আমার দাবি একটি ভালোবাসাময় রাজ্যের দাবি,
যে ভালোবাসার রাজ্যে থাকবে না ভালোবাসার কোন বাঁধাধরা নিয়ম,
যে রাজ্যে কোন প্রেমিককে যোগ্যতার যাতাকলে পিস্ঠ হতে হবেনা,
কোন প্রেমিকাকে হতে হবেনা সাদা চামড়ার সুন্দর,
যে রাজ্যে প্রেমিক-প্রেমিকা দু’জন ভালবাসবে দুজনার হৃদয়কে,
সে ভালবাসায় থাকবে না কোন না পাওয়ার অভিযোগ,
থাকবে না ছেড়ে চলে যাবার অবর্ণনীয় কষ্ট ।
ভালোবাসার সেই রাজ্য জুড়ে থাকবে প্রেমিক আর প্রেমিকারা,
থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা,
আমায় দেবে কেউ এমন একটি রাজ্য ?
ইহা বেসম্ভব !!!
ইহা বেসম্ভব !!!
উহা জানিয়াই লিখিয়াছি
উহা জানিয়াই লিখিয়াছি 🙁
আহা যদি সত্যিই এমন কোন রাজ্য
আহা যদি সত্যিই এমন কোন রাজ্য থাকত…
“যে রাজ্যে প্রেমিক-প্রেমিকা দু’জন ভালবাসবে দুজনার হৃদয়কে,
সে ভালবাসায় থাকবে না কোন না পাওয়ার অভিযোগ,
থাকবে না ছেড়ে চলে যাবার অবর্ণনীয় কষ্ট ।”
(No subject)
:কনফিউজড: