হয়তো তোমার চেনাতে ভুল ছিল?
তুমি যেমন চেয়েছিলে তেমনটা পাওনি,
না পেয়েও গ্রহন করে পরিবর্তন করে নেবে ভেবেছিলে?
সেই ভাবাতেই ভুল ছিল!
জানা উচিত ছিল কিছু মানুষ বদলায় না,
আসলে চাইলেও পারে না!
এখন সময়,
জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিদায় বেলাকে আলিঙ্গন করবার,
দূরত্বকে আপন করে নেবার,
গ্লানি ঘুচিয়ে দিয়ে কষ্টে ডুবে যাবার,
হয়তো তোমার চেনাতে ভুল ছিল?
তুমি যেমন চেয়েছিলে তেমনটা পাওনি,
না পেয়েও গ্রহন করে পরিবর্তন করে নেবে ভেবেছিলে?
সেই ভাবাতেই ভুল ছিল!
জানা উচিত ছিল কিছু মানুষ বদলায় না,
আসলে চাইলেও পারে না!
এখন সময়,
জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিদায় বেলাকে আলিঙ্গন করবার,
দূরত্বকে আপন করে নেবার,
গ্লানি ঘুচিয়ে দিয়ে কষ্টে ডুবে যাবার,
মৃত হয়েও বেঁচে থাকবার অভিনয় করবার,
মিথ্যে হাসিতে কান্না লুকিয়ে রাখবার!
ভয় নেই,
বিস্ফোরিত হবে না!
সবার জন্য বারুদ হলেও তোমার জন্য কচুরিপানার ফুল!
ভালো লাগলো ৷ ” সবার জন্য
ভালো লাগলো ৷ ” সবার জন্য বারুদ হলেও তোমার জন্য
কচুরিপানার ফুল!” ৷ এভাবেই মৃত্যু ঘটছে বর্তমানের সম্পর্কগুলোর ৷
): ধন্যবাদ…বাস্তবতার দৌড়ে
): ধন্যবাদ…বাস্তবতার দৌড়ে আসলে অনেক সম্পর্কই হারিয়ে যায়। আমাদের শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে হয়!
মানুষ সঙ্গী বদলাতে পারে,
মানুষ সঙ্গী বদলাতে পারে, কিন্তু নিজের ভালবাসা বদলাতে পারে কি?
যেটা বদলে যায়, সেটা ভালোবাসা
যেটা বদলে যায়, সেটা ভালোবাসা না। তার নিশ্চয়ই অন্য কোন নাম আছে…