ধর্ম ভেবে অধর্মতে ডুব দিলো হায় শুক্কুর ভাই,
বলছে জোরে,গলা ঝেড়ে,বিজ্ঞানেরি ভিত্তি নাই!
গোলমেলে সব হিসেব করে,
কথায় কথায় রিয়েক্ট ঝাড়ে,
ভুল করে সে তওবা খাই;
এই আমাদের শুক্কুর ভাই।
সেদিন দেখি গলির ধারে,
মারছে ধরে ছেলেটারে,
আমায় দেখে বুক চেতিয়ে বলছে শোনেন,শোনেন ভাই,
ধর্ম ভেবে অধর্মতে ডুব দিলো হায় শুক্কুর ভাই,
বলছে জোরে,গলা ঝেড়ে,বিজ্ঞানেরি ভিত্তি নাই!
গোলমেলে সব হিসেব করে,
কথায় কথায় রিয়েক্ট ঝাড়ে,
ভুল করে সে তওবা খাই;
এই আমাদের শুক্কুর ভাই।
সেদিন দেখি গলির ধারে,
মারছে ধরে ছেলেটারে,
আমায় দেখে বুক চেতিয়ে বলছে শোনেন,শোনেন ভাই,
-এই দেশেতে সবই রবে,বিজ্ঞানী আর নাস্তিকদের জায়গা নাই;
এই আমাদের শুক্কুর ভাই।
রাতবিরেতে ছিদ্র খুঁজে,
শরীরে তার শান্তি চাই,
পুংলিঙ্গে-স্ত্রীলিঙ্গে,
ভাইসাহেবের বাঁধা নাই।
হাটে-বাটে,মাঠে-ঘাটে ,
দিন থেকে রাত এমনে কাটে,কোথায় গেল ধর্ম হায়!!
এই আমাদের শুক্কুর ভাই।
মজা লাগলো
মজা লাগলো
অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।