আজকে অন্যরকম কিছু লেখার জন্য চেষ্টা করছি ৷ সেটা হল আপনার সম্পর্কে ২০ টি আশ্চর্য
সত্য যা হয়তো আপনার অজানা ৷
১) আপনি যদি স্বাভাবিক হন তাহলে আপনার
ব্রেইন Encyclopedia Britannica থেকে ৫ গুন
বেশি তথ্য ধারন করতে পারে।
২) আপনার শরীরে তিল কয়টা? বেশি তিল
হলে আপনি বেশি দিন বাঁচবেন।
৩) আপনার ব্রেইন দিনের তুলনায়
রাতে বেশি কাজ করে।
৪) আপনার ব্রেইনের ৮০ শতাংশ পানি।
৫) গড়ে প্রতিদিন আপনার মাথা থেকে ৬০-১০০
চুল পরে যায়।
৬) আপনার হাতের মধ্যের আঙ্গুলের নখ
অন্যগুলোর তুলনায় দ্রুত বড় হয়।
৭) মেয়দের Heart Beat ছেলেদের তুলনায় বেশি।
৮) মেয়রা পুরুষের চাইতে দুইগুন বেশি চোখের
পাতা ঝাঁপটায়।
আজকে অন্যরকম কিছু লেখার জন্য চেষ্টা করছি ৷ সেটা হল আপনার সম্পর্কে ২০ টি আশ্চর্য
সত্য যা হয়তো আপনার অজানা ৷
১) আপনি যদি স্বাভাবিক হন তাহলে আপনার
ব্রেইন Encyclopedia Britannica থেকে ৫ গুন
বেশি তথ্য ধারন করতে পারে।
২) আপনার শরীরে তিল কয়টা? বেশি তিল
হলে আপনি বেশি দিন বাঁচবেন।
৩) আপনার ব্রেইন দিনের তুলনায়
রাতে বেশি কাজ করে।
৪) আপনার ব্রেইনের ৮০ শতাংশ পানি।
৫) গড়ে প্রতিদিন আপনার মাথা থেকে ৬০-১০০
চুল পরে যায়।
৬) আপনার হাতের মধ্যের আঙ্গুলের নখ
অন্যগুলোর তুলনায় দ্রুত বড় হয়।
৭) মেয়দের Heart Beat ছেলেদের তুলনায় বেশি।
৮) মেয়রা পুরুষের চাইতে দুইগুন বেশি চোখের
পাতা ঝাঁপটায়।
৯) আপনি যদি বেশি খেয়ে ফেলেন
তাহলে কানে শুনবেন কম।
১০) আপনার নাক ৫০,০০০ ভিন্ন ভিন্ন গন্ধ
চিনতে পারে।
১১) স্কটল্যান্ডের
একটি গবেষণা থেকে জানা গেছে,
সোমবারে হার্ট অ্যাটাক হওয়ার
সম্ভাবনা বেশি।
১২) শিরুচ্ছেদ করার পরও মানুষের ব্রেইন ১৫-২০
সেকেন্ড পর্যন্ত সজাগ থাকে।
১৩) জন্মের সময় আপনার হাড় ছিল ৩০০ টা বড়
হওয়ার পর হয়ে গেছে ২০৬ টা।
১৪) আপনি সন্ধ্যার তুলনায় সকালে ১
সেঃ মিঃ বেশি লম্বা।
১৫) আপনার শরীরের
সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে আপনার জিহ্বা।
১৬) এক পা সামনে এগুতে হলে আপনার
শরীরের ২০০ মাংস পেশি ব্যাবহার করতে হবে।
১৭) আপনি যদি ঠাণ্ডা রুমে ঘুমান
তাহলে খারাপ সপ্ন দেখার সম্ভাবনা বেশি।
১৮) আপনার নিজের শরীরে নিজে কাতুকুতু
দিতে পারবেন না
১৯) মানুষের রক্তের তুলনায় প্রিন্টারের
কালির দাম বেশি।
২০) আপনার পায়ের কাছে সাপ
থাকলে আপনি দৌড়াতে পারবেন না শুধু
লাফাবেন।
কি বুঝলেন, আসলেই এগুলো অনেক আশ্চর্য জিনিষ।
তবে আশ্চর্য হলেও সত্য ৷
।
আপনার ব্রেইন দিনের
।
দিনে সজাগই থাকি না, ব্রেন আসলে সুযোগই পায় না!
:হাসি: :নৃত্য: :নৃত্য: :হাসি: :নৃত্য: :চশমুদ্দিন:
খুব ভাল লেগেছে।
খুব ভাল লেগেছে।
ধন্যবাদ ভাইয়া ৷
ধন্যবাদ ভাইয়া ৷
নতুন কিছু জানলাম…..
নতুন কিছু জানলাম…..