অবিরুদ্ধ বিনম্রতা , গহীনের পাদদেশে চক্ষুশূল হয়ে ভাসে,
রক্তিম ফুঁৎকারে সন্নিবেশ বন্ধনে আবিষ্ট হয়ে ,
অজস্র আবেগের উপমার গাথুনিতে , ছন্নছাড়া আমি,
হতচ্ছাড়া এই মন গল্প লেখে ,স্বপ্নিল কলকাকলিতে ।
সহসা অনির্বাণ কল্পজরায় নতুন আলপনা,
রঙ্গিন রংতুলিতে ভাষ্য হয়ে আমাকে বিমুগ্ধ করে।
আমি পথের কাব্যে তোমাকে ভালবাসি,
চিরন্তন আবেগের অনুলিপিতে তোমাকে গ্রহন করি।
ভালোবাসা, সে তো হৃদবন্ধনের সহোদর!
তুমি স্বপ্নচারী এক অলীক হৃদয়ের পরী,
যেথায় রক্তকনিকারা ইতস্তত ছুটে বেড়ায় ,
অবিরুদ্ধ বিনম্রতা , গহীনের পাদদেশে চক্ষুশূল হয়ে ভাসে,
রক্তিম ফুঁৎকারে সন্নিবেশ বন্ধনে আবিষ্ট হয়ে ,
অজস্র আবেগের উপমার গাথুনিতে , ছন্নছাড়া আমি,
হতচ্ছাড়া এই মন গল্প লেখে ,স্বপ্নিল কলকাকলিতে ।
সহসা অনির্বাণ কল্পজরায় নতুন আলপনা,
রঙ্গিন রংতুলিতে ভাষ্য হয়ে আমাকে বিমুগ্ধ করে।
আমি পথের কাব্যে তোমাকে ভালবাসি,
চিরন্তন আবেগের অনুলিপিতে তোমাকে গ্রহন করি।
ভালোবাসা, সে তো হৃদবন্ধনের সহোদর!
তুমি স্বপ্নচারী এক অলীক হৃদয়ের পরী,
যেথায় রক্তকনিকারা ইতস্তত ছুটে বেড়ায় ,
যেখানে অস্থির ভেতরে ক্যালসিয়াম জমে ভাবের আবর্জনায়,
ঠিক সেখানেই ভালোবাসায় অঙ্কিত স্বপ্নগুলি জাগ্রত রয় ,
উদার মাদকতায় বাতাসের কঙ্কাল মূর্ছা যায়,
ভীত সন্ত্রস্ত নবীন অহঙ্কারে তাই তোমাকে খুজে ফিরি,
বিষাদের ওষ্ঠে, নয়ত নতুন প্রেরনার রন্ধ্রে।
ইচ্ছেঘুড়ি তুমি কি মরীচিকা? নাকি দিকভ্রান্ত পান্থ?
বালুকনার অন্তিম স্থলে খুজে ফিরি তোমায়,ভালোবেসেছি তাই।
অন্তহীন বহমানতার অনুগল্পে , নব প্রত্যয়ের কবিতার পংক্তিতে,
অনুভব আসে, শূন্যতা ভেদ করে আলোর সুর বাজে,
আমি মোহিত হয়ে যাই, অনাবিল ভাললাগার উপমায়!
আমি সুরেলা কণ্ঠে নতুন ভালোবাসা রচি অর্থহীন পংক্তির বুননে,
নচেৎ ঐ আঁশটে গন্ধের নিউজপ্রিন্টের মলাটে।
………..
………..
মধ্যরাতের অপচেষ্টা
২৭ ফেব্রুয়ারি, ২০১৪
ভালোবাসা, সে তো হৃদবন্ধনের
কেবলই মুগ্ধ হলাম কবিতার সৃস্টি ঝরা প্রতিটা চরণে।অসাধারণ :bow: :bow: :bow: :bow:
হুম, পংক্তিগুলো সুন্দর !
হুম, পংক্তিগুলো সুন্দর !
রাহাত ভাইয়ের মত কবি সুন্দর
রাহাত ভাইয়ের মত কবি সুন্দর বলেছে পংক্ততি । নাচের ইমো হপে। :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
ধন্যবাদ ভাই, আমার এই ক্ষুদ্র
ধন্যবাদ ভাই, আমার এই ক্ষুদ্র অপচেষ্টা যে আপনার ভালো লাগবে জানা ছিল না। ভালো লেগেছে জেনে খুশি হলাম । 😀 😀 😀 😀
(No subject)
:গোলাপ: :গোলাপ: :গোলাপ:
আমার কবিতা লেখার স্টাইল এতোটা
আমার কবিতা লেখার স্টাইল এতোটা বিমূর্ত না ।
বিমূর্ত সৌন্দর্যে ভরে আছে কবিতাখানি !
– চমৎকার !
ধন্যবাদ রাহাত ভাই, আমি কবিতা
ধন্যবাদ রাহাত ভাই, আমি কবিতা খুব একটা লিখতে পারি না, মোটের উপর পারি না, তাই তো, যখন চেষ্টা করি তখন নাম দি অপচেষ্টা রুপে। ভালো লাগার জন্য ধন্যবাদ :ফুল: :ফুল: :ফুল: :ফুল:
(No subject)
:ভেংচি: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
হুম, হৃদয় ছুঁয়ে গেল।
হুম, হৃদয় ছুঁয়ে গেল। :মুগ্ধৈছি: :থাম্বসআপ: :থাম্বসআপ:
এখানে “যায়” নয়, “যাই” হবে।
ঠিক করে দিয়েছি। ধন্যবাদ
ঠিক করে দিয়েছি। ধন্যবাদ আপনাকে :ফুল:
(No subject)
:থাম্বসআপ: :বুখেআয়বাবুল:
ভাল্লাগছে মোশফেক। কিন্তু পুরো
ভাল্লাগছে মোশফেক। কিন্তু পুরো কবিতার ফন্ট বোল্ড কেন? দেখতে বাজে লাগছে।
ঠিক করে দিয়েছি
ঠিক করে দিয়েছি 😀
কলাকৈবল্যবাদী কবিদের মত
কলাকৈবল্যবাদী কবিদের মত কিছুটা জটিল। সাধারণ পাঠক হয়তো কিছুটা হোচট খাবে, সার্বিক ভাল। ধন্যবাদ
আমি পাঠক বিচার করে কবিতা লিখি
আমি পাঠক বিচার করে কবিতা লিখি না। আমি যে রুপকগুলা গল্পাকারে সাজাতে পারি সেগুলাই লিখি । মন্তব্যের জন্য ধন্যবাদ । :ফুল:
বিমূর্ত পঙক্তিমালা…
:মাথানষ্ট: :মাথানষ্ট: বিমূর্ত পঙক্তিমালা… :তালিয়া: :তালিয়া: :মুগ্ধৈছি: :মুগ্ধৈছি: :থাম্বসআপ: :থাম্বসআপ: :বুখেআয়বাবুল:
ডন দা, কবতে বুইচ্ছেন তু?
ডন দা, কবতে বুইচ্ছেন তু? :চোখমারা: :চোখমারা:
থাঙ্কু সে**** ডন ভাই 😉
সুস্বাদু কবিতা পড়ে তৃপ্তি
সুস্বাদু কবিতা পড়ে তৃপ্তি পেলাম :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে। :থাম্বসআপ: :থাম্বসআপ:
ভারী সুন্দর কবিতা ।
এরকম
ভারী সুন্দর কবিতা ।
এরকম কবিতা মোশফেক ভাইর মত কবিদের দ্বারাই লিখা সম্ভব ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে
অসংখ্য ধন্যবাদ আপনাকে :ফুল:
অন্তহীন বহমানতার অনুগল্পে ,
— :গোলাপ: :গোলাপ: :রকঅন: :রকঅন: :রকঅন:
প্রত্যেক লিখকেরই কিছু বিশেষ পছন্দের শব্দ থাকে আপনার বেলায়ও তাই ঘটেছে!! ভালই লাগল…
(No subject)
:থাম্বসআপ:
(No subject)
:হাসি: :হাসি:
অনুপ্রাণিত হলাম । অসংখ্য
অনুপ্রাণিত হলাম । অসংখ্য ধন্যবাদ তারিক ভাই :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :ফুল: :ফুল:
বলার ভাষা হারায়ে ফেলসি
বলার ভাষা হারায়ে ফেলসি
:bow: :bow: :তালিয়া: :তালিয়া: