এটা ইশ্টিশনে আমার প্রথম পোষ্ট । আমি ধর্মীয় রাজনীতি বন্ধের পক্ষে কখনো ছিলাম না। আমি সর্বদা মুক্তিযুদ্ধের বিপক্ষ দল জামাতের রাজনীতি বন্ধের পক্ষে। আর ধর্ম রাজনীতির বিষয় না। এটা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় তবে করুক। নিজ ধর্মকে নিয়ে ব্যবসা করলে নিজ ধর্মেরই অবমাননা করা হয়। গ্রহণযোগ্যতা কমে।
দেশের প্রয়োজনে রাজনৈতিক আইন পরিবর্তন হয়। এভাবেই পরিবর্তিত হবে ধর্মীয় আইন। অবশেষে ধর্ম। আর যদি তা জাদুঘরে চলে যায় তখন দায়ী হবে একমাত্র ধর্ম ব্যবসায়ীরাই।
যে দেশের সাংবিধানিকভাবে
যে দেশের সাংবিধানিকভাবে রাস্ট্রধর্ম ইসলাম, সে দেশের ধর্ম যাদুঘরে যাওয়ার সম্ভবনা একেবারেই নাই। তাই হতাশ হওয়ারও কিছু নাই। ফেসবুক স্ট্যাটাস স্টাইলের পোস্ট ব্লগে মানায় না। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আর হ্যাঁ, ইস্টিশনে আপনাকে স্বাগতম। :গোলাপ:
ইস্টিশনে আপনাকে স্বাগতম। আশা
ইস্টিশনে আপনাকে স্বাগতম। আশা করছি এখানে সক্রিয় হবেন। তবে দুলাল ভাই এর সাথে সহমত। স্টাটাস টাইপের লেখা ব্লগে পড়তে ভাল লাগে না।