সর্বশেষ যে ইচেছটা হারিয়েছি তা হলো ব্লগ লিখা।
কয়েকটি ব্লগে তো আইডি টাই ব্লক করে রেখেছে।
যদিও এক সময় রতন দার দোকানের চা খাওয়ার অভ্যেস এর মতো এই অভ্যেস টাও আমার অনেক টাটকা ছিলো,
সময়ের তাড়নায় চায়ের অভ্যেস টা থাকলেও ব্লগ লিখার অভ্যেস টা ক্ষুইয়ে বসেছি।
আমি হলাম এমন এক মানুষ যে প্রতিটি পদক্ষেপ এ নিজেকে বদলাতে চেষ্টা করে কিন্তু মানুষ বলে হয়তো যে ধরনটা ছোট বেলা থেকে রপ্ত করেছি তা এতো সহজে পরিবর্তন করতে পারছিনা।
সবাইকে বলে যাচ্ছি প্রতিনিয়ত আমি সবসময় ভালোর দলেই হয়তো কথা নামক লতার কাছ থেকে
সর্বশেষ যে ইচেছটা হারিয়েছি তা হলো ব্লগ লিখা।
কয়েকটি ব্লগে তো আইডি টাই ব্লক করে রেখেছে।
যদিও এক সময় রতন দার দোকানের চা খাওয়ার অভ্যেস এর মতো এই অভ্যেস টাও আমার অনেক টাটকা ছিলো,
সময়ের তাড়নায় চায়ের অভ্যেস টা থাকলেও ব্লগ লিখার অভ্যেস টা ক্ষুইয়ে বসেছি।
আমি হলাম এমন এক মানুষ যে প্রতিটি পদক্ষেপ এ নিজেকে বদলাতে চেষ্টা করে কিন্তু মানুষ বলে হয়তো যে ধরনটা ছোট বেলা থেকে রপ্ত করেছি তা এতো সহজে পরিবর্তন করতে পারছিনা।
সবাইকে বলে যাচ্ছি প্রতিনিয়ত আমি সবসময় ভালোর দলেই হয়তো কথা নামক লতার কাছ থেকে
মুক্তির জন্যই এই বাক্য। খারাপ বল্লে আবার কেন কি সব প্রশ্নের জটলা ঢুকে যাই ওই একি বাক্যে যা আমার মোটেও পছন্দ নয়।
কারন সুচনা ধরার সাথে সাথেই আমার মাথায় উপসংহারের চিন্তা ঘুরতে থাকে তা পাঠ্য বই থেকে শুরু করে বাস্তব জীবনেও ।
তাই হয়তো আমার রেজাল্ট ও অতটা ভালো না। :p
যাক সে অন্য কথা ।
রাজনৈতিক দিক দিয়ে যদিও আমি অতটা মাথা ঘামায় না তবে দেশের এই রাজার নীতি বা দুর্নীতি যাই বলুন সবাই যেন ক্ষমতার মদে টলছে আর এই ক্ষমতার মদ অতন্ত কড়া। যা সেলামের মোহ
মজ্জার মধ্যে জড়িত হয়ে যায়। এই প্রেস্টিজের
অভিমান ধর্মের কাছেও মাথা নত করতে দেয় না।
আমার এই অবুঝ রাজনৈতিক মন্তব্য ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন আশা রাখছি । 🙂
আজ সকালে ঘুম থেকে উঠেই আবিষ্কার করলাম গরমের পরিমানটা খানিকটা বেশি কিন্তু বেলা গড়াতে গড়াতে খানিকটা গরম যেন অনেকটাই রূপ নিয়ে নিয়েছে আবার এখন দেখছি মেঘের কাশি শোনা যাচ্ছে । প্রকৃতিটাও যেন প্রতি মূহুর্তে নিজের রূপ দেখাতে ব্যাস্ত অনেকটা মেয়েদের মতো . 🙂
গরমের পর এই আবহাওয়া টা যেন নরক বাসীর স্ব্র্্গ লাভের মতো .
অর্ধেক বেলাতো গেলো আর বাকি অর্ধেক বেলার শুভ কামনা করে এখানেই ইতি টানলাম।
শুভ বিকেল ।
শুভ অপরাহ্ন
শুভ অপরাহ্ন
এভাবে একটি ফালতু পোস্ট তিনবার
এভাবে একটি ফালতু পোস্ট তিনবার করে পোস্টিং দিলে ব্লক তো খাবেনই!
হা হা হা!
এভাবে সত্য কথাটা না
হা হা হা!
এভাবে সত্য কথাটা না বললেও পারতেন।
এভাবে একটি ফালতু পোস্ট তিনবার
:মাথাঠুকি: :মাথাঠুকি: :ভেংচি: 😀
বানান গুলা ঠিক করে লিখলে
বানান গুলা ঠিক করে লিখলে লেখাটা পড়তে মন চাইত । লেখার কোন অর্থ না থাকলেও বানান গুলা ঠিক করে লিখুন । ভাল লাগবে 🙂