ল্যাম্পপোস্টের আলোয় আমরা নষ্ট হয়ে যাচ্ছি
আমাদের রেডিয়াম তেজস্ক্রিয়তা আপাত বিলীন
অর্ধায়ু ইত্যাদি মেপে মেপে সব গাইগার কাউন্টারে
ক্রমশ বার্ধক্য জড়িয়ে ধরে পায়ে
ছেড়ে দে আমার বয়স্ক লাঠি
আমি যৌবন চেয়ে গেছি চিরকাল
সদ্য কুড়িতে পড়া তরুণীর গন্ধ
বসন্তের প্রথম আলোতে চেয়েছিলাম
আমার পাশবিক সত্ত্বাকে দমন করার কথা মনে পড়েনি কখনো
শুধু তেজস্ক্রিয়তায় আমার আধেক যৌবন ফিরে পেতে চাই
আমার যতো শৈশব বার্ধক্যের বিনিময়ে গাইগার কাউন্টারের সব
কাঁটা নষ্ট হয়ে ঝরে ঝরে পড়ে হারিয়ে যাক চেরনোবিলে
শুধু আমাকে ঝুলন্ত মরচে ধরা চরকিতে যৌবনভর চরতে দাও…
ইস্টিশনে স্বাগতম!
ইস্টিশনে স্বাগতম!
:ফুল: :ফুল: :ফুল: :ফুল:
(No subject)
:তালিয়া:
ধন্যবাদ
ধন্যবাদ 😀
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :ধইন্যাপাতা: :ফুল: