ক্রিকেটের সাথে রাজনীতি মিশাবেন না এইটা মনে হয় এখন সবচেয়ে হিট টপিক ।
ক্রিকেটের সাথে রাজনীতি মিশাবেন না এই সব বাল চাল কথা যারা বলবে তারা টুট……টুট ……… টুট । যারা বলবে খেলার সাথে রাজনীতি মিশাবেন না তাদের বলি আপনারা মানুষ আর ছাগলের পার্থক্য বুঝবেন না ।
এবার বলি,
একটা মেয়ে যখন হাতে প্ল্যাকার্ড লিখে স্টেডিয়ামে যায় যাতে লিখা থাকে “আফ্রিদি উইল ইউ মেরি মি” তখন আমার চোখের সামনে ভেসে উঠে একাত্তরের দৃশ্য । আজকের যে যুবতী এক পাকি শুক্রানুকে বিয়ে করতে চাচ্ছে সেই পাকিস্তানিরা একাত্তরে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে । আমি ক্যামনে তাদের সমর্থন দিব ?
ক্রিকেটের সাথে রাজনীতি মিশাবেন না এইটা মনে হয় এখন সবচেয়ে হিট টপিক ।
ক্রিকেটের সাথে রাজনীতি মিশাবেন না এই সব বাল চাল কথা যারা বলবে তারা টুট……টুট ……… টুট । যারা বলবে খেলার সাথে রাজনীতি মিশাবেন না তাদের বলি আপনারা মানুষ আর ছাগলের পার্থক্য বুঝবেন না ।
এবার বলি,
একটা মেয়ে যখন হাতে প্ল্যাকার্ড লিখে স্টেডিয়ামে যায় যাতে লিখা থাকে “আফ্রিদি উইল ইউ মেরি মি” তখন আমার চোখের সামনে ভেসে উঠে একাত্তরের দৃশ্য । আজকের যে যুবতী এক পাকি শুক্রানুকে বিয়ে করতে চাচ্ছে সেই পাকিস্তানিরা একাত্তরে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে । আমি ক্যামনে তাদের সমর্থন দিব ?
তুমি যখন ভারতের পতাকা হাতে মাঠে চিল্লাপাল্লা কর তখন আমার মনে পড়ে কাঁটা তারে যুলন্ত ফেলানির কথা ।
এই ভারত হোটেল তাজে হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকার কারণে তাদের সাথে খেলা বন্ধ করে দিছে । এইটা কি ?
ভারত যদি একটা হোটেলে হামলার কারণে পাকিস্তানের সাথে তাদের খেলা বন্ধ করে দিতে পারে আমাদের কি দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানি ত্রিশলক্ষ শহীদ যথেষ্ট নয় ?
এইটাই রাজনীতি ।
ইংল্যান্ডে যখন প্রথম ক্রিকেট খেলা শুরু হয় তখন তারা কালোদের ক্রিকেটে নিতো না । এইটা কি রাজনীতি না ।
ওরা যদি রাজনীতি মিশাতে পারে তবে তুমি কেন মিশাবে না ।
আরেকটা আছে পুরনো টপিকস । পাকিস্তান মুসলমান তাই তোমরা পাকিস্তান কর । তা ভাই ফুটবল খেলায় আপনি কোন মুসলিম দেশটাকে সমর্থন দেন । আর যাই হউক ইরান, ঘানা, সৌদিআরব কে তো সাপোর্ট দেন না ।
আরেকটা বলি । ধরুন আজ বাংলাদেশের একটা ইসলামী দল আর একটা নাস্তিক দল খেলতেছে । আগের থেকেই আপনি ইসলামী রজনিতিতে বিশ্বাসী কিন্তু ভালো খেলে নাস্তিক দলটি । কোন দল সাপোর্ট করবেন ।
ওই সব শালারা বলে ক্রিকেটের সাথে রাজনীতি মিশাবেন না যারা বৃষ্টির পানিতে চোখের জল ছেড়ে দেয় আর সুইমিং পুলের পানিতে হিসু করে ।
রাজনীতি শুধু ক্ষমতার ভাগবাটোয়ারার জন্য না । রাজনীতি অর্থনীতিতে হয়, রাজনীতি ভৌগোলিক ভাবে হয়, রাজনীতি রাজনিতির জন্য হয় । পলিটিক্স ইজ এভ্রিহয়ার ।
মুনতাসীর মামুন বলেছিলেন, “বঙ্গবন্ধু একটি অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন!” দিনের শেষে কথাটা ভীষণ রকমের সত্য। মাত্র ৯ মাসে স্বাধীনতা এ জাতির প্রাপ্য ছিল না। যুদ্ধটি দীর্ঘ হওয়া উচিত ছিল ৯ বা ৯০ বছর। ফিলিস্তিনযুদ্ধের মতো আমাদের মুক্তিযুদ্ধও যদি যুগের পর যুগ ধরে চলত, যুদ্ধে যদি প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যেত, প্রতিটি পরিবার যদি সরাসরি খুন-ধর্ষণের শিকার হতো, এক টুকরো রুটির জন্য যদি পাড়ি দিতে হতো গ্রেনেডসংকুল পথ, যদি আজও দেশের আকাশে মহড়া দিত পাকিস্তানি বোমারু বিমান; তা হলে হয়তো এই প্রজন্মের মগজে যুদ্ধের ভয়াবহতাটা গেঁথে যেত, তা হলেই হয়তো এই প্রজন্ম পাকিস্তানকে আজন্ম-আমৃত্যু ঘৃণা করতে শিখত! (আজাদ ভাই)
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…..
কেউ যদি পাকিস্তান সাপোর্ট করে
কেউ যদি পাকিস্তান সাপোর্ট করে আর তাঁকে আপনি যদি এই ভাষায় বোঝাতে যান তাহলে যে কি হবে সেটা মনে হয় বলে দেয়ার দরকার নাই। লোকজনকে ভালোভাবে বোঝাবার চেষ্টা করেন। তাতে কিছু না কিছু লাভ হবেই। গালিগালাজ করে নিজেকে ছোট করে ছোটলোকেরা। আর নিজের সম্মান নিজের কাছে।
যাদের বোঝার, তাদের তোঁ আর
যাদের বোঝার, তাদের তোঁ আর বোঝানোর দরকার হয় না নাভিদ ভাই। কিন্তু যারা বুঝেও বুঝতে অক্ষম, গেলমানগিরি যাদের রক্তে, তাদের জন্য ভদ্র ভাষা নিতান্তই অবান্তর… সেটা গত এক সপ্তাহে ফাকিস্তানের দূষিত বীর্যে তৈরি কিছু মারখোর খুব চমৎকার করে বুঝিয়ে দিয়ে গেছে… :মাথাঠুকি:
এরকম হাজার হাজার অবৈধ বাস্টার্ড উৎসব করে বেড়াচ্ছে কাল থেকে… :ক্ষেপছি: এদের আপনি কিভাবে বোঝাবেন নাভিদ ভাই?? :ভাবতেছি:
আমার ফেসবুকে এই ধরনের উন্মাদ
আমার ফেসবুকে এই ধরনের উন্মাদ নাই বলে এই রকম লেখা দেখে ভিমড়ি খেলাম।
ডন, একটা কথা বলি। এই যে যারা এসব লেখা লিখছে তারা কিন্তু পাকিস্তানি না, বাংলাদেশি। বাংলাদেশী হয়েও যারা এই ধরনের কথা লিখতে পারে তাদের নিশ্চিত কোন সমস্যা আছে। আগে সমস্যা আইডেন্টিফাই করতে হবে। তারপর চিকিৎসা করতে হবে। আমি জানি কিছু লোক কখনোই শোধরাবে না। তাতে কি? চেষ্টা তো করে যেতে হবে, তাই না?
আমি একটা গালি দিলে, ও আমাকে একটা গালি দিবে। আর এটা অনন্তকাল ধরে চলতেই থাকবে, সমাধান আসবে না।
নাভিদ ভাই, ওদের বোঝানোর
নাভিদ ভাই, ওদের বোঝানোর চেষ্টা কম করা হয়নি । আপনি হয়ত জানেন স্টেডিয়ামে অনেক পাকি এবং ভারতীয় সমর্থককে অপমান করার পর ও তারা একই কাজ করে । সামনে ও করবে । তারা বাংলাদেশি । এখন উচিত ওদের পানিশমেন্ট ।
অপমান বা পানিশমেন্টে কাজ হবে
অপমান বা পানিশমেন্টে কাজ হবে না।
তো কি করা উচিত ?
তো কি করা উচিত ?
নিজে সাপোর্ট দিতে থাকেন।
নিজে সাপোর্ট দিতে থাকেন।