প্রখর রোদে মুখ লুকিয়ে পিঠ পেতে বসে থাকি
হাতে ধরে রাখা ঝালমুড়ির ঝালে চোখ ভিজে আসে,
পিঠ জ্বলে যায় ।
তবু মুখ তুলে তাকাইনা ;
চোখাচোখি হয়ে যায় যদি !
আমি অপরাধী
অপরাধ করেছি তোমার গিটারের তার ছিঁড়ে,
তোমার খোপা খুলে ।
তুমি বিচারকের আসনে অধিষ্ঠ হলে হঠাত্
ভালোবাসার তেতাল্লিশ ধারায় রায় হয়ে গেলো ।
পড়ে গেলো দড়ি আমার চোখে ।
আমি দীর্ঘদিবস সাজা কাটলাম
পিঠ জ্বলে গেলো,
চোখ ভিজে গেলো।
তুমি দূর থেকে দেখলে একবার
তাতে আরেকজোড়া চোখ ভিজে গেলো।
তারপর বিচারপতি, রাষ্ট্রপতি হয়ে গেলো হঠাত্।
আপিল হলো
সাজা মওকুফ হলো
আমি তাকালাম তোমার দিকে
তুমি পোড়া পিঠ থেকে তেতাল্লিশ ধারা মুছে দিলে ।