যে পথে রক্ত নেই
বৃষ্টির পানিতে ধুয়ে গ্যাছে
সকল কালিমা
মাথার উপর খোলা নীল আকাশ
দুপাশে সবুজ ক্ষেতে কৃষকের হাসির প্রতিচ্ছবি
পথের ধারের বাবলা গছে
দোয়েলের মিষ্টি সুর
আজ আমি সেই পথে যাবো
ওখানে নেই কারে চোখ রাঙ্গানো
নেই কারো মান ভাঙ্গানো
যে পথে রক্ত নেই
বৃষ্টির পানিতে ধুয়ে গ্যাছে
সকল কালিমা
মাথার উপর খোলা নীল আকাশ
দুপাশে সবুজ ক্ষেতে কৃষকের হাসির প্রতিচ্ছবি
পথের ধারের বাবলা গছে
দোয়েলের মিষ্টি সুর
আজ আমি সেই পথে যাবো
ওখানে নেই কারে চোখ রাঙ্গানো
নেই কারো মান ভাঙ্গানো
নেই কোন ক্ষমতার লড়াই
নেই কোন মিথ্যে বড়াই
নেই কোন ঔদ্ধত আচরন
সেখানে শুধুই ভালোবাসার বিচরণ
আজ আমি সেই পথেই যাব।
[একটা কবিতা দিয়ে ইষ্টিশনের ট্রেনে উঠলাম। দেখি কতদিন থাকতে পারি বা কি লিখতে পারি]
ভাল লাগল।
ভাল লাগল। :ধইন্যাপাতা: :থাম্বসআপ: :ফুল: