২০০৮ সালে নারী দিবস উপলক্ষে লিখেছিলাম
তুমি আজ হতে চাও মুক্তমণা
বাড়িতে বৌ পেটাও
তুমি আজ বিশাল মনের সখা
কিসের এত বড়াই তোমার
করছো যখন ছল চাতুরি
বিয়ের নামে ব্যবসা
তুমি আজ হতে চাও মুক্তমণা
বুকে তোমার যৌতুক না পাওয়ার বেদনা
২০০৮ সালে নারী দিবস উপলক্ষে লিখেছিলাম
তুমি আজ হতে চাও মুক্তমণা
বাড়িতে বৌ পেটাও
তুমি আজ বিশাল মনের সখা
কিসের এত বড়াই তোমার
করছো যখন ছল চাতুরি
বিয়ের নামে ব্যবসা
তুমি আজ হতে চাও মুক্তমণা
বুকে তোমার যৌতুক না পাওয়ার বেদনা
পচিঁশ বছর পরেও হায়
বৌ কে দিচ্ছ খোঁটা
কালো টাকা সাদা করবার
এত কেন বৃথা চেষ্টা
তুমি আজ হতে চাও মুক্তমণা
স্বেচ্ছাচারী পুরুষ তুমি
নারীর অর্থ যখন তোমার কাছে
অবলা মাইয়্যা মানুষ
বিধবা কে দাও চোখ রাঙ্গানী
তরুনী প্রেমিকা কে দাও ভর্ৎসনা
তুমি যদি হতে চাও মুক্তমণা
পুরুষ হও তবে
তোমার প্রভূত কল্যাণ যাতে
করনা তাকে ঘৃণা
সৃষ্টির কেন বিভেদ কর
তুমি যে প্রকৃতির করুণা
ভাল লিখেছেন
ভাল লিখেছেন
ধন্যবাদ
ধন্যবাদ
তুমি যদি হতে চাও
— :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
(No subject)
😀
মুক্তমনা কি শুধুমাত্র পুরুষ।
মুক্তমনা কি শুধুমাত্র পুরুষ। আপনি মুক্তমনা বলতে শুধুমাত্র পুরুষের ছবি আঁকতে চেষ্টা করেছেন। একজন মুক্তমনা সে পুরুষ হতে পারে কিংবা নারী হতে পারে। কিন্তু আপনার কবিতায় পুরুষের ছবি দেখতে পাচ্ছি।
কবিতা ভাল হয়েছে।
সমাজটা পুরুষ শাসিত, নারীরাই
সমাজটা পুরুষ শাসিত, নারীরাই এখানে অত্যাচারিত হয়, লিখেছিলামও নারী দিবসকে উদ্দেশ্য করে, সেজন্যই তথাকথিত মুক্তমণা পুরুষদের দিকটা তুলে ধরেছি
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
সমাজটা পুরুষ শাসিত, নারীরাই
সমাজটা পুরুষ শাসিত, নারীরাই এখানে অত্যাচারিত হয়, লিখেছিলামও নারী দিবসকে উদ্দেশ্য করে, সেজন্যই তথাকথিত মুক্তমণা পুরুষদের দিকটা তুলে ধরেছি
কবিতার উদ্দেশ্য কে ধন্যবাদ
কবিতার উদ্দেশ্য কে ধন্যবাদ জানাই ।
আরো কবিতা আসুক …
(No subject)
🙂
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :ফুল:
(No subject)
🙂