প্রথমেই বলে রাখছি আমি সিপি গ্যাং এর কেও না। তবে তাদের শুভাকাংখী। সিপি গ্যাং এর উদ্ভব হয়েছিল বাংলার অনলাইন রাখিব ছাগুমুক্ত এই নীতি নিয়ে। সিপি গ্যাং জামাত শিবিরের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বেছে নেয়। অনলাইনে যুদ্ধপরাধী শক্তি সমূলে বিনষ্ট করতে সিপি গ্যাং অতুলনীয়। তাদের এ কাজ যে সফল তা আমরা বর্তমানে সচক্ষে অনুধাবন করতে পারছি।
এই অনলাইন কাঁপানো সিপি গ্যাং এখন সাধারনেও বেশ আলোচিত।ঢাকা ও ঢাকার বাইরে এমনকি দেশের আনাচে কোনাচে তাদের “খেলার মাঠে বাংলাদেশীর হাতে বিজাতীয় পতাকা চাই না” এই পোস্টারে এখন সয়লাব।
প্রথমেই বলে রাখছি আমি সিপি গ্যাং এর কেও না। তবে তাদের শুভাকাংখী। সিপি গ্যাং এর উদ্ভব হয়েছিল বাংলার অনলাইন রাখিব ছাগুমুক্ত এই নীতি নিয়ে। সিপি গ্যাং জামাত শিবিরের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বেছে নেয়। অনলাইনে যুদ্ধপরাধী শক্তি সমূলে বিনষ্ট করতে সিপি গ্যাং অতুলনীয়। তাদের এ কাজ যে সফল তা আমরা বর্তমানে সচক্ষে অনুধাবন করতে পারছি।
এই অনলাইন কাঁপানো সিপি গ্যাং এখন সাধারনেও বেশ আলোচিত।ঢাকা ও ঢাকার বাইরে এমনকি দেশের আনাচে কোনাচে তাদের “খেলার মাঠে বাংলাদেশীর হাতে বিজাতীয় পতাকা চাই না” এই পোস্টারে এখন সয়লাব।
উপরের ছবিটি তার প্রমান দিচ্ছে। ছবিটি সিলেটের।
সিপি গ্যাং এর পোস্টার দেখছেন সাধারন জনগণ।
https://www.facebook.com/photo.php?fbid=1447729048795553&set=o.199595416917140&type=3&theater%22%20width=%22400%22%20/%3E
পোস্টার মনোযোগ দিয়ে পড়ছে স্কুলের ছাত্রীরা।
https://www.facebook.com/photo.php?fbid=715729875114288&set=o.199595416917140&type=3&theater%22%20width=%22400%22%20/%3E
ঢাকার অলিতে গলিতে এখন এই পোস্টার শোভা পাচ্ছে। সাধারন মানুষ একটু হলেও ভাবছে। তাদের সচেতন করার যে মহান দায়িত্ব সি পি গ্যাং নিয়েছে তার প্রতি সম্মান জ্ঞাপন করছি।
সিপি গ্যাং এর সফলতা এখানেই শেষ হয়ে যায়নি। সর্বশেষ ভারত পাকিস্তান ম্যাচে কোন বাংলাদেশীকে বিদেশী পতাকা নিয়ে প্রবেশ করতে দেই নি স্টেডিয়াম অথরিটি
https://www.facebook.com/photo.php?fbid=608904725850836&set=a.469162369825073.1073741828.460944000646910&type=1&theater%22%20width=%22400%22%20/%3E
সিপি গ্যাং এগিয়ে যাক মুক্তিযুদ্ধের আদর্শ ধারন করে। জনগনের মধ্যে যে সচেতনতার বীজ তারা রোপণ করার চেষ্টা করছে তা চলতে থাকুক নিরন্তর। শুভকামনা থাকল সিপি গ্যাং এর জন্য।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
অল হেইল CP গ্যাং (ক্র্যাক প্লাটুন)
ছবি কই?
ছবি কই?
ছবি তো দিলাম, আসতেছে না কেন
ছবি তো দিলাম, আসতেছে না কেন বুঝতে পারছি না। :চিন্তায়আছি:
আপনি যেই লিংকগুলো দিয়েছেন ঐ
আপনি যেই লিংকগুলো দিয়েছেন ঐ লিংকের ছবিগুলো সরিয়ে ফেলছে বা ডিলিট করে ফেলছে।
আপনি ছবি ঠিকভাবে দিতে পারেননি
আপনি ছবি ঠিকভাবে দিতে পারেননি বোধ হয়।
এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়,
এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, আমাদের উচিত তাদেরকে অন্তত এই কাজের জন্যে সাধুবাদ দেয়া। সেই সাথে এই কাজের সাথে যারা জড়িত তাদের সকলকেই মন থেকে জানাই স্যালুট :bow: :bow: :bow: :bow:
সামনে আরো এগিয়ে যাক সিপি
সামনে আরো এগিয়ে যাক সিপি গ্যাং এই কামনা করি। আগে তো এভাবেই দিতাম। এবার কেন হল না বুঝতে পারি নি। ধন্যবাদ সুমিত দা । আপনি ছবিটা দেখিয়ে দিলেন।
পোস্টারের মধ্যে “সুশীল ভাষা”
পোস্টারের মধ্যে “সুশীল ভাষা” ব্যবহার করায় কিঞ্চিৎ অবাক হইলাম, সাথে সাধুবাদ জানাইলাম সুমতি হওয়ায়।
সুশীল ভাষা !?
:মাথাঠুকি: সুশীল ভাষা !?
সিপির সদস্য কিংবা সমর্থক
সিপির সদস্য কিংবা সমর্থক কোনটাই নই তবে, তাদের ভাল কাজের শুভাকাঙ্খী ।
সিপির এই উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয় ।সামনে আরো এগিয়ে যাক সিপি গ্যাং এই কামনা করি।
সিপি গ্যাং এর এই ভালো
সিপি গ্যাং এর এই ভালো উদ্যোগটার জন্য শুভকামনা জানাই ।
@ডা আতিক ভাই, পরিস্থিতি
@ডা আতিক ভাই, পরিস্থিতি অনুযায়ী ভাষা প্রয়োগ করে সিপি।