অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে এক লোক ছিলো। তার নাম ছিলো “পাকাউ”। সে নামের ব্যাপারে ছিলো খুব সৌখিন, যদিও তার নামটা সুন্দর ছিলো না। পাকাউ এর যখন বিয়ের বয়স হলো, তখন পাকাউ সিদ্ধান্ত নিলো যে তিনি সেই মেয়েকেই বিয়ে করবেন, যার ডাকনাম “ইচ্ছে”। অনেক খোঁজাখুঁজির পর “ইচ্ছে” নামের মেয়ে পাওয়া গেলো। অনেক ধুমধাম করে বিয়েও হলো। বিয়ের বছরখানেক পরে তাদের একটা কন্যাসন্তান জন্ম নিলো। পাকাউ অনেক চিন্তাভাবনার পরে খুব সখ করে মেয়ের নাম রাখলো “উপায়”। সেই থেকে বাংলা ভাষায় নতুন একটা প্রবাদ যুক্ত হলো,
“ইচ্ছে থাকলে উপায় হয়” 😀 😀
(No subject)
😀 😀 😀
(No subject)
:শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান:
(No subject)
:হাসি:
(No subject)
:কেউরেকইসনা: :কেউরেকইসনা: :কেউরেকইসনা:
(No subject)
:ফুল: :ফুল: :ফুল:
সবার মন্তব্য ইমো দিয়া পাইলাম।
সবার মন্তব্য ইমো দিয়া পাইলাম। 😀
(No subject)
:পার্টি: :পার্টি: :পার্টি:
(No subject)
😀