অনেকদিন আগে লেখা একটি কবিতা; আমার এক বান্ধবীর একান্ত অনুভূতির কাব্যরূপ এটি।
তোমাকে আর রাখবনা মনে;
অন্দর থেকে ছুঁড়ে দেব, নোংরা উঠোনে;
নিজেকে আর হেয় করতে, রাজি নই আমি;
নিমেষেই করে ফেলি, এই দৃঢ় প্রতিজ্ঞা ;
দাঁতে দাঁত চেপে, ভেতরের ঝড় বৃষ্টিকে উপেক্ষা করি;
উপেক্ষা করি আসন্ন জোয়ার;
নিজের মধ্যে তাই তন্নতন্ন করে খুজি, একটা ইরেজার।
ঠিক তখন, নিজেই নিজেকে চমকে দেই,
ছোট্ট একটা শব্দে;
আর তা হল-
ভালোবাসি ।
তুমি চলে গেছ;
তাতে কি!, ভালই হয়েছে, যা হওয়ার তাই হয়েছে;
তুমি তো আর অপরিহার্য নও!
যুক্তি দিয়ে, ভয় দেখিয়ে, নালায়েক হৃদয়ে,
সত্যটাকে প্রায় প্রতিষ্ঠিত করেই ফেললাম;
ঠিক তখন, বেঈমান, নির্লজ্জ চোখদুটো,
দু-ফোঁটা অশ্রু ঝরিয়ে,
বললো-
ভালোবাসি।
তোমার প্রতি রাগ , ক্ষোভ, অভিমান পুঞ্জীভূত হয়ে,
পৃথিবীটাকে ঝাপসা লাগে;
মনে হয় ক্লেদাক্ত খোঁয়াড়;
ভাবলাম-
তুমি তো আমার যোগ্যই নও;
ঠিক তখন,
দুহাতে মুখ ঢেকে, ফিসফিস করে বললাম-
ভালোবাসি।
ভাবলাম-আর না, অনেক হয়েছে,
তোমাকে আজ থেকে তোমার মত থাকতে দেব;
ঠিক তখন,
তোমার কাছে ব্যক্ত,অব্যক্ত কথাগুলি ভাবতে ভাবতে,
সাদাকাগজে আঁকিবুঁকি, কাটাকাটি করতে করতে,
চোখের জলের সাথে কাজল মিশিয়ে, যা লিখলাম,
তা হল-
ভালোবাসি।
ভাবাবেগ মন্দ নয় তবে কবিতার
ভাবাবেগ মন্দ নয় তবে কবিতার বুনন অত ভাল হয়নি।
আরো চেষ্টা করতে হবে, ছন্দ
আরো চেষ্টা করতে হবে, ছন্দ নিয়ে একটু পড়ালেখা করতে হবে।
ধন্যবাদ, বাঙালি ভাই, মতামতের
ধন্যবাদ, বাঙালি ভাই, মতামতের জন্য; :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :বুখেআয়বাবুল:
এখন দুটি কথা-
১) প্রথমেই বলেছি যে, এটি অনেকদিন আগে লেখা; আরো নির্দিষ্ট করে বললে ৬ বছর আগে লেখা।
তখন, চিন্তায়, ভাবে, শব্দচয়নে কিছুটা অপরিণত তো ছিলামই।
২) আর এটি গদ্যরীতির কবিতা, তাই মুল তিন প্রকার ছন্দরীতির হিসাব-নিকাশ এখানে প্রযোজ্য নয়। আর “বাংলা ছন্দ” এর প্রকার ও তার হিসাব- নিকাশ আমার জানা আছে।
ভাল থাকবেন। :ফুল:
জানা থাকা ভাল ফাউস্ট। আর
জানা থাকা ভাল ফাউস্ট। আর জানার কি শেষ আছে? ধন্যবাদ আপনাকে ৬ বছরের পুরণো কবিতা দিয়ে সবাইকে বেশ চমকিত করেছেন।
(No subject)
:ধইন্যাপাতা: :বুখেআয়বাবুল:
খুব ভাল লাগলো। কবিতাটা পড়তে
খুব ভাল লাগলো। কবিতাটা পড়তে পড়তে অতিতের কারো কথা মনে পড়ে গেল।
ধন্যবাদ, শঙ্খনীল ভাই।
ধন্যবাদ, শঙ্খনীল ভাই। :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :বুখেআয়বাবুল:
তাই নাকি! :চোখমারা: :শয়তান:
(No subject)
:লইজ্জালাগে: :লইজ্জালাগে: :লইজ্জালাগে:
জাতি কি এই ব্যাপারে ভাবির
জাতি কি এই ব্যাপারে ভাবির সাথে কথা বলবে?? :ভেংচি: :চোখমারা: :বিষয়ডাকী: 😀
ভালোই তো লাগলো, খারাপ কই
ভালোই তো লাগলো, খারাপ কই বাঙালি ভাই?
(No subject)
:বুখেআয়বাবুল:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
খারাপ বলিনি, ছন্দ মেলাতে কষ্ট
খারাপ বলিনি, ছন্দ মেলাতে কষ্ট হচ্ছিল। আর কারো সাহিত্য কর্মই খারাপ না, শুধু প্রত্যেকর স্টাইল ভিন্নতর। কারো কারো স্টাইল কেউ বেশি পছন্দ করে, কেউ মাঝামাঝি, কেউ কম আবার কেউ অপছন্দ করে।
কারো সাহিত্য কর্মই খারাপ না,
জি ভাই।
জি ভাই। :পার্টি: :পার্টি: :পার্টি: :পার্টি: :পার্টি:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:ধইন্যাপাতা: :বুখেআয়বাবুল:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ:
ভাল লেগেছে খুব।
ভাল লেগেছে খুব। :তালিয়া: :তালিয়া: :ফুল: :ফুল:
ধন্যবাদ, স্বপ্ন আপু;
কথা
ধন্যবাদ, স্বপ্ন আপু; :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
কথা হবে কবিতায়।
চমৎকার লাগলো…
চমৎকার লাগলো… :থাম্বসআপ: :থাম্বসআপ: :ফুল: :বুখেআয়বাবুল:
ডন ভাইয়ের আগমন, শুভেচ্ছা,
ডন ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। :ফুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
(No subject)
:বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
ভালো লাগলো ভাই।
কবিতা বেস
ভালো লাগলো ভাই।
কবিতা বেস পছন্দ করি। বেশি পছন্দ করি ছন্দে ছন্দে ছোট্ট কবিতা।
:থাম্বসআপ:
ধন্যবাদ, রাজা ভাই;
কথা
ধন্যবাদ, রাজা ভাই; :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :বুখেআয়বাবুল:
কথা হবে কবিতায়।
তোমাকে আজ থেকে তোমার মত থাকতে
— :রকঅন: :রকঅন:
সহজ, সরল এবং নিটোল প্রেমের কবিতা। ভাল লাগল…
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: