সেদিন সকালে ঊঠেই কেন যেন মনে হল, আমার চেনা, প্রিয় রাস্তায় ( যে রাস্তা ধরে রোজ আমি হেঁটে যাই, ছুঁয়ে দিতে চাই দিগন্ত) নেমেছে দানবাকৃতির ট্রাক, আর জলপাইরঙা ট্যাংক; এগিয়ে চলছে নির্দয়ের মত, চাকার ঘষায় মুছে দিচ্ছে আলপনা, ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে আমার মায়াভরা, স্মৃতিলাগা সব কিছু।
তার ফলশ্রুতিতেই এই লেখা।
কোন এক শুভ্র সকালে,
এক থোকা মেঘের দেয়ালে,
শিশিরের ঘুম ভাঙে,
আজব খেয়ালে।
দৃশ্যপটে শৈশব, অগোছালো আসবাব,
চড়ুইয়ের চোখে ভয়,
পন্ড হয় উৎসব।
তোর চোখে দেখি জল,
চারিদিকে হলাহল;
নরকের দরজার,
খুলে গেছে অর্গল।
রাজপথে নামে ট্রাক,
আলপনা তবুও থাক;
আদরের যাহা কিছু,
ঘাত সয়ে, রয়ে যাক।
কেমন যেন অগোছালো ।
কেমন যেন অগোছালো ।
হুম;
ধন্যবাদ, মন্তব্যের জন্য।
হুম;
ধন্যবাদ, মন্তব্যের জন্য।
তোর চোখে দেখি জল,
চারিদিকে
— একটা ভাল রকও হতে পারে!! ভাল লেগেছে আমার… :রকঅন: :রকঅন: :রকঅন: :রকঅন:
তারিক ভাই, এত্তগুলো
তারিক ভাই, এত্তগুলো :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: ;
মনের কথা কইছেন। :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
আরেকটি অন্তরা লিখে, গান হিসেবে কম্পোজ করার ইচ্ছে আছে।