ডঃ হুমায়ুন আজাদের একটা কথা না বললেই নয়, ‘আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল, অসৌন্দর্য শ্লীল। রুপসীর একটু নগ্নবাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু
পথে পথে ভিখিরিনির উলঙ্গ দেহ দেখে ওরা একটুও বিচলিত হয় না।’
নারীরা অল্প পোশাক পড়ে রাস্তায় বের হলে সমাজের সুশীলদের দৃষ্টিতে তা নগ্নতা।। অথচ একজন পুরুষ হাফ প্যান্ট আর একটি সেন্টু গেঞ্জি পড়ে রাস্তায় বেরুলে সুশীলদের দৃষ্টি কটু লাগে না।। তার অর্থ কি নগ্নতা শুধুমাত্র নারীদের দেহেই সম্পৃক্ত?? পুরুষরা কি নগ্নতার উর্ধ্বে??
ডঃ হুমায়ুন আজাদের একটা কথা না বললেই নয়, ‘আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল, অসৌন্দর্য শ্লীল। রুপসীর একটু নগ্নবাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু
পথে পথে ভিখিরিনির উলঙ্গ দেহ দেখে ওরা একটুও বিচলিত হয় না।’
নারীরা অল্প পোশাক পড়ে রাস্তায় বের হলে সমাজের সুশীলদের দৃষ্টিতে তা নগ্নতা।। অথচ একজন পুরুষ হাফ প্যান্ট আর একটি সেন্টু গেঞ্জি পড়ে রাস্তায় বেরুলে সুশীলদের দৃষ্টি কটু লাগে না।। তার অর্থ কি নগ্নতা শুধুমাত্র নারীদের দেহেই সম্পৃক্ত?? পুরুষরা কি নগ্নতার উর্ধ্বে??
হিজাব বা বোরখা না পড়লে নারীদের পর্দায় রাখা হয় না।। এ নিয়ে ধর্মীয় নানা ফতোয়া দেন সুশীলরা।। পর্দায় থাকার অর্থই কি বোরখা বা হিজাব?? নাকি এমন কোন পোশাক যা একজন নারীকে পুরুষের লুলোপ দৃষ্টি থেকে রক্ষা করতে পারে?? আদৌ কি হিজাব বা বোরখা নারীকে পুরুষের লুলোপ দৃষ্টি থেকে রক্ষা করতে পেরেছে?? যদি পারতো তাহলে মিশরে ২২ বছরের যুবকের কাছে ১১৩ বছরের বোরখা পড়া বৃদ্ধা ধর্ষিত হত কি??
যাই হোক,
(১) আপনি পর্ণোস্টারদের ব্লু ফিল্ম দেখতে পারবেন, বাংলার চটি পড়তে পারবেন, আর কোন
মেয়ের অর্ধ নগ্ন ছবি দেখলে আপনার বাংলা মননে আঘাত লেগে যায় কেন??
(২) পকেট মোবাইলে ব্লুফিল্ম রেখে, যারা পর্দা প্রথার দোহাই দিয়ে, নগ্নতাকে ঘৃণা করেন তারা কতটুকু সভ্যলোক?? গবেষণায় জানা যায় দেশের
শতকরা ৮৫ ভাগ লোকই জীবনে কোন না কোন ভাবে অবৈধ যৌনসম্পর্ক করেছে।। হস্ত মৌথনের হার ৯৮%।।
নগ্নতা কি এটাই নয়ঃ
প্রকৃত নগ্নতা দেহে নয়, আপাত দৃষ্টিতে নগ্নতা চোখের
কর্ণিয়া দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে গঠিত একটি প্রতিবিম্ব।। এটা মানসিক চিন্তা শক্তি দ্বারাও চালিত হয়।। পথে কোন তরুনী দেখে কল্পনায় তাকে নগ্ন করা সেই মস্তিষ্কেরই আশির্বাদ।।
ডঃ হুমায়ুন আজাদের একটা কথা না
ডঃ হুমায়ুন আজাদের একটা কথা না বললেই নয়, 'আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল, অসৌন্দর্য শ্লীল। রুপসীর একটু নগ্নবাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু
পথে পথে ভিখিরিনির উলঙ্গ দেহ দেখে ওরা একটুও বিচলিত হয় না।
সহমত জ্ঞাপন করছি। কথাগুল একদম সঠিক।
প্রকৃত নগ্নতা দেহে নয়, আপাত
প্রকৃত নগ্নতা দেহে নয়, আপাত দৃষ্টিতে নগ্নতা চোখের
কর্ণিয়া দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে গঠিত একটি প্রতিবিম্ব।। এটা মানসিক চিন্তা শক্তি দ্বারাও চালিত হয়।। পথে কোন তরুনী দেখে কল্পনায় তাকে নগ্ন করা সেই মস্তিষ্কেরই আশির্বাদ।।
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ আপনাদেরকে।।
ধন্যবাদ আপনাদেরকে।।
চমতকার একটা বিষয়ের অবতারনা
চমতকার একটা বিষয়ের অবতারনা করেছেন । আরো ডিটেইলস লিখতে পারতেন ।
সব কিছুতে ডিটেইলস লিখতে
সব কিছুতে ডিটেইলস লিখতে গেলে,জগাখিচুরি বাধার একটা চান্স থেকে যায়।।
সহমত, বিষয় নির্বাচন খুবই
সহমত, বিষয় নির্বাচন খুবই চমৎকার ছিল। আরেকটুঁ বিস্তারিত আশা করেছিলাম… :ভাবতেছি:
আপনাদের উৎসাহে পরবর্তিতে
আপনাদের উৎসাহে পরবর্তিতে বিস্তারিত নিয়েই হাজির হবো।। ধন্যবাদ…
এইটাই প্রেরণার প্রতিদান।
এইটাই প্রেরণার প্রতিদান। বিস্তারিত পড়ার অপেক্ষায় রইলাম!! দুর্দান্ত হচ্ছিল…
বিস্তারিত চাই!! ইস্টিশনে স্বাগতম এইটা বোধহয় আপনার ৩য় লিখা!!
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :bow: :bow: :bow:
:ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল:
ধন্যবাদ ভাই লিংকন।।
ধন্যবাদ ভাই লিংকন।।
নগ্নতা কি এটাই নয়ঃ
প্রকৃত
নগ্নতা কি এটাই নয়ঃ
প্রকৃত নগ্নতা দেহে নয়, আপাত দৃষ্টিতে নগ্নতা চোখের
কর্ণিয়া দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে গঠিত একটি প্রতিবিম্ব।। এটা মানসিক চিন্তা শক্তি দ্বারাও চালিত হয়।। পথে কোন তরুনী দেখে কল্পনায় তাকে নগ্ন করা সেই মস্তিষ্কেরই আশির্বাদ।।
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
‘আমাদের অঞ্চলে সৌন্দর্য
আপনার শিরোনাম ব্যাখা করতে আজাদ স্যারের এই কয়েকটি লাইন ই যতেষ্ট মনে করি ।
দারুন লিখেছেন ভাই ।ধন্যবাদ ।
ধন্যবাদ
ধন্যবাদ