প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, ইস্টিশন কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন। লেখকের এবং মন্তব্যকারীর লেখায় অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলেও স্ব-স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে। লেখকের বা মন্তব্যকারীর অনুমতি বা সূত্রোল্লেখ বা কৃতজ্ঞতা স্বীকার ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।
উনি এই ঘটনার জন্য করজোড়ে
উনি এই ঘটনার জন্য করজোড়ে ক্ষমা চেয়েছেন… :তালিয়া: যেটা জনপ্রতিনিধিদের জন্য বড়ই বিরল একটা ব্যাপার… :ভাবতেছি: উনি যে সত্যিই একজন ভালো মানুষ, তার প্রমান এই ক্ষমা চাওয়া… :bow: :bow: :bow: :bow:
হ্যাঁ, সত্যিই ভালো মানুষ
হ্যাঁ, সত্যিই ভালো মানুষ তিনি।
রাজনীতিবিদদের এভাবে প্রকাশ্যে
রাজনীতিবিদদের এভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়া খুব কমই দেখা যায়।
উনাকে অন্যান্য রাজনৈতিক
উনাকে অন্যান্য রাজনৈতিক নেতাদের অনুসরন করা উচিৎ… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
স্যালুট উনাকে ক্ষমা চাওয়া
স্যালুট উনাকে ক্ষমা চাওয়া মানুষিকতা দেখিয়েছেন বলে।
প্রথমত ভুল স্বীকার করে ক্ষমা
প্রথমত ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার জন্য মন্ত্রী মহোদয়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উনি একটা নতুন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন।
তবে লেখার শুরুতে আপনি যেইসব যুক্তি দেখালেন তা মানতে পারলাম না। একজন আম পাবলিক যা করতে পারেন, একজন মন্ত্রী বা এমপি তা পারেন না। কারণ উনারা জনপ্রতিনিধি। আর এই কারনেই রাষ্ট্র উনাদের কিছু সুযোগ সুবিধা বেশী দিয়ে থাকেন। একটা উদাহরণ দেই, পরিষ্কার হবে বিষয়টা। কে কার সাথে সেক্স করবে তা নিয়ে আমেরিকানরা মাথা ঘামায় না। কিন্তু একই কাজ করে প্রেসিডেন্ট ক্লিনটন ইমপিচমেন্ট ফেইস করেছিলেন। কারণ উনি প্রেসিডেন্ট। আবার গোপন আর প্রকাশ্য নিয়েও কথা আছে। একটা ধর্ষণের ঘটনা যদি একটা ঘরের মধ্যে ঘটে, আর একই ঘটনা যদি প্রকাশ্যে ধরেন শাহবাগ মোড়ে সবার সামনে ঘটে কোনটাতে ক্ষোভ বেশী হবে বলেন তো? সমকিছু কি যুক্তির সরলীকরণ করে ব্যাখ্যা করলে হয় নাকি? মন্ত্রী সাহেব বুঝেছেন যে উনার ভুল হয়ে গেছে তাই উনি ক্ষমা চেয়েছেন। অথচ আপনি বুঝতে চাইছেন না। সূর্যের চেয়ে বালি গরম অবস্থা। এই কারনেই আমাদের দেশের নেতারা নিজেদের শোধরান না। কারণ যাই করুক, সেটা জাস্টিফাই করার জন্য চারপাশের সমর্থকের অভাব হয় না। এই কালচার থেকে বের হয়ে আসুন। তাতে সবারই মঙ্গল।
(No subject)
:থাম্বসআপ:
ভাল লাগলো । মন্ত্রী সুখটান
ভাল লাগলো । মন্ত্রী সুখটান দিলে দোষ আর বাপে টান মারলে সাধু… মানে ব্যাপারটা এমনি।
***************************
♦ আমি বাঙালি, বাংলা আমার