মুছেই দিলাম ছায়া -স্বপ্নের বড় আপন পাতা ,
ছিলো যেখানে ধূসর মনের রঙ্গিন ছবি আঁকা ।
স্লোগান, প্রতিবাদ আর কবিতার খাতায়
তোমার ছবি , আদুরে নাম পাতায় পাতায় ।
এক মুঠো বালি তুমি , অধরা এক আশা
মূক করে কেড়ে নিলে আমার সব ভাষা ।
আমি যদি গো নাই বা থাকি,
ভাবছ তোমায় দেব ফাঁকি ?
মুছেই দিলাম ছায়া -স্বপ্নের বড় আপন পাতা ,
ছিলো যেখানে ধূসর মনের রঙ্গিন ছবি আঁকা ।
স্লোগান, প্রতিবাদ আর কবিতার খাতায়
তোমার ছবি , আদুরে নাম পাতায় পাতায় ।
এক মুঠো বালি তুমি , অধরা এক আশা
মূক করে কেড়ে নিলে আমার সব ভাষা ।
আমি যদি গো নাই বা থাকি,
ভাবছ তোমায় দেব ফাঁকি ?
তাকিয়ে দেখ রাতের পানে ,
খসবে তারা তোমার টানে ।
বুঝে নিও ওটাই আমি –
মিলিয়ে গেছি দূর গগনে ।
সহজ ভাষায় দারুন লিখেছেন
সহজ ভাষায় দারুন লিখেছেন ।বিশেষ করে ছন্দমিলটা চমৎকার হয়েছে ।
ধন্যবাদ বন্ধু ।
ধন্যবাদ বন্ধু । :ফুল: :ফুল:
এমন ধরণের কবিতাগুলো কেন
এমন ধরণের কবিতাগুলো কেন জানিনা আমার সবসময় ভালো লাগে ।
জেনে খুব খুশি হলাম । ধন্যবাদ
জেনে খুব খুশি হলাম । ধন্যবাদ ।
চমৎকার লিখেছেন।ভালো
চমৎকার লিখেছেন।ভালো লাগলো…… :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
ধন্যবাদ বন্ধু । তৃপ্ত
ধন্যবাদ বন্ধু । :পার্টি: :পার্টি: তৃপ্ত হলাম জেনে ।শুভেচ্ছা নিন।
চমৎকার
চমৎকার :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
(No subject)
:ফুল: :ফুল: :লইজ্জালাগে: :লইজ্জালাগে:
আমি যদি গো নাই বা থাকি,
ভাবছ
— ভাল লাগল ভীষণ… :রকঅন: :রকঅন: :রকঅন: :রকঅন:
থ্যাঙ্কু বন্ধু ।
থ্যাঙ্কু বন্ধু । :নৃত্য:
মূক , অধরা
শব্দ দুটির অর্থ
শব্দ দুটির অর্থ জানি না আপু বলবেন প্লিজ…
কবিতার এই লাইন গুলো ভাল লেগেছে।
মূক = বোবা , নির্বাক ।
অধরা =
মূক = বোবা , নির্বাক ।
অধরা = যাকে ধরা যায় না । এখানে বালির মত পিছলে যায়…বোঝাতে ব্যাবহৃত ।
বাকীটুকু ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম । কিছুদিন তোমার পোষ্ট বা কমেন্ট দেখছিলাম না, কোথায় ছিলে ? ইস্টিশনে অ্যাবসেন্ট ছিলে নাকি ?
আমি এবার এসএসসি (মাধ্যমিক)
আমি এবার এসএসসি (মাধ্যমিক) দিচ্ছি সেই গত মাসের ৯তারিখ শুরু হয়েছে আর শেষ হবে আগামী বৃহ:স্পতি বার্।
তাই দুই দিন ছিলাম না। তবে আমার মত পরিক্ষা কেউ দেয় নি এভাবে সারাক্ষন নেটে পরে থেকে 😉
ALL the Best brother.
ALL the Best brother. :ফুল: :ফুল: :-B