মৌখিক ভালবাসায় প্রাণ ওষ্ঠাগত, প্রকৃত ভালবাসার বাজার একটু মন্দাই বলা যায়!
হরেকরকম ভালবাসা দেখছি আজ-কাল। শুনতে খারাপ লাগলেও পার্ক,রুম ডেট,রাত জেগে ফোনে কথা বলা এসবই এখন ভালবাসার(প্রেমের) আওতাভুক্ত!!
বর্তমানকালে প্রেমিক-প্রেমিকা হাসি হাসি মুখে একে অপরের দিকে তাকাই শুধু, একে অপরকে দেখে না।
বন্ধুত্ব?
তাতো দেখছেন-ই।হাতেগোনা কয়েকজন মানুষ প্রকৃত বন্ধুত্বের ঐতিহ্য টিকিয়ে রাখার চেষ্টা করলেও স্বার্থের চাপে সেটারও বিলুপ্তপ্রায় অবস্থা।
আর পারিবারিক ভালবাসার কথা বিশেষ ভাবে না বললেও চলে।তাও এখন দায়িত্ব-কর্তব্যের ধারের কাছে না গিয়ে কেবলমাত্র দায়-এ পরিণত হয়েছে।
শর্তহীন ভালবাসার বালাই নেই!!
মৌখিক ভালবাসায় প্রাণ ওষ্ঠাগত, প্রকৃত ভালবাসার বাজার একটু মন্দাই বলা যায়!
হরেকরকম ভালবাসা দেখছি আজ-কাল। শুনতে খারাপ লাগলেও পার্ক,রুম ডেট,রাত জেগে ফোনে কথা বলা এসবই এখন ভালবাসার(প্রেমের) আওতাভুক্ত!!
বর্তমানকালে প্রেমিক-প্রেমিকা হাসি হাসি মুখে একে অপরের দিকে তাকাই শুধু, একে অপরকে দেখে না।
বন্ধুত্ব?
তাতো দেখছেন-ই।হাতেগোনা কয়েকজন মানুষ প্রকৃত বন্ধুত্বের ঐতিহ্য টিকিয়ে রাখার চেষ্টা করলেও স্বার্থের চাপে সেটারও বিলুপ্তপ্রায় অবস্থা।
আর পারিবারিক ভালবাসার কথা বিশেষ ভাবে না বললেও চলে।তাও এখন দায়িত্ব-কর্তব্যের ধারের কাছে না গিয়ে কেবলমাত্র দায়-এ পরিণত হয়েছে।
শর্তহীন ভালবাসার বালাই নেই!!
স্বীকার করছি বেঁচে থাকার তাগিদে কিছুটা স্বার্থপর কমবেশি সবারই হতে হয় তবে,কিছুটা মুনাফাবিহীন ভালবাসার অনুপস্থিতিতে বেঁচে থাকার প্রকৃত আনন্দ অধরাই থেকে যায়।
ভালোবাসা আছে বলেই পৃথিবীতে
ভালোবাসা আছে বলেই পৃথিবীতে আজও ফুল ফোটে আবার এই ভালোবাসার জন্যই এতো রক্ত ঝড়ে…
হ্যাঁ…সেটাই।
হ্যাঁ…সেটাই।
আপনাগো এত্তো বালোফাসা!!
আপনাগো এত্তো বালোফাসা!!
কেন্! আপনে বুঝি জঙ্গলে
কেন্! আপনে বুঝি জঙ্গলে থাকেন?মা-বাপ্,ভাই-বোন,বিশেষ কোন মানুষকে বুঝি ভালবাসেন না!!
তাইলে তো ভাই আপনে হুদাই ভালো মানুষ অভিনয় কইরা কার্যসিদ্ধি করেন।
আপনার প্রোফাইলে ব্যবহৃত ছবির সাথে এই মন্তব্য একেবারেই যায় না।
জটিল মন্তব্য, সন্দেহজনক, কি
জটিল মন্তব্য, সন্দেহজনক, কি বোঝালেন?