কুরসাওয়ার অনন্য এক সৃষ্টি
জামাত, বর্তমান বিতর্ক ও বাস্তবতা
সমস্যা অনেক, সমাধান সহজ
আমাদের উপন্যাসে মুক্তিযুদ্ধ- মাহবুব রেজা
বর্তমান বিতর্ক , উত্তপ্ত ইস্টিশন।
বাহাই,জা » অদিতি
বদরুদ্দীন উমর-এর ‘পরিবর্তনের ধারা’ ও… » অর্ফিয়াস
রাসোমান: কুরসাওয়ার অনন্য এক সৃষ্টি » তারিক লিংকন
সময়ের সফলতম পদার্থবিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল… » তারিক লিংকন
বাহাই, ঊনবিংশ শতাব্দীতে ইরান থেকে উৎপত্তি হওয়া… » ডন
বাহাই, ঊনবিংশ শতাব্দীতে ইরান
একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু
একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু দিতে পারছি না…
এর বিপরীতেও কিছু কথা আছে। প্রতিটি পেশাতেই কিছু বিশ্বাসঘাতক-নিমক হারাম থাকে। তাদের দায়টা বেশীর ভাগ সময়ই পড়ে অন্যদের ঘাড়ে!
:মনখারাপ:
ধন্যবাদ।
পুলিশের কথা বললেন
ধন্যবাদ।
পুলিশের কথা বললেন তো?বাস্তব ঘটনার ভিত্তিতেই পোস্টটি লেখা।আর আপনার সাথে অবশ্যই একমত যে, প্রতিটি পেশাতেই কিছু বিশ্বাসঘাতক-নিমক হারাম থাকে।তাদের দায়টা বেশীর ভাগ সময়ই পড়ে অন্যদের ঘাড়ে!
শুধু পুলিশ কেন হবে…
শুধু পুলিশ কেন হবে… সাংবাদিকদের মাঝে কি বিশ্বাসঘাতক নেই?
আজকাল “হলুদ সাংবাদিকতায়” চারদিক সয়লাব! কোথায় যাবে সাধারন মানুষ?
:দীর্ঘশ্বাস: :দীর্ঘশ্বাস: :দীর্ঘশ্বাস:
।
।
ছাগুদের আজগুবি কর্মকান্ডের দু
ছাগুদের আজগুবি কর্মকান্ডের দু একটা ছবি সংযুক্ত করলে আরো ভাল লাগতো ।
প্রতিটি পেশাতেই কিছু বিশ্বাসঘাতক-নিমক হারাম থাকে। তাদের দায়টা বেশীর ভাগ সময়ই পড়ে অন্যদের ঘাড়ে!
– একমত ।
গল্পের নামকরণ গুলু স্বার্থক
গল্পের নামকরণ গুলু স্বার্থক হয়েছে, একেবারে চরিত্রের সাথে মিলে গেছে!
তাই নাকি?ক্যামনে!
তাই নাকি?ক্যামনে! :আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই:
লেখার স্টাইলটা ভালো লাগল।
লেখার স্টাইলটা ভালো লাগল। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
.
.
প্রতিটি পেশাতেই কিছু
দ্বিমত করার কোন অবকাশ নাই। আসলে আমরাও জাস্টিফাই করি না কিছু। এক জনের জন্যে দায়টা সবার ওপর নির্দ্বিধায় চাপায়ে দেই।
সেটা ঠিক আছে।তবে ল
সেটা ঠিক আছে।তবে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো তো আইন লঙ্ঘন করেছে অনেকবার।সাংবাদিকও কম পেটায়নি।আর উপরের নির্দেশ ছাড়া তো নিশ্চয়ই এসব হয়নি।
গল্প খুব ভালো হয়েছে। কিন্তু
গল্প খুব ভালো হয়েছে। কিন্তু একটু প্যারা করে লিখবেন। পড়তে সুবিধা হবে।
অনেক ধন্যবাদ আপনাকে।বেশিরভাগ
অনেক ধন্যবাদ আপনাকে।বেশিরভাগ জায়গাতেই প্যারা করে লিখেছি।কিছু জায়গায় করা হয়নি।ঠিক করে দিচ্ছি।