ভালবাসারা হেঁটে যায় শাহাবাগে ধানমণ্ডি লেকে
চড়াদামে কেনা গোলাপ পারিজাত হাতে
একদিন জয়নাল, দীপালিরা ভালবাসা কণ্ঠে
এবং শোণিতে মেখে হেঁটে গিয়েছিলো এই পথে পথে
তাঁদের ভালবাসার ঋণ কতটুকু শোধ করতে পেরেছে
‘ লাল গোলাপ ‘ হাতে আসা ভিনদেশী ভ্যালেন্টাইন ?
আমি ভালবাসাকে ঝুলতে দেখি বিলবোর্ডে, বড় পর্দায় আর্ট ফিল্মে
বাংরেজ কণ্ঠ অনবরত ভালবাসার কথা কয় রেডিও টেলিভিশনে
ভালবাসা ভালবাসাময় দেশে আশাহীন মানুষের ভিড় তবু ক্রমশ বাড়ে
প্রভুদের উন্মুক্ত বাজারে ভালবাসার বিকিকিনি চলে অহোরাত্র ধরে ।
আমিতো দেখেছি ভালবাসা বাংলার বিস্তীর্ণ মাঠে মাঠে
দেখেছি শ্রাবণের সবুজ ভালবাসা কার্তিকে সোনালি হতে
ভালবাসারা হেঁটে যায় শাহাবাগে ধানমণ্ডি লেকে
চড়াদামে কেনা গোলাপ পারিজাত হাতে
একদিন জয়নাল, দীপালিরা ভালবাসা কণ্ঠে
এবং শোণিতে মেখে হেঁটে গিয়েছিলো এই পথে পথে
তাঁদের ভালবাসার ঋণ কতটুকু শোধ করতে পেরেছে
‘ লাল গোলাপ ‘ হাতে আসা ভিনদেশী ভ্যালেন্টাইন ?
আমি ভালবাসাকে ঝুলতে দেখি বিলবোর্ডে, বড় পর্দায় আর্ট ফিল্মে
বাংরেজ কণ্ঠ অনবরত ভালবাসার কথা কয় রেডিও টেলিভিশনে
ভালবাসা ভালবাসাময় দেশে আশাহীন মানুষের ভিড় তবু ক্রমশ বাড়ে
প্রভুদের উন্মুক্ত বাজারে ভালবাসার বিকিকিনি চলে অহোরাত্র ধরে ।
আমিতো দেখেছি ভালবাসা বাংলার বিস্তীর্ণ মাঠে মাঠে
দেখেছি শ্রাবণের সবুজ ভালবাসা কার্তিকে সোনালি হতে
দেখেছি ভালবাসা কিষাণী বধূর ব্যস্ত হাতে পায়ে
শুনেছি ভালবাসা ভাটিয়ালী, মুর্শিদী, বাউল গানে গানে
ফকির লালন জানে মনের মানুষ থাকে কোনখানে
খেজুরের রসের মতো ভালবাসা আসে মাঘের কুয়াশাময় ভোরে
পিঠা পুলি, মেলা, যাত্রা – পালার চিরায়ত বাংলাদেশে
ভালবাসা খোঁজো মন সেন্ট ভ্যালেন্টাইনের পরদেশী আত্মার ভাগাড়ে ?
ভালবাসা নেই নিয়ন আলোর কৃত্তিম শয্যায়
ভালবাসা নেই হাঙ্গেরিয়ান লাল ব্রা’য়
ভালবাসা নেই পনিটেল চুলের বিন্যাসে
ভালবাসা নেই ফরাসী সুবাসে
ভালবাসা নেই কেএফসি, বাইকে, সাকুরায়
ভালবাসা নেই শুধু দুজনে লং ড্রাইভ ঘুরায়
ভালবাসা নেই বন্ধুর বদ্ধ ফ্লাটে
ভালবাসা নেই প্রেমহীন অটবীর খাটে
ভালবাসা নেই শুন্য দশকের কবিদের কবিতায়
ভালবাসা নেই গল্প, উপন্যাস, প্রবন্ধের পাতায়
ভালবাসা নেই এক দিবসের আরোপিত বাগাড়ম্বরে
ভালবাসা নেই চুম্বনে, লেহনে, মন্থনে এই নির্জন দুপুরে
ভালবাসা নেই ভালবাসা নেই ভালবাসা নেই ভালবাসা নেই
ভালবাসা নেই উচ্চারির শব্দের গভীর গহীনে
ভালবাসা আছে ভালবাসা আছে ভালবাসা আছে
ভালবাসা আছে আবহমান বাংলার শরীরে ও মনে
ভালবাসা আছে তোমার আমার অনুচ্চারিত গগনে
ভালবাসা আছে আমাদের অদেখা শুভ্র স্বপনে
ভালবাসা আছে লাল গোলাপের বিম্বিত নয়নে ।
১৪ ফেব্রুয়ারি’১৪, ঢাকা ।
আমিতো দেখেছি ভালবাসা বাংলার
চমৎকার লাগলো… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :bow: :bow: :bow:
তোমাকে অনেক ধন্যবাদ আপু !!!
তোমাকে অনেক ধন্যবাদ আপু !!!
:গোলাপ: :ধইন্যাপাতা: :গোলাপ:
হ্যা, ভালবাসা আছে এবং থাকবে
হ্যা, ভালবাসা আছে এবং থাকবে চিরকাল ।সেটা মায়ের স্নেহ থেকে বাবার বকুনী কিংবা শিক্ষকের মারপিট থেকে প্রেয়সীর চিমটি কাটা পর্যন্ত যে স্তরেই হোক ।
ভালবাসা নিয়ে নিদারুন ভাল একটি কবিতা লিখলেন রাহাত ভাই ।
নিদারুন ভাল
!!!!
– আপনাকে
!!!! :কনফিউজড:
– আপনাকে ধন্যবাদ শাহিন ভাই ।
এই শব্দটি হচ্ছে দারুন শব্দের
এই শব্দটি হচ্ছে দারুন শব্দের ব্যাকডেটেড ভার্সন!
আমিতো দেখেছি ভালবাসা বাংলার
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ভালবাসা নিও !
ভালবাসা নিও !
:গোলাপ: :ধইন্যাপাতা: :গোলাপ:
অসাধারণ কবিতা রাহাত ভাই।আপনার
অসাধারণ কবিতা রাহাত ভাই।আপনার কবিতা মানেই নতুন কিছু শেখা।বাংরেজ শব্দটা শিখলাম।আর কবিতা?আহা!এমন করে আমি কেনো পারিনা? :bow: :bow:
ধুর মিয়া … কী যে বলেন না
ধুর মিয়া … কী যে বলেন না !!!
আমার সেরা কবিতা এখনো লেখা হয়নি !
জানিনা, কবে আসবে সেই ক্ষণ !!!
শুভেচ্ছা নেবেন !!!
:গোলাপ: :ধইন্যাপাতা: :গোলাপ:
(No subject)
:ফেরেশতা: :ফেরেশতা: :ফেরেশতা:
অসাধারন…
অসাধারন… :bow: :bow: :bow: :বুখেআয়বাবুল:
ওরে ডন রে … বুকে আয়
ওরে ডন রে … বুকে আয় :বুখেআয়বাবুল:
:গোলাপ: :গোলাপ: :গোলাপ:
কবিতা পড়ে প্রশংসা সুচক শব্দ
কবিতা পড়ে প্রশংসা সুচক শব্দ ছাড়া অন্য কিছু বের হউয়া অসম্ভব। লেখাটা পড়লেই অনেক গুলা ভালো লাগা রেখে যেতে বাধ্য হবে সবাই। কবিতা যারা বোঝে না তারাও পছন্দ করবে এটা, কারন এটার ছন্দ বিন্যাস, শব্দ নির্বাচন, বাক্যের ধরন, পংতিগুলার উচ্চারনে মাধুর্যতা আনয়ন, এক কথায় খুব বেশি ভালো।
আর একটি ব্যাপার প্রথম তিন প্যারার পর শেষ প্যারাতে নতুন ভাবের আনয়ন এবং ছন্দের পরিবর্তন ঘটেছে । এটা খুব একটা দেখা যায় না, অনেকে এগুলাকে কবিতার গঠনশৈলীর দোষ হিসাবে সমালোচনা করে, আমি নিজেও করি, কিন্তু এই কবিতার ক্ষেত্রে প্রয়োজন আছে বলে মনে করি।
সর্বোপরি ভালো লাগল । একটু বেশি ভাল্লাগছে !! :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
তোমার বিশ্লেষণী কমেন্ট আমার
তোমার বিশ্লেষণী কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা !
অনেক ভালবাসা নিও ।
:গোলাপ: :গোলাপ: :গোলাপ: :বুখেআয়বাবুল: :খুশি:
”ভালবাসা আছে তোমার আমার
”ভালবাসা আছে তোমার আমার অনুচ্চারিত গগনে
ভালবাসা আছে আমাদের অদেখা শুভ্র স্বপনে” — মনজুড়ানো কথা ।সত্যিই শুধু বেঁচে রয় এক জীবন নির্বাক ভালোবাসা ।
শুভেচ্ছা নিও !
শুভেচ্ছা নিও !
:ফুল:
“আমি ভালবাসাকে ঝুলতে দেখি
“আমি ভালবাসাকে ঝুলতে দেখি বিলবোর্ডে, বড় পর্দায় আর্ট ফিল্মে
বাংরেজ কণ্ঠ অনবরত ভালবাসার কথা কয় রেডিও টেলিভিশনে
ভালবাসা ভালবাসাময় দেশে আশাহীন মানুষের ভিড় তবু ক্রমশ বাড়ে
প্রভুদের উন্মুক্ত বাজারে ভালবাসার বিকিকিনি চলে অহোরাত্র ধরে ।”
সবচেয়ে ভালো লেগেছে এই অংশটুকু …… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
অশেষ ধন্যবাদ আপনাকে
অশেষ ধন্যবাদ আপনাকে !
শুভেচ্ছা নিন । :ফুল:
ভালই!! সুখপাঠ্য হয়েছে দারুণ~~
ভালই!! সুখপাঠ্য হয়েছে দারুণ~~ :থাম্বসআপ: :থাম্বসআপ: :গোলাপ: :গোলাপ: