মানুষকে দুটো সত্তা চালায়, সত্ত্বা দুটো হল মন এবং মস্তিষ্ক । মস্তিষ্ক ভাল খারাপ বোঝে না। সে জাস্ট যা ভাবে তাই করতে চায়।আর মন কখনও খারাপ কিছু চায় না। মস্তিষ্ক অনেক খারাপ কাজের চিন্তা করে কিন্তু মন সেই মস্তিষ্ককে বোঝাতে চায় ।কিন্তু মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারে না। জাস্ট দেহের বাহিরে কাজটা করা থেকে বিরত করতে পারে। কিন্তু বাজে মস্তিষ্ক তার বাজে চিন্তা করা চালিয়েই যেতে থাকে দেহের কোন এক অংশে …।তাই আমার মনে হয় খারাপ কিছু চিন্তা করাটা মেয় বি প্রকৃতির নিয়ম, কিন্তু সেটাকে বাস্তব রুপ দান করার ক্ষমতা আমাদের মনের হাতেই…………। ।