মেঘ, তুই বৃষ্টি হ, মাথার উপর ঝুলে থাকিস না!
নাহয় চলে যা আরও মেঘের দেশে, সবাই মিলে একসাথে ঝড় আন
নয়তো তুই ছিন্ন হ, মরে যা, পচে যা, উড়ে যাওয়া চিল খা
ইচ্ছা হলে বিশাল বিমান গিলে ফেল
কারও ড্রইং খাতায় আশ্রয় নে, সাদা থেকে ধূসর হ,
কালো হ। ড্রইং খাতায় ঝড়ে যা। গাছের পাতা রঙ্গিন কর
দোহাই তুই ঝুলে থাকিসনা!
যেই মেঘের বৃষ্টি ঝরানোর ক্ষমতা নেই, তার সূর্য ঢাকার অধিকারও নেই
মেঘ, তুই বৃষ্টি হ, মাথার উপর
ভাল লেগেছে দাদা।
গাঁজিতা ভালো লাগেলে কিচ্ছু
গাঁজিতা ভালো লাগেলে কিচ্ছু করার নাই, আপনার জন্যে একরাশ করুনা! 😀
(No subject)
:চিন্তায়আছি:
বিষয়টা ভেবে দেখার মতো… :/
বিষয়টা ভেবে দেখার মতো… :/
(No subject)
😀
হাসেন কেনু? :/
হাসেন কেনু? :/
যেই মেঘের বৃষ্টি ঝরানোর
যেই মেঘের বৃষ্টি ঝরানোর ক্ষমতা নেই, তার সূর্য ঢাকার অধিকারও নেই
টেকাটুকা বেশি দেয় কই?
টেকাটুকা বেশি দেয় কই? কনসার্টে না ওয়াজে?