প্রতি মাসের মতো এবারও ফেব্রুয়ারি মাসে মন্তব্য দৌড়ে সেরাদের উপহার নিয়ে যাত্রীদের সামনে হাজির ইস্টিশন এবং কারিগর.কম। আমাদের লক্ষ্য ছিল ব্লগারদের মাঝে পোস্টে মন্তব্যে অংশ নেওয়ার মাধ্যমে সার্বিক ব্লগিং এর কোয়ালিটি বৃদ্ধি করা, সেই সাথে বই পড়ার প্রতি ব্লগারদের উৎসাহ দেওয়া।
প্রতি মাসের মতো এবারও ফেব্রুয়ারি মাসে মন্তব্য দৌড়ে সেরাদের উপহার নিয়ে যাত্রীদের সামনে হাজির ইস্টিশন এবং কারিগর.কম। আমাদের লক্ষ্য ছিল ব্লগারদের মাঝে পোস্টে মন্তব্যে অংশ নেওয়ার মাধ্যমে সার্বিক ব্লগিং এর কোয়ালিটি বৃদ্ধি করা, সেই সাথে বই পড়ার প্রতি ব্লগারদের উৎসাহ দেওয়া।
সারা ফেব্রুয়ারি মাস জুড়ে যারা অসংখ্য মন্তব্য-প্রতিমন্তব্য দিয়ে লেখক পাঠক সবারই জানার পরিধিকে বাড়াতে সাহায্য করেছেন তাদের প্রতি প্রথমেই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমারা ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের সর্বোচ্চ মন্তব্যকারী তিনজনকে এবং ব্লগে মন্তব্যে অংশগ্রহণ, ব্লগ পোস্টের কোয়ালিটি এবং সার্বিক ব্লগিং এর মানের উপর ভিত্তি করে একজনসহ মোট চারজনকে ইস্টিশন কর্তৃপক্ষের পক্ষ থেকেই বাছাই করেছি পুরষ্কার হিসেবে বই দেওয়ার জন্য।
আমাদের সার্ভারে রক্ষিত তথ্য বিশ্লেষণ করে ফেব্রুয়ারি মাসে (১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ) সর্বোচ্চ মন্তব্যকারী দশ জনের তালিকা নীচে দেওয়া হচ্ছে-
ক্রমিক | মন্তব্যকারীর নাম | মন্তব্যের সংখ্যা |
---|---|---|
১ | ডন মাইকেল কর্লিওনি | ৯৪৭ |
২ | ড. লজিক্যাল বাঙালি | ৯৩৫ |
৩ | শঙ্খনীল কারাগার | ৫১৭ |
৪ | ডাঃ আতিক | ৩৫১ |
৫ | ফাতেমা জোহরা | ২৯১ |
৬ | নাভিদ কায়সার রায়ান | ২৬৯ |
৭ | তারিক লিংকন | ২৫৮ |
৮ | দুরন্ত জয় | ২৫৩ |
৯ | রাজু রণরাজ | ২১০ |
১০ | আইয়ুব রিয়ন | ১৫৫ |
উপরের দশজনকে ইস্টিশন ও কারিগর.কম এর পক্ষ থেকে অভিনন্দন। সর্বোচ্চ মন্তব্যকারী হিসেবে ব্লগার ডন মাইকেল কর্লিওনি ড. লজিক্যাল বাঙালি ও শঙ্খনীল কারাগার কে এবং ব্লগে মন্তব্য, পোস্ট প্রদান এবং সার্বিক ব্লগিং এর কোয়ালিটি বিবেচনায় ইস্টিশনের মডারেশন প্যানেলের সিলেকশন অনুযায়ী ব্লগার নাভিদ কায়সার রায়ান কে ফেব্রুয়ারি মাসের পুরষ্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে।
খুব দ্রুতই আমরা আপনাদের হাতে উপহার হিসেবে বই তুলে দিতে চাই। এজন্য উপরের ৪ জন যাত্রীকে তাদের নাম ও পুর্নাঙ্গ ঠিকানা (কনট্যাক্ট নাম্বার সহ) আমাদের ই-মেইল ঠিকানা istishon@gmail.com এ আগামীকালের মধ্যে মেইল করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে, ইস্টিশন সবসময় তার যাত্রীদের ব্যক্তিগত নিরাপত্তার দিকে সর্বোচ্চ দৃষ্টি দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে সবার নাম ঠিকানার গোপনীয়তা সযত্নে রক্ষিত হবে। আগামীকালের মধ্যে সবাইকে ই-মেইলে নাম ঠিকানা পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। যথাসময়ে আপনাদের উপহার আপনাদের কাছে পৌঁছে যাবে। সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। সুস্থ্য ব্লগিং এর চর্চার পরিবেশ সৃষ্টি করে আমরা প্রাণে প্রাণ মেলাবই…
সবার জন্য শুভকামনা ।
সবার জন্য শুভকামনা ।
ধন্যবাদ মাস্টারসাবকে।
ধন্যবাদ মাস্টারসাবকে। :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
১ ডন মাইকেল কর্লিওনি ৯৪৭
২
১ ডন মাইকেল কর্লিওনি ৯৪৭
২ ড. লজিক্যাল বাঙালি ৯৩৫
:বিস্ময়: :বিস্ময়: :বিস্ময়: :টাল: :টাল: :টাল: :অসুস্থ: :অসুস্থ: :অসুস্থ:
বিজয়োদের অভিনন্দন……
আমি এই
বিজয়োদের অভিনন্দন……
আমি এই পরিক্ষার সময়ও লিস্টে!! আমার মত কেউ এক্সাম দেয় নি হয়তো 🙂 ,
(No subject)
:থাম্বসআপ:
পড়ালেখা করো না সারাদিন এখানে
পড়ালেখা করো না সারাদিন এখানে পরে থাকো :ভাবতেছি:
কই আপনার মন্তব্য ২:২১ এ আর
কই আপনার মন্তব্য ২:২১ এ আর আমার উত্তর ২:৫৮তে
বিজয়ীদেরকে অভিনন্দন।
আর
বিজয়ীদেরকে অভিনন্দন। :ফুল: :ফুল: :বুখেআয়বাবুল:
আর রায়ান ভাইয়ের জন্য স্পেশাল বসরাই :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
♥♥♥♥♥♥♥♥♥
♥♥♥♥♥♥♥♥♥
ধন্যবাদ ও অভিনন্দন সবাইকে
ধন্যবাদ ও অভিনন্দন সবাইকে !
ইস্টিশনের সাথে প্রাণে প্রাণ মিলিয়ে থাকুন, পারিবারিক বন্ধনে থাকুন ।
:গোলাপ: :গোলাপ: :ফুল: :ফুল: :তালিয়া: :তালিয়া: :থাম্বসআপ:
পারিবারিক বন্ধনের জন্য
পারিবারিক বন্ধনের জন্য প্রয়োজন বিয়ে করা অতিবাহিতরা অতিসত্তর বিবাহ করুন 😉 নতুন দের সুযোগ করে দিন 😛
পারিবারিক বন্ধনের জন্য
আমিও জয়ের এই কথার সাথে একমত… 😀
সহমত…
সহমত… 😀 😀 :দাঁড়াফোনাইয়ালই:
আরও ১০ বছর অপেক্ষায় থাকো ব ৎ
আরও ১০ বছর অপেক্ষায় থাকো ব ৎ স !!!
:ভেংচি:
(No subject)
:ভাঙামন: :ভাঙামন: :ভাঙামন:
হইছে আর করা লাগবে না।
হইছে আর করা লাগবে না।
হ, সবচেয়ে বেশি বয়সে দিল্লি কা
হ, সবচেয়ে বেশি বয়সে দিল্লি কা লাড্ডু খাওয়ার ইচ্ছা আর কি… :টাল: :দিবাস্বপ্ন: :কল্কি: :দাঁড়াফোনাইয়ালই: 😀
রন রাজ রাজু ভাই এর গল্প আছে
রন রাজ রাজু ভাই এর গল্প আছে না বুড়া জামাত নেতার চার বউ নিয়ে পড়ে সেই অবস্থা না হয়।
তোরে জামাতের রোকনের মাইয়ার
তোরে জামাতের রোকনের মাইয়ার লগে বিয়া দিমু । তারপর কমু ‘ তুই রাজাকার ‘, জয় রাজাকার, তুই রাজাকার … হেহেহেহেহে :ভেংচি:
(No subject)
:ভেংচি: 😀 😀
রাহাত ভাই জামাতিগো মেয়ে গুলো
রাহাত ভাই জামাতিগো মেয়ে গুলো কিন্তু সুন্দর হয়। এতদিনে বুঝলাম আপনার ইচ্ছে হয়েছে জামাতির মেয়েরে বিয়ে করতে কিন্তু ঐ যে তুই রাজাকারের জন্য করতেছেন না। যান পারমিশন দিলাম বাপে রাজাকার হলেও মেয়েও হবে এমন তো কথা নাই………
কেডা কই আছিস রাহাত ভাই বিয়ে করবে…
পুলাপাইন কইত্তে কই যায়…
পুলাপাইন কইত্তে কই যায়… :আমারকুনোদোষনাই: :মাথানষ্ট: :মাথাঠুকি: :শিস: :চোখমারা:
রাহাত ভাই ধরা খাইয়া গেছে
রাহাত ভাই ধরা খাইয়া গেছে 😀 😀
জয় রাজাকার!!! ছিঃ রাহাত ভাই!
জয় রাজাকার!!! ছিঃ রাহাত ভাই! আপনি শেষ পর্যন্ত… রাজাকারের জয়গান! 😉
রাজাকারের মেয়েরে বিয়ে করবে তো
রাজাকারের মেয়েরে বিয়ে করবে তো তাই রাজাকার শ্বশুরকে পটানোর জন্য রাজাকারের জয়গান করছে
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
ধন্যবাদ ও অভিনন্দন
ধন্যবাদ ও অভিনন্দন
বিজয়ীদের অভিনন্দন।
আমি
বিজয়ীদের অভিনন্দন। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
আমি প্রতিবারই ধার ঘেইসা যাইতেছি। খেলুম না। :মনখারাপ: :ভাঙামন: :কানতেছি:
এইবার আর মিস দিয়েন না…
এইবার আর মিস দিয়েন না… :থাম্বসআপ:
মোটেই ধার ঘেইষা যান যাই।
মোটেই ধার ঘেইষা যান যাই। পাক্কা ১৬৬ কমেন্টের পার্থক্য! -_-
অবশ্য দ্বিতীয়ের সাথে তৃতীয়ের কমেন্টের পার্থক্যটা হিসাব নাই বা করলাম…
বিজয়ীদের অভিনন্দন। আমিও দেখা
বিজয়ীদের অভিনন্দন। আমিও দেখা যায় একটা ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়ে গেছি! ইস্টিশনকে ধন্যবাদ।
অস্কার পাইছেন !!!
আপনাকে
অস্কার পাইছেন !!!
আপনাকে ধইন্না পাতা !
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
(No subject)
😀
মিষ্টির দোকানে!!
মিষ্টির দোকানে!! :হাসি: :হাসি:
মিষ্টি কই??
মিষ্টি কই?? :ভাবতেছি:
সবাইকে অভিনন্দন…
সবাইকে অভিনন্দন… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
আমি ভাবতেছি ডেস্টিনির মতো
আমি ভাবতেছি ডেস্টিনির মতো টার্গেট করে জাকিরের দোকানের চা খাইয়া নামবো। পুরস্কার আমার চাই চাই। ভালোবাসা দিবি কিনা বল বাই ফোর্স লাভ
হাহাহাহাহা….
ছবিরহাটের
হাহাহাহাহা….
ছবিরহাটের জাকিরের দোকানে যারা নিয়মিত চা খায় তাদের পক্ষে এই দৌড়ের জয় লাভ করা সম্ভব না।
বিজয়ীদের অভিনন্দন ।
বিজয়ীদের অভিনন্দন ।
সকল বিজয়ীদের প্রাণঢালা
সকল বিজয়ীদের প্রাণঢালা অভিনন্দন…….
প্রাণে প্রাণ মেলাবই।।।।।
বিজয়ীদের প্রাণঢালা
বিজয়ীদের প্রাণঢালা অভিনন্দন… :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :ফুল: :ফুল: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
আর রায়ান তোরে এক্সট্রাডোজের প্রাণঢালা অভিনন্দন… :ভালুবাশি: :ভালুবাশি: :ফুল: :ফুল: :ফুল: :ভালাপাইছি: :ভালাপাইছি: :ভালাপাইছি:
তুই শ্যামলী থাকিস আমি মিরপুর, এইবার ক খাওইয়াবি কবে?
দেখা হোক। খাওয়াও হবে নো
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
দেখা হোক। খাওয়াও হবে নো প্রবলেম।
সিস্টেম চালু করার প্রথম
সিস্টেম চালু করার প্রথম দুইবার পাইছিলুম এই পুরষ্কার !! আর কি পামু না!!! :চিন্তায়আছি: :চিন্তায়আছি: :ভাঙামন: :ভাঙামন:
আমিও দুইবার পাইছিলাম রে …
আমিও দুইবার পাইছিলাম রে … তবে না পাওয়ার পেছনে লজিক আছে :ভেংচি:
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
হুম লজিক ভাই দুই নম্বরে……
হুম লজিক ভাই দুই নম্বরে……
প্রথম হওয়া ক্যামনে সম্ভব !
প্রথম হওয়া ক্যামনে সম্ভব ! আমি তো জীবনেও পারুম না। কেউ একটু কারসাজি শিখাবেন নি! :দিবাস্বপ্ন:
কেউ আপুরে কারসাজি শিখায়া
কেউ আপুরে কারসাজি শিখায়া দেন… 😀 😀 মাস্টার সাবরে কইয়েন না কিন্তু :কেউরেকইসনা: :চোখমারা: :দাঁড়াফোনাইয়ালই:
প্যরাসিটামল দুই বেলা ……
প্যরাসিটামল দুই বেলা ……
শুনেছি ‘ লাইক ‘ কামানোর
শুনেছি ‘ লাইক ‘ কামানোর সফটঅয়্যার বের হয়েছে । যারা প্রথম, দ্বিতীয় তৃতীয় হচ্ছে আমার স্থির বিশ্বাস তারা ‘ কমেন্ট ‘ কামানোর মেশিন বের করে ফেলেছে । সেক্ষেত্রে আপনি ডন মাইকেলের সাথে যোগাযোগ করতে পারেন । ( ও হা, কমেন্ট করে আমি একবারই পুরস্কৃত হয়েছিলাম – ওইটা কেবল স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের কমেন্ট ছিলো, কোন দুই, তিন, চার নাম্বারি ছিল না :হাসি: )
:ভেংচি: :লইজ্জালাগে: :মাথাঠুকি: :মাথানষ্ট: :ভাবতেছি: :অপেক্ষায়আছি: :দেখুমনা: :আমারকুনোদোষনাই:
এই ধরনের অপবাদের তেব্র নেন্দা
এই ধরনের অপবাদের তেব্র নেন্দা জানাই… :মাথাঠুকি: :কানতেছি: :কানতেছি: :কথাইবলমুনা:
তবে আমার তথ্য আছে রাহাত ভাই একজন ভালো কমেন্টেটর… :চোখমারা: :ভেংচি: তাকে আবারো কমেন্টযুদ্ধে ফিরে আসার আহভান জানাই… :শয়তান: :শয়তান: :ভেংচি: 😀 😀 :বুখেআয়বাবুল:
আমার কাছে রাহাত ভাই এর কমেন্ট
আমার কাছে রাহাত ভাই এর কমেন্ট সম্পর্কিত ডকুমেন্ট আছে।
কত প্রকার কমেন্ট !! সে আর কে জানে !! 😉
সফটওয়্যার ছাড়া এক মাসে ১৯৪৭
সফটওয়্যার ছাড়া এক মাসে ১৯৪৭ থুক্কু ৯৪৭টা কমেন্ট করা ক্যামনে সম্ভব?
আমি জুন ২০১৩ তে ৯৪০ করেছিলাম
আমি জুন ২০১৩ তে ৯৪০ করেছিলাম এক মাসে। এর মধ্যে ১০ দিন মত অনুপস্থিত ছিলাম। :হাসি: :হাসি: :হাসি: :হাসি:
(No subject)
:টাল: :টাল: :টাল: :অসুস্থ: :অসুস্থ: :অসুস্থ:
(No subject)
:খাইছে: :মাথানষ্ট: :দাঁড়াফোনাইয়ালই:
পাওয়ার অফ এ মেশিনম্যান ……
পাওয়ার অফ এ মেশিনম্যান ……
আমার সাথে জুগাজুগ করো…
আমার সাথে জুগাজুগ করো… :কলদে: :কলদে: :কলদে: আমি শিখায়া দিমুনে… :শয়তান: :বুখেআয়বাবুল: 😀
মোবাইলে ৬% চার্জ আছে…
মোবাইলে ৬% চার্জ আছে… 🙁
প্রথম দিকে রেকর্ড করেছিলেন
প্রথম দিকে রেকর্ড করেছিলেন ব্রহ্মপুত্র ভাই!! তিনি একমাসেই করেছিলেন ১২০০ কমেন্ট!! আর তুই কইতেছস ৯৪৭ ইজ আনপসিবল!!! :হাহাপগে:
সেইটা ইম্পসিবল না। তিনি তো
সেইটা ইম্পসিবল না। তিনি তো ইমো ম্যান।
ইয়েহ! রাহাত ভাই!! আমিও
ইয়েহ! রাহাত ভাই!! আমিও ইস্টিতে একবারই প্রাইজ পাইছিলাম সেটা মাত্র ৩০০+ কমেন্ট করে। আমার কমেন্টও ইস্টিশন মাস্টারের মতে ছিলো স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের কমেন্ট!! :কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড:
দেখি এইবার আশায় বুক বাঁধছি,
দেখি এইবার আশায় বুক বাঁধছি, যদি কোনোমতে ঠেইলা ঠুইলা ৩ নাম্বারে আসা যায় । কিন্তু ক্যামনে যাবো – তোরা তো এক্সাম টাম মানিশ না , সারাক্ষণ ১০ এর মধ্যে থাকিশ । উদাহরণ – জয় ।
জানি কখনো প্রাইজ পাবো না।
জানি কখনো প্রাইজ পাবো না। তবুও, নাম ও পুর্নাঙ্গ ঠিকানা (কনট্যাক্ট নাম্বার সহ) ইস্টিশনের ই-মেইল ঠিকানায় পাঠালে, ইস্টিশন খুব দ্রুতই আমার হাতে উপহার কিভাবে পাঠিয়ে দিবে সেটা একবার টেরাই করে দেখতে চাই। পাঠাবো ঠিকানা?
নাসির ভাই,
দুঃখের কথা আর কী
নাসির ভাই,
দুঃখের কথা আর কী কবো , কমেন্ট যুদ্ধে না নাইমা কে কবে ‘ অস্কার ‘ পাইছে ?
ঘুইরা ফিইরা ওই কয়েকজনের নাম ১০ জনের মধ্যে থাকে । মাঝে মাঝে মনে হয় ইহা স্থুল প্রকৃতির ষড়যন্ত্র !!! কিন্তু দাঁত ভাঙ্গার হাতুড়ি অভাবে কিছুই করবার পারি না … আফসুস ! :ভেংচি: :ভেংচি: :কানতেছি: :মনখারাপ:
মাঝে মাঝে মনে হয় ইহা স্থুল
:খাইছে: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :কেউরেকইসনা: :দাঁড়াফোনাইয়ালই: :কল্কি: :আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই: 😀 😀 :বুখেআয়বাবুল:
ইস্টিশনে যোগ দেয়ার পর থেকে
ইস্টিশনে যোগ দেয়ার পর থেকে প্রতিমাসে দশ জনের লিস্টে ছিলাম
কালবৈশাখি যখন থাকে, তখন সেরা
কালবৈশাখি যখন থাকে, তখন সেরা তিনের মধ্যেই থাকে। যখন থাকে না, তখন দশেও থাকে না… 😉
সেইরাম ভাব…
সেইরাম ভাব… :জলদস্যু: :জলদস্যু: :টেকোবস: :কল্কি: 😀
অস্থিররররররর…… কাকাপু জিন্দা
অস্থিররররররর…… কাকাপু জিন্দা বাদ ।
জয় কাকা!
জয় কাকা! 😉
ব্লগার ড. লজিক্যাল বাঙালীএখনও
ব্লগার ড. লজিক্যাল বাঙালীএখনও ঠিকানা ও ফোন নাম্বার মেইল করেননি, আর শঙ্খনীল কারাগার উনার ফোন নাম্বার দিতে ভুলে গেছেন। অতি দ্রুত সংশ্লিষ্ট সবাইকে মেইল করে প্রয়োজনীয় তথ্য দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে আগামীকালের মধ্যে। তা নাহলে আমাদের স্পন্সর প্রতিষ্ঠান পুরষ্কার পাঠাতে পারছেন না। কেউ আগামীকালের মধ্যে মেইল না করলে যারা পূর্ণ তথ্য মেইল করেছেন তাদের পুরষ্কার পাঠিয়ে দেওয়া হবে, বাকীরা পরে আর আপত্তি জানাতে পারবেন না।
কারাগার ভাই নাম্বার দেন নাই
কারাগার ভাই নাম্বার দেন নাই কিয়ারে? :ভাবতেছি: ভাবী মানা করছে নি? :বিষয়ডাকী: দুঃখিত মাস্টার সাব, মাইন্ড খায়েন না। একটু মজা করলাম…
আমি কি পাঁঠাইছি? আচ্ছা , আরেকবার পাঠাইয়া দিমু… 😀