কৈশোর এক অদ্ভুত ক্রান্তিকাল
এ বড় জ্বালায় যখন তখন
সব সময় উচাটন মন উচাটন হিয়া
কল্পনার জগতে ঘুরে বেড়ানো ।।
আবেগের তীরে বসে কাঁপে কৈশোরের হৃদয়
তিরতির করে বয়ে চলে অনুভুতির নদী
বুকের ছলাত ছলাত শব্দে
কৈশোর বড় বেশি জীবন্ত ।।
রঙিন এ পৃথিবীর সব কিছুই রঙিন লাগে
নীল রঙ লাগে হৃদয়ের কাছাকাছি
মেলে দিতে মন চায় জীবনের পাখনা
ভাবনারা ডাল পালা মেলে সজীব হতে চায় ।।
কৈশোর তুমি বড় আরাধ্য
তুমি বড় প্রিয়ময়
তোমায় গভীরে চাই
মনের সায়রে চাই ।।
নীরব রাতে কৈশোর
নীরব রাতে কৈশোর আমার,
উথাল্পাথাল হায়,
আমার ফেলে যাবার সময়,
ক্ষণিক ফিরে চায়।
কৈশোর গেল, যৌবন গেল, এখন অন্তকাল,
বয়েস শেষে হাসিমনে জীবন অন্তর্ধান।
খুব সুন্দর হয়েছে কবিতা। ভাষা সহজ, কোথাও সহজ। সাব্লীল সৌন্দর্য। :থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ
কবির কৈশোর চেতনা অন্যদের
কবির কৈশোর চেতনা অন্যদের কৈশোরকে জাগিয়ে দেয়। ধন্যবাদ
্ধন্যবাদ…
্ধন্যবাদ…
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :বুখেআয়বাবুল: :ফুল:
ধন্যবাদ ডন
ধন্যবাদ ডন
কিশোর বয়সের মত এমন আজাইরা বয়স
কিশোর বয়সের মত এমন আজাইরা বয়স আর নাই। :মাথানষ্ট:
আরে ভাই, এইসময় যাই করবেন,
আরে ভাই, এইসময় যাই করবেন, সবাই খালি বলবে, ও ঠিক হওয়া যাবে, টিনেজ তো। সো কুনো চিন্তা নাই। 😀
তাই নাকি?
তাই নাকি?
(No subject)
:মাথানষ্ট: :মাথানষ্ট:
<কৈশোর তুমি বড় আরাধ্য তুমি বড়
ধন্যবাদ রাহাত…
ধন্যবাদ রাহাত…
(No subject)
:ফুল:
(No subject)
:গোলাপ:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: