ভূমিষ্ট হওয়ার সাত দিনেই
আমার মায়ের এক মামা
আর্শিবাদ করতে এসে বলেছিলেন–
‘এ শালা বদমাশ হবে’
কৈশর থেকে তারুণ্য পেরিয়ে
এখন আমি এক বলিষ্ঠ যুবকবেশী
এ ‘বদমাশ’ ঘুরে বেড়ায়
সর্বত্র, সর্বক্ষণ আমার চারপাশে
কারবালার জয়নাব,
ট্রয়ের হেলেন অসংখ্যবার হাতছানি দিয়ে
ডেকেছে আমায়।
বেহুলার বাসরে প্রবেশ করবো আমি
ছুয়ে বলবো হাত, ‘না’-
‘না’, কোনদিন হাতছানি মানিনি
বুঝিনি, চেয়েও দেখিনি
তুমিই প্রথম
প্রথম রজনী আমার
‘বদমাশ’ নাশ হবে এখনি ।
[কবিতাটি ১৯৯১ সালে এপ্রিল মাসে কোন এক পাগলা মহুর্তে লেখা। তারিখটা মনে নাই। অন্য একটি ব্লগ পোস্টে কবিতাটি প্রকাশ করা হয়েছিল। ইস্টিশন’র পাঠকদের সাথে আবার শেয়ার করলাম।]
আগে পড়েছিলাম।
আগে পড়েছিলাম। 😀
থামলেন কেন? কবিতা চালায় যান।
থামলেন কেন? কবিতা চালায় যান। ইস্টিশনের কবিতা নামধারী ছাইপাশে অসহ্য হয়ে উঠছি ক্রমাগত।
শওকত খান ভাই, আপনাকে মাইকেল
শওকত খান ভাই, আপনাকে মাইকেল মধুসূদন দত্তের একটা লাইন মনে করিয়ে দিতে চাই।
তাই, কোনও লেখাকে ছাইপাঁশ বলাটা অগ্রহণযোগ্য। ওটা নিচু মানশিকতার লক্ষন।
ভাল না লাগলে সেটার সমালোচনার ভাষা এমন হওয়া উচিত নয়।
কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।
আইজু ভাই, আমি কবিতা ভালোবাসি।
আইজু ভাই, আমি কবিতা ভালোবাসি। কবিতা ভালো না লাগলে সমালোচনাও করতাম একটা সময়। এখন সমালোচনা করতে করতে ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। সমালোচনা করতে ইচ্ছা করে না আর। এনার্জি লস মনে হয়। এই যেমন কিছুক্ষণ আগে আপনার পোষ্টেও ঘুরে এলাম। আপনার বাঙলা বানান নিয়ে কিছু বলতে ইচ্ছে করছিলো, কিন্তু লিখিনি।
আর তাছাড়া আমি কারো নাম উল্লেখ করে বলিনি, অমুকের কবিতাটা একটা বিরাট ‘বাল’ হইসে, তমুকেরটা ‘ছাল’ হইসে…। বরং, যার কবিতা ভালো লাগবে, তারটা পড়ে কমেন্ট করাটাকেই প্রাধান্য দিই।
কষ্ট পাইনি। আপনার স্পষ্ট বক্তব্যের জন্য বরং আপনাকে ধন্যবাদ জানাই।
এই যেমন কিছুক্ষণ আগে আপনার
দু কলম লিখিয়া আসিলে এ অধম কৃতার্থ হইত।
আরেকটি কথা, আমি কিন্তু “আইজু” নই।
আপনারা দুইজন বোধ হয় ‘রেড
আপনারা দুইজন বোধ হয় ‘রেড এর্লাট’র কথা ভুলিয়া গিয়াছেন। 😀
মর, জ্বালা!
এখানে ‘রেড
মর, জ্বালা!
এখানে ‘রেড এর্লাট’র কথা আসিল কিভাবে?
ভাই চর্চাটা বাদ দেন। খুবই
ভাই চর্চাটা বাদ দেন। খুবই ক্ষতিকারক একটা চর্চা।
শওকত খান ভাই আমার নামে কোন
শওকত খান ভাই আমার নামে কোন দোষারোপ করেন নাই,
আমিও তাহার নামে দোষারোপ করি নাই।
তবে বন্ধুত্বমূলক আলাপচারিতায় ‘রেড এর্লাট’র জুজু আসবে কেন?
সাধারণ বানান নিয়ে কথা বলাটা
সাধারণ বানান নিয়ে কথা বলাটা বাহুল্য মনে হয়েছিলো বলে লিখে আপনাকে কৃতার্থ করতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ‘কষ্টে আছে’ ভাই ক্ষমা কইরা দিয়েন…
:আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই:
চমৎকার লিখেছেন !
আরো কবিতা
চমৎকার লিখেছেন !
আরো কবিতা থাকলে আমাদের পড়ার জন্য দিয়েন ।
আগে অসংখ্যবার পড়েছি। দারুণ
আগে অসংখ্যবার পড়েছি। দারুণ কবিতা। আপনার অন্য কবিতাগুলোও এখানে পোস্ট দিয়েন পারলে।
আগেও পড়েছিলাম… নতুন করে
আগেও পড়েছিলাম… নতুন করে লেখা ধরেন।
কোথায় যেন পড়েছি পড়েছি মনে হয়।
কোথায় যেন পড়েছি পড়েছি মনে হয়। নতুন লেখা চাই…
নতুন পড়লাম…
দারুন লাগলো !
নতুন পড়লাম…
দারুন লাগলো !
বেশ ভালো লাগলো।
আমি অবশ্য
বেশ ভালো লাগলো।
আমি অবশ্য নতুন পড়লাম।
অনেক ভালো লাগলো ৷ আপনার সব
অনেক ভালো লাগলো ৷ আপনার সব লিখাগুলোই unique হয় ৷ পরতে ভালে লাগে ৷
বাহ বেশ লাগল ভাই… বেশ…
বাহ বেশ লাগল ভাই… বেশ… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :ধইন্যাপাতা: :ফুল: :ফুল: