কখনো কখনো সাধ জাগে-
মধ্যরাতের নিস্তব্ধতা
ভেঙে খান খান করে দিয়ে
কিছু “তুমি”-হীন দীর্ঘশ্বাস ফেলি।
কখনো কখনো সাধ জাগে-
মধ্যরাতে কোন চিলেকোঠায় জ্বালানো
টিমটিমে লন্ঠনটাকে অব্যর্থ-
কোন নিশানা দিয়ে ভেঙে চূড়মার করে,
রাত্রিটাকে আরো গাঢ় অন্ধকারে ডুবিয়ে দিই।
কখনো কখনো সাধ জাগে-
মধ্যরাতের নিস্তব্ধতা
ভেঙে খান খান করে দিয়ে
কিছু “তুমি”-হীন দীর্ঘশ্বাস ফেলি।
কখনো কখনো সাধ জাগে-
মধ্যরাতে কোন চিলেকোঠায় জ্বালানো
টিমটিমে লন্ঠনটাকে অব্যর্থ-
কোন নিশানা দিয়ে ভেঙে চূড়মার করে,
রাত্রিটাকে আরো গাঢ় অন্ধকারে ডুবিয়ে দিই।
কখনো কখনো সাধ জাগে-
মধ্যরাতে মেঠো পথে ঘুরে ঘুরে
বসন্তের মাতাল হাওয়ায় মেতে উঠি আর
কোকিলের ডাকে বিরক্ত হয়ে চিৎকার করে বলি,
“চুপ কর রে হতভাগা,
ভালোবাসাগুলো সব নিভিয়ে দিয়েছি।”
“চুপ কর রে
“চুপ কর রে হতভাগা
ভালোবাসাগুলো সব
নিভিয়ে দিয়েছি।”
ভালো লেগেছে ।
আহ… বেশ…
আহ… বেশ… :থাম্বসআপ: :ধইন্যাপাতা: :ফুল: