একটা গল্প বলি..
অনেক দিন আগের কথা। এক দেশে ছিলো এক রাজা। এই যাহ্.. ভুল করে ফেলছি…..
একটা গল্প বলি..
অনেক দিন আগের কথা। এক দেশে ছিলো এক রাজা। এই যাহ্.. ভুল করে ফেলছি…..
এক দেশে ছিলো কিছু কবুতর। তাঁরা সকলে মিলে সুঁখে শান্তিতে বাস করতো। কিন্তু সুখের বিনিময়ে ও তো কিছু ত্যাগ করতে হয়। কবুতর গুলো থাকতো একটা গহিন জংগলে। যেখানটা ছিলো সিংহের দখলে । পরবর্তিতে সিংহেরা সেচ্ছায় তাদের রাজত্য ছেড়ে অন্য বনে চলে যায়। আর কবুতর গুলোর দায়িত্ব পায় কিছু কুকুর। এই কুকুর গুলোর রাজ্যেই বাস করতো এই কবুতর গুলো। কুকুরদের আবার খাঁজতে ও দিতে হতো তাদের রাজ্যে বাস করার জন্য। খাঁজনা দিলে ও মাফ নেই, কুকুরদের কারণে-অকারণে অত্যাচার তাদের ভোগ করতে হতো। কবুতর গুলো স্বাধীন হতে চাইলো, এই অত্যাচার-নিপীড়ন থেকে বেরিয়ে নিজেদের কে স্বাধীন ভাবে চলার জন্য রাস্তা খুঁজতে লাগলো। পরবর্তিতে কবুতরদের রাজা সকলকে নিয়ে কুকুরগুলোর বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিলো। কিন্তু ওই কুকুর গুলোর বিপরীতে এরা জিততে পারবে কেন ?
কিন্তু তাদের মনে আছে সাহস , আছে স্বাধীন হবার অনুপ্রেরণা। এজন্য তাঁরা পাশের রাজ্যে থাকা বাবুই পাখিগুলোর সাহায্যে নিজেদেরকে হিংস্র কুকুরদের অত্যাচার থেকে রক্ষা করে।
কুকুর তো কুকুর। তাদের চরিত্র বদলেনি। এখনো সেই কুকুর ই আছে। কিন্তু আজ বাবুই পাখি কেন জানি বদলে গেছে!!!!!
এটা রূপক গল্প,
এটা রূপক গল্প, বুঝলাম।
কিন্তু // কবুতর
গুলো থাকতো একটা গহিন জংগলে। // এটা মানতে পারলাম?
কবুতর জঙ্গলে থাকে?
মরহুম যদি ইষ্টিশনে থাকতে পারে
মরহুম যদি ইষ্টিশনে থাকতে পারে তবে কবুতর গুলো ও জংগলে থাকতে পারে !!!
কিন্তু সেই কবুতর গুলো অনেক স্বাধীন , অনেক আধুনিক । তারা এখন ফটোশপ দিয়ে হিমালয় জয় করে শিখেছে….
হ্রে হ্রে
হ্রে হ্রে
ভাল্লাগসে….
ভাল্লাগসে…. 😀
ধন্যবাদ প্রাচীন
ধন্যবাদ প্রাচীন 🙂
বাবুই পাখিরে পঁচা আলুর রোগে
বাবুই পাখিরে পঁচা আলুর রোগে পাইসে, বদলে যাও, বদলে দাও সিনড্রোম।
তা বড়োই ঠিক বলিয়াছেন…..
তা বড়োই ঠিক বলিয়াছেন…..
কুকুর তো কুকুর। তাদের চরিত্র
ধন্যবাদ ধ্রুব
ধন্যবাদ ধ্রুব