরিতে কেন আসলো বুঝলাম না! :ভাবতেছি: