একটা বিষয় আপনারা আমরা সবাই জানি যে পাকিস্তান আমাদের কাছে ১৯৭১ সালের কৃত অপরাধের জন্য ক্ষমা চায় নি। বরং ২০১২ সালে যখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশে এসেছিলেন ১৯ থেকে ২২শে নভেম্বর পাকিস্তানে ডি-এইট শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যোগ দেয়ার আমন্ত্রণ জানাতে তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানিকে আহবান জানিয়েছিলেন পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু হিনা রাব্বানি তখন বলেছিলেন, “অতীতকে পেছনে রেখে দুদেশের উচিৎ সামনে এগিয়ে যাওয়া।”
লিংক ১ – http://goo.gl/uk0J4i
একটা বিষয় আপনারা আমরা সবাই জানি যে পাকিস্তান আমাদের কাছে ১৯৭১ সালের কৃত অপরাধের জন্য ক্ষমা চায় নি। বরং ২০১২ সালে যখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশে এসেছিলেন ১৯ থেকে ২২শে নভেম্বর পাকিস্তানে ডি-এইট শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যোগ দেয়ার আমন্ত্রণ জানাতে তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানিকে আহবান জানিয়েছিলেন পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু হিনা রাব্বানি তখন বলেছিলেন, “অতীতকে পেছনে রেখে দুদেশের উচিৎ সামনে এগিয়ে যাওয়া।”
লিংক ১ – http://goo.gl/uk0J4i
লিংক ২ – http://goo.gl/R7Nqyn
এর প্রতিবাদে তখন ব্লগ ফেসবুক সর্বত্র এই বক্তব্যের প্রতিবাদে নিন্দার ঝড় ওঠে। কিন্তু ঐ নিন্দার ঝড়ই সার। পাকিস্তান এখনো ক্ষমা চায় নি। তাই আমাদের দাবি আগামী ৩০ মার্চ বাংলাদেশ পাকিস্তানের ম্যাচে আমরা সবাই আর্ট পেপারে করে লিখে নিয়ে যাবো –
“Pakistan you must have to beg apology for 1971’s war crime in Bangladesh.”
উদ্দেশ্য বহির্বিশ্বকে জানানো পাকিস্তান নামক একটা নিকৃষ্ট দেশ এখনো ১৯৭১ সালে কৃত অপরাধের জন্য ক্ষমা চায় নি। লজ্জায় পড়লে মানুষ ভুল স্বীকার করতে পারে। আমিও আশা করছি তারা করবে। তবে কবে করবে তা জানিনা। জয় বাংলা।
ভাই, এই কাজটা করতে পারলে একটা
ভাই, এই কাজটা করতে পারলে একটা কাজের কাজ হয়। মাঝে ব্যাপারটা বেশ জোরেশোরে শুরু হয়েছিল। এখন আবার ব্যাপারটা থেমে গেছে। আসেন আবার শুরু করি। মাফ ওদের চাইতেই হবে।
ঠিকই বলেছেন ভাই। মাফ ওদের
ঠিকই বলেছেন ভাই। মাফ ওদের চাইতেই হবে। জয় বাংলা।
—————————————————
বন্ধু শক্ত হাতে ধর হাল,
পাড়ি দিতে হবে অনন্ত পথ দূর পারাবার।…….
সত্যান্বেষি সব্যসাচী, আপনার
সত্যান্বেষি সব্যসাচী, আপনার প্রস্তাবটি সময়োপযোগী একটি প্রাণের দাবী। আন্তরিক ভাবেই এর সাথে সহমত পোষণ করছি।
তবে, আগামী ৩০ মার্চ বাংলাদেশ পাকিস্তানের ম্যাচে আমাদেরই কোন জ্ঞাতি ভ্রাতাভগ্নী গালে মুখে পাকিস্তানের পতাকা এঁকে নিয়ে স্টেডিয়ামে গিয়ে যখন পাকিস্তানকে সমর্থন জানাতে থাকবে তখন আমি আপনি যদি
লিখে প্ল্যাকার্ড নিয়ে গিয়ে দাঁড়ায় তবে সেটা কি হাস্যকর হবে না? তাই, আপনার এই বাস্তব সম্মত দাবীর সাথে
দাবী সম্বলিত আরেকটি নতুন প্ল্যাকার্ড স্থান পেলে সেটা আর সুন্দর ও সার্থক হয়ে উঠত।
আশা করি ভেবে দেখবেন।
“Pakistan you must have to
“Pakistan you must have to beg apology for 1971’s war crime in Bangladesh.”
লিখে প্ল্যাকার্ড নিয়ে গিয়ে দাঁড়ায় তবে সেটা হাস্যকর কেন মনে হবে? আপনি যদি মনে করেন এটা ঠিক কাজ তাহলে আরেক জন কি ভাবল, না ভাবল তাতে কি এসে যায়?
কেউ যদি সাহস করে এই কাজটা করে তাহলে মনে করবো আমরা এখনো আত্মসম্মানবোধ হারিয়ে ফেলিনি।
দয়া করে ভুল বুঝবেন
দয়া করে ভুল বুঝবেন না।
“Pakistan you must have to beg apology for 1971’s war crime in Bangladesh.” লিখে প্ল্যাকার্ড নিয়ে গিয়ে দাঁড়ায় তবে সেটা হাস্যকর মনে হবে আমি সেটা ইঙ্গিত করিনি বরং লেখাটির উপরে লক্ষ্য করুন, কেউ যদি গালে মুখে পাকিস্তানের পতাকা এঁকে নিয়ে স্টেডিয়ামে গিয়ে পাকিস্তানকে সমর্থন করতে থাকে আর তার পাশেই এই প্ল্যাকার্ড টি দেখা যায় তবে সেটাকে হাস্যকর বলেছি।
এমনিতেই সিপি গ্যাংএর
এমনিতেই সিপি গ্যাংএর প্রচারণায় ঐ জিনিস টা বন্ধ হয়ে গেছে। কেউ আর মাঠে বিজাতীয় পতাকা নিয়ে প্রবেশ করতে পারছে না। তারপরেও যেইগুলা মাঠে গালে আঁইকা নিয়া যাইব পাকিস্তানের পতাকা ঐগুলা্রে কি করন যায় সেই কথা আর নাইবা কইলাম।
—————————————————
বন্ধু শক্ত হাতে ধর হাল,
পাড়ি দিতে হবে অনন্ত পথ দূর পারাবার।…….
যারা খেলা দেখতে যাবেন তারা
যারা খেলা দেখতে যাবেন তারা সবাই এই কাজটি করতে পারেন। আমার পূর্ণ সমর্থন থাকলো।
সমর্থন দেয়ায় ধন্যবাদ ভাই।
সমর্থন দেয়ায় ধন্যবাদ ভাই। বুঝতে পারছি না কাজটা কতটুকু হবে। ডাটা ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় আজকে সবাইরে জানাইতে বসছি। জানাইছিও। দেখি কি হয়।
—————————————————
বন্ধু শক্ত হাতে ধর হাল,
পাড়ি দিতে হবে অনন্ত পথ দূর পারাবার।…….
আমি সহমত।।
আমি সহমত।।
ধন্যবাদ
ধন্যবাদ ভাই।
—————————————————
বন্ধু শক্ত হাতে ধর হাল,
পাড়ি দিতে হবে অনন্ত পথ দূর পারাবার।…….