তোর জড়িয়ে ধরার আড়ষ্টতায় আমি ভালোবাসা খুঁজে পাই নি ।
খুঁজে পাইনি তোর চুমুর শীতলতায় ।
তোর কপালজুড়ে উষ্ণ চুমু শীতল হয়ে গেছে ।
হাত দুটোর মাঝে পড়ে আছি আমি নিতান্ত অবহেলায় ।
কোন সামাজিকতায় আবদ্ধ যেন এ মুহুর্তটুকু,
যেখানে জড়িয়ে ধরা আর চুমু খাওয়া অনুভূতিহীন মুখস্থ কোন কবিতা মাত্র ।
এখনো মাঝরাতে রক্ত খুঁজে পাওয়া যায় না শরীরে
ফ্যাকাশে হয়ে যাওয়া অখন্ড শরীরে কামড়ের দাগ লেগে থাকে ।
সূর্যগ্রহণের দায় যদি আমাকেই নিতে হয়, তবে
মিথ্যে বলে এ যাত্রায় অসুস্থ হয়ে যাবো ।
এখনো শিরশির করে ওঠা শরীরের লোমগুলো অনিয়ন্ত্রিত কাঁপতে থাকে প্রতিনিয়ত ।
তোর জলাশয়ভর্তি আবর্জনার দায় যদি আমাকেই নিতে হয়, তবে
তোর জড়িয়ে ধরার আড়ষ্টতায় আমি ভালোবাসা খুঁজে পাই নি ।
খুঁজে পাইনি তোর চুমুর শীতলতায় ।
তোর কপালজুড়ে উষ্ণ চুমু শীতল হয়ে গেছে ।
হাত দুটোর মাঝে পড়ে আছি আমি নিতান্ত অবহেলায় ।
কোন সামাজিকতায় আবদ্ধ যেন এ মুহুর্তটুকু,
যেখানে জড়িয়ে ধরা আর চুমু খাওয়া অনুভূতিহীন মুখস্থ কোন কবিতা মাত্র ।
এখনো মাঝরাতে রক্ত খুঁজে পাওয়া যায় না শরীরে
ফ্যাকাশে হয়ে যাওয়া অখন্ড শরীরে কামড়ের দাগ লেগে থাকে ।
সূর্যগ্রহণের দায় যদি আমাকেই নিতে হয়, তবে
মিথ্যে বলে এ যাত্রায় অসুস্থ হয়ে যাবো ।
এখনো শিরশির করে ওঠা শরীরের লোমগুলো অনিয়ন্ত্রিত কাঁপতে থাকে প্রতিনিয়ত ।
তোর জলাশয়ভর্তি আবর্জনার দায় যদি আমাকেই নিতে হয়, তবে
জলপট্টি থেকে চুইয়ে পড়া ভালোবাসা মুঠো পাকিয়ে ছুঁড়ে ফেলে দেব ।
আপনাকে ইস্টিশনবিধি মেনে ব্লগে
আপনাকে ইস্টিশনবিধি মেনে ব্লগে পোস্ট দেওয়ার জন্য বলা হচ্ছে। একইসাথে প্রথম পাতায় একের অধিক পোস্ট না দিলে ভালো। তবে দুইয়ের অধিক পোস্ট দিলে প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে।
এরপর থেকে ইস্টিশনবিধি মেনে
এরপর থেকে ইস্টিশনবিধি মেনে পোস্ট দেব । সতর্কীকরণের জন্য ইস্টিশন মাস্টার কে ধন্যবাদ ।