সারাদিন খেলা আর খেলা নিয়ে যে ছেলে ডুবে থাকে সেই ছেলে দুই দিনের পরিচয়ে একটা মেয়ের প্রেমে পরে ফেসবুকে প্রেমের গান স্ট্যাটাস দিতে দিতে হোমপেজ ঝাজরা করে ফেলছে।এই সেই ভাবনা নিয়ে নিজের সব বন্ধুদেরকেও জানি দিয়েছে প্রেম হয়ে গেছে।আজ এই চিন্তা তো কাল ওই চিন্তা।ভাবতে ভাবতে মেয়েটার জন্য একট চিঠিও লিখে ফেললো।দুদিন আগে মেয়েটার সঙ্গে রুপকের পরিচয়।খুব ভাল একটা মেয়ে,দেখতেও খুব সুন্দর।স্যার এর বাসায় নানা বাহানা করে ওর ফোন নম্বরটা নিয়েছিল রুপক।একদিন কথাও হয়েছে।মেয়েটা কি মিষ্টি করে কথা বলে.আহা! এই ভেবে রুপক প্রায় গড়াগড়ি খায়।
সারাদিন খেলা আর খেলা নিয়ে যে ছেলে ডুবে থাকে সেই ছেলে দুই দিনের পরিচয়ে একটা মেয়ের প্রেমে পরে ফেসবুকে প্রেমের গান স্ট্যাটাস দিতে দিতে হোমপেজ ঝাজরা করে ফেলছে।এই সেই ভাবনা নিয়ে নিজের সব বন্ধুদেরকেও জানি দিয়েছে প্রেম হয়ে গেছে।আজ এই চিন্তা তো কাল ওই চিন্তা।ভাবতে ভাবতে মেয়েটার জন্য একট চিঠিও লিখে ফেললো।দুদিন আগে মেয়েটার সঙ্গে রুপকের পরিচয়।খুব ভাল একটা মেয়ে,দেখতেও খুব সুন্দর।স্যার এর বাসায় নানা বাহানা করে ওর ফোন নম্বরটা নিয়েছিল রুপক।একদিন কথাও হয়েছে।মেয়েটা কি মিষ্টি করে কথা বলে.আহা! এই ভেবে রুপক প্রায় গড়াগড়ি খায়।
গতকাল রাতে রুপক মেয়েটাকে প্রোপজ করবে বলে ছয় ছয়টা চিরকুট লিখেছে,বাছাই করা সব চেয়ে সুন্দর চিরকুট যেটা মেয়েটাকে দেবার জন্য রেআসলে চিরকুট বললে ভুল হবে মোটামুটি দুই পৃষ্ঠার একটা চিঠি।স্যারের বাসায় ঢোকার আগেই ডেকে দিয়ে দেবে।বিকাল ৩টায় পড়া অথচ মেয়েটা এখোন এলো না।৩ টা ৩০ এর দিকে রুপক দেখলো একটা রিক্সা আসছে। রিক্সায় একটা ছেলে আর একটা মেয়ে।ছেলেটা মেয়েটার হাত ধরে কি কি সব বলছে,তারা কথা বলতে বলতে যাচ্ছিল।রুপক মেয়েটা কে দেখলো।মেয়েটাও রুপককে দেখে হালকা হাসি দিল।সে চিনতে পারলো মেয়েটাকে।রুপক ভাবছে সেও তার চিরকুটে চিরকাল হাত ধরা টাইপের কিছু একটা লিখেছিল
রুপক বাসায় যাচ্ছে আজ বাংলাদেশের খেলা।আজ সে স্যার এর বাসায় যাবে না।কি জানি হয়তো না
যাওয়ার পেছনে অন্য কোন কারণও আছে।বাসায় এসে টিভি অন করলো।বাংলাদেশের খেলা হচ্ছে।রুপক তার কভার পিক চেঞ্জ করলো সেটা কিসের তা আর জানা হলো না।
নিজের জীবনের গল্প নাকি?
নিজের জীবনের গল্প নাকি?
ভাই আমার সাথে মিলা জাইতেসে
ভাই আমার সাথে মিলা জাইতেসে
না নিজের জীবনের নয়।
না নিজের জীবনের নয়।
আচ্ছা তাই! কায়েস
আচ্ছা তাই! কায়েস 🙂