অণু-কাব্যঃ ৩ (ক)
জীবন টা যে তেজ পাতা,
ভালোবেসে ধনেপাতা,
কষ্ট পেলে মরিচ পাতা,
মিলন হলে তেঁতুল পাতা,
বিয়ের আগে কদম পাতা,
বিয়ের পড়ে ছেড়া কাথা।
অণু-কাব্যঃ ৩ (খ)
বড় মন, বড় মানুষ
উড়ায় শুধু রঙ্গিন ফানুস,
কাছের মানুষ, দুরের মানুষ,
উড়ায় শুধু রঙ্গিন ফানুস,
গোল দুনিয়া, অনেক মানুষ
উড়ায় শুধু রঙ্গিন ফানুস,
অণু-কাব্যঃ ৩ (গ)
ছোট্ট ছোট্ট দল,
তার ভেতর অদল বদল।
ছোট্ট ছোট্ট বন্ধুত্ব,
তার মাঝে একাকীত্ব।
ছোট্ট ছোট্ট জ্বল কণা,
তার ভেতরে কান্না বোনা।
:হাসি: :হাসি: :নৃত্য:
বিয়ের আগে কদম পাতা,
বিয়ের পড়ে
বিয়ের আগে কদম পাতা,
বিয়ের পড়ে ছেড়া কাথা।
————————————-
(No subject)
:হাসি:
প্রথমটা সিরাম ছিলো
প্রথমটা সিরাম ছিলো