জীবন নামের শব্দটা পরাক্রমে অঙ্গা অঙ্গী ভাবে বুদ্ধি মত্তার সাথে মিশে থাকে। আর এই মিশে থাকে বলেই উপলব্ধি করাটা
সাধারণ জ্ঞান। জ্ঞান সহজেই সব কিছু অতিবাহিত হলে গভীরভাবে চিন্তা ভাবনা করা বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের সাথে বুদ্ধির বিকাশ
করা নিজের ধ্যান ধারণার আত্তপ্রকাশ। আত্মপ্রকাশ ঘটানো সবার পক্ষে তা আর হয়ে উঠে না। আর হয় না বলেই বুঝতে সমস্যা
হয়ে যায়। বুঝাতে সমস্যা নিয়ে বিপদে আছে আমার এক খুভ কাছের বন্ধু রুহুল আমীন লাভলু। বছর পাঁচেক আগে পরিচয় হয় আমার
সাথে। আমরা দুজনই মালয়েশিয়া প্রবাসী। লাভলুর বাংলাদেশে গোপালগঞ্জে বাড়ি।
জীবন নামের শব্দটা পরাক্রমে অঙ্গা অঙ্গী ভাবে বুদ্ধি মত্তার সাথে মিশে থাকে। আর এই মিশে থাকে বলেই উপলব্ধি করাটা
সাধারণ জ্ঞান। জ্ঞান সহজেই সব কিছু অতিবাহিত হলে গভীরভাবে চিন্তা ভাবনা করা বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের সাথে বুদ্ধির বিকাশ
করা নিজের ধ্যান ধারণার আত্তপ্রকাশ। আত্মপ্রকাশ ঘটানো সবার পক্ষে তা আর হয়ে উঠে না। আর হয় না বলেই বুঝতে সমস্যা
হয়ে যায়। বুঝাতে সমস্যা নিয়ে বিপদে আছে আমার এক খুভ কাছের বন্ধু রুহুল আমীন লাভলু। বছর পাঁচেক আগে পরিচয় হয় আমার
সাথে। আমরা দুজনই মালয়েশিয়া প্রবাসী। লাভলুর বাংলাদেশে গোপালগঞ্জে বাড়ি।
লাভলুর মালয়েশিয়া থাকে আট বছর হবে। এই আট বছরে বাংলাদেশে একবারও যায়নি। লাভলু দেখতে খুভই সুদর্শন। যেমন তার শরীরের গঠন তেমন পোশাক আশাকে চলাফেরায় তার কোন অংশে কমতি নেই। কমতি নেই তার খাবার পরিবেশ, মালয়েশিয়া প্রবাস
জীবনে কাজের দক্ষতা কোন দিকে কম নেই। আমার জানা মতে যে কোন কাজ করতে দিধা বোধ করেনা। দিধা বোধ করে না বলেই
সবার কাছে সুযোগ্য হয়ে আছে। সুযোগ্য হয়ে আছে বেশের দিক দিয়ে, কিন্তু ক্যাশের দিক দিয়ে ফুটবলের মত ভীতরে ফাঁকা।
ভালোবেসে ছিল মন প্রাণ উজাড় করে তার নিকটাত্মীয়র এক মেয়ের সাথে, কিন্তু কপালের লিখন না যায় খনন ভাগ্যের কি পরিহাস নীতি,
নীতিকে অনিতি করে দিল কোথা থেকে এক ধনীর দুলাল এসে তার ভালোবাসাকে ছোবল মেরে নিয়ে গেল। নিয়ে গেল ভালোবাসাকে পাগল করে দিল লাভলুর সমস্থ অস্তিত্বকে। এই অস্তিত্বকে ধরে রেখে নিজের বুদ্ধি মত্তাকে বিনষ্ট করে দিচ্ছে। বিনষ্ট করে দিচ্ছে তার পরবর্তী পরিকল্পনা।
বর্তমানে লাভলু আমার কাছ থেকে মাইল দশেক দূরে থাকে। তাই ফেসবুকে চ্যাট আর মুঠো ফোনে কথা হয়। মাঝে মাঝে যখন চ্যাট করি
তখন লাভলুর সাথে ভাল মজা হয়, মজা হয় এই জন্য যে চ্যাটে ভাষার মাধুর্য নিয়ে। অনেক সময় সহজ কথা যখন না বুঝে তখন রাগান্বিত হয়ে চ্যাট করা বন্ধ করে দেই। মাঝে মাঝে কিছু দুষ্টমি করে চ্যাটে লিখতাম যেমন…মুড়ি খাবা, ম্যাগি খাবা এ রকম আরও
অনেক কিছু, যা লাভলু তার উল্টোটা বুঝে রাগ্ননিত ভাষায় চ্যাটে লিখে দিল আমি নাকি ফাজিল হয়ে গেছি। কিছুটা মন খারাপ হয়ে পরে যখন শান্ত হতাম তখন শুধু এতটুকুই বলতাম
তুমি আসলেই বোকা।
ইস্টিশনে স্বাগতম !
ভালো পোস্ট
ইস্টিশনে স্বাগতম !
ভালো পোস্ট আশা করছি ।
কেন এই পোস্ট আপনার কাছে ভাল
কেন এই পোস্ট আপনার কাছে ভাল লাগেনি রাহাত মুস্তাফিজ
আরও ভালো আশা করছি । কিছুটা
আরও ভালো আশা করছি । কিছুটা অগোছালো লেখা মনে হয়েছে । এন্ড্রয়েড দিয়ে লিখেছেন মনে হয় । শুভ কামনা !
চেষ্টা করবো ……।।আমার
চেষ্টা করবো ……।।আমার লেখা… মালয়েশিয়া আমার প্রবাস জীবন …।। এই পোস্ট একটু কষ্ট করে পড়েন কেমন হইছে জানাবেন…।।রাহাত মুস্তাফিজ
নিশ্চই জানাবো । আমি বিশ্বাস
নিশ্চই জানাবো । আমি বিশ্বাস করি একজন মানুষ যখন কিছু লেখে তার সর্বচ্চ মেধা দিয়েই সে তার লেখাটিকে সুন্দর করার চেষ্টা করে । আপনার প্রবাস জীবন সুন্দর কাটুক – এই কামনা করছি ।
ইস্টিশনে আপনাকে স্বাগতম
ইস্টিশনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। :ফুল:
একটু গুছিয়ে লিখবেন ।শুভকামনা
একটু গুছিয়ে লিখবেন ।শুভকামনা রইলো ।
ইস্টিশনে স্বাগতম।
ইস্টিশনে স্বাগতম। :গোলাপ:
আসলে আমি যখন লিখি তখন খুভ
আসলে আমি যখন লিখি তখন খুভ সুন্দর করে লাইন গুলো প্যারা করে সাজাই কিন্তু সংরক্ষণ টিপ দিতেই লাইন গুলো এলোমেলো হয়ে যায়।