দুর আকাশের তাঁরারাও আজ ঘাসে নেমে এসেছে ,
নিশি রাতের হেয়ালি অরন্য আজ সেজেছে চুপচাপ আলোয়।
তাঁরা গুলো উরে উরে ঘুরে ঘুরে বেরায় লু হাউয়ায়,
আমি মাঝপথে নির্বাক পথিক হাটছি চাঁদ আলোর খুজে।
নরম ঘাসের শেষে হয়তো কিছু অবাক আলো থাকবে আমার অপেক্ষায়,
হয়তোবা হাটতে হাটতে ক্লান্ত আমি থেমে যাব পথ মাঝে ।
চাঁদের আলো ডাকবে আমায়‚
দেখবনা আমি ।
সুন্দর।
সুন্দর। :ধইন্যাপাতা: :থাম্বসআপ: :ফুল: