মাঝে মাঝে ইচ্ছে হয়, আকাশে অনেক তারার মাঝে একটি তারা হই।
যেন আকাশ ভরা জোছনা দেখে তুমি আমার কথা ভাবো আনমনেই,
খুব ইচ্ছে হয় তোমার ধোঁয়া উঠা গরম চায়ের পেয়ালা হই –
যাতে তোমার কম্পিত ঠোঁটের চুম্বন পেতে পারি……..
ইচ্ছে করে, হই – তোমার কোনো প্রিয় লেখকের বই,
যেন তুমি আমাকে তোমার বুকের উপরে রেখে ঘুমিয়ে নিতে পারো একটি অলস বিকেল।
ইচ্ছে হয়, তোমার বেশ পাওয়ারী চশমা হই,, আমার চোখে তুমি দেখবে ধরা
মাঝে মাঝে তোমার ওড়না দিয়ে আমায় যত্ন করবে পরম ভালোবাসায়।
ইচ্ছে হয় হই একজোড়া লাভবার্ড –
পুরুষ পাখিটার ভালোবাসা দেখে তোমার মনে হবে ইশ আমি যদি মেয়ে পাখিটি হতাম ……
মাঝে মাঝে ইচ্ছে হয়, আকাশে অনেক তারার মাঝে একটি তারা হই।
যেন আকাশ ভরা জোছনা দেখে তুমি আমার কথা ভাবো আনমনেই,
খুব ইচ্ছে হয় তোমার ধোঁয়া উঠা গরম চায়ের পেয়ালা হই –
যাতে তোমার কম্পিত ঠোঁটের চুম্বন পেতে পারি……..
ইচ্ছে করে, হই – তোমার কোনো প্রিয় লেখকের বই,
যেন তুমি আমাকে তোমার বুকের উপরে রেখে ঘুমিয়ে নিতে পারো একটি অলস বিকেল।
ইচ্ছে হয়, তোমার বেশ পাওয়ারী চশমা হই,, আমার চোখে তুমি দেখবে ধরা
মাঝে মাঝে তোমার ওড়না দিয়ে আমায় যত্ন করবে পরম ভালোবাসায়।
ইচ্ছে হয় হই একজোড়া লাভবার্ড –
পুরুষ পাখিটার ভালোবাসা দেখে তোমার মনে হবে ইশ আমি যদি মেয়ে পাখিটি হতাম ……
ইচ্ছে করে তোমাকে ভালোবাসি প্রান ভরে….
আগলে রাখি তপ্ত বুকের বাম পাশটার গভীরতর গভিরতায় ….।