কাল স্বাক্ষী,
চুমুটা গালেই দিয়েছি ছুঁড়ে
উড়ে গিয়ে পড়েছে ঠোঁটে
ঠাস ঠাস স্বশব্দে সন্ন্যাস ভুলে।
কাল স্বাক্ষী,
চুমুটা গালেই দিয়েছি ছুঁড়ে
উড়ে গিয়ে পড়েছে ঠোঁটে
ঠাস ঠাস স্বশব্দে সন্ন্যাস ভুলে।
আফসোস প্রিয়তমা,
এ দেশ এ সমাজ এখনো যৌনতার কদর বোঝেনি,
এখনো তা আঁধার রাতে পেটিকোটের খুঁট ধরে টেনে তোলা-
মৃয়মান যোনির মতো মন্থর,
লেহন করে ভেতরে যায়
ক্ষরন শেষে নেতিয়ে থাকে নির্জীব পাথর!
কেউ কি কখনো তোমার শরীর নিয়ে ভেবেছে?
তোমার শরীরও চায় অনন্ত অর্গাজমের অদ্ভুত আনন্দ নিতে!
ক্ষরন পটিয়সী পুরুষেরা তো নিজের স্বার্থই দেখেছে,
সঙ্গম সংক্রান্ত সকল বিষয় গোপনে রেখে!
যেনো নিষিদ্ধ গন্ধম ফল শুধুমাত্র রাতের অন্ধকারেই পায় হালাল হর্ষের মর্যাদা
অন্যথায় তা ব্যাভিচার, আড়ালে শরিরী প্রেম।
সেই প্রচন্ড প্রেমে আপ্লুত হয়ে বলি
সঙ্গম ছাড়া পৃথিবীটাই থেকে যেতো অপূর্ন,
তবু তুমি প্রকাশ্যে আমায় মিলিত হতে দেবেনা!
তবু তুমি পোশাকি আবরনে ঢেকে রাখবে জীবনের অনুদঘাটিত অংশ!
পরমহংস আর কৃষ্ণের কসম, গত পূর্নিমা তিথিতে,
তোমার সাথে কনডমহীন মিলনে আমার কোন পাপ ছিলোনা,
পাপ ছিলো ভ্রুন হত্যার স্বীকৃত বিষে
স্বশিক্ষিত যুবকেরা স্বীদ্ধান্ত নিয়েছেন
একে মর্যাদা দেবেন মহত্তম ব্যাকরনে।
ক্ষতি কার?
কোনো ক্ষতি নেই।বেঁচে আছে মানুষ।
মানুষ বেঁচে আছে প্রেমে কামে ঘামে ভিজে
ভবিষ্যতের পথে,
অনুরাগ বা বিরাগের বসে নয় প্রিয়তমা কামিনী,
আমার প্রেম কামমুক্ত নয় তা তুমি জানতে,
অজান্তে যদিও জেগেছে মনের কোনে লজ্জার সুসুপ্ত ফসিল।
যদিও দ্বিধায় এখনো তুমি আমি
রাজপথে মত্ত হতে পারিনা রতিক্রিয়ার নির্মল শীৎকারে,
প্রতিক্রিয়াশীল সমাজের চোখে আমিও পাপী,
আমিও আজকাল পড়ে আছি অচ্ছ্যুত অর্বাচীন পাপিষ্ঠের কাতারে!
ভাতারের ঠোঁট হয়ে তারাই তো দেখি
দিনের আলোকে সাধু সেজে গান গায়।
এবার তুমিই স্বীদ্ধান্ত নেবে মিলনের
কোথায় মিলিত হবো তুমি আমি,
রাজপথে নাকি রক্তিম গোলাপের পাপড়ি বিছানো বাসরে।
নুষ বেঁচে আছে প্রেমে কামে
রাজু রণরাজ ভাল লাগল কবিতা। ধন্যবাদ দাদা।
ধন্যবাদ বাঙালি ভাই
ধন্যবাদ বাঙালি ভাই 🙂
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
এবার তুমিই স্বীদ্ধান্ত নেবে
ভাল লাগল! অনেক কথায় বলে দিয়েছেন নিজের মত করে…
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :ফুল: :ফুল:
অশেষ ধন্যবাদ তারিক ভাই
অশেষ ধন্যবাদ তারিক ভাই ♥♥♥♥♥♥♥♥♥♥
কবিতার বিষয়টি ভাল না লাগলেও
কবিতার বিষয়টি ভাল না লাগলেও কবিতাটি ভাল লেগেছে। অসাম !
ধন্যবাদ ভাই আমার
ধন্যবাদ ভাই আমার 🙂
রাজু ভাই নতুন করে আর কি
রাজু ভাই নতুন করে আর কি বলব… বরাবরের মতই অসাধারন… ও আর মসলা কমও হয়নি… 😛 😉 ভাল লাগলো… :ফুল: :ফুল: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :তালিয়া: :তালিয়া: :ফুল:
ধন্যবাদ রিয়ন ভাই।আপনি নির্ঘাত
ধন্যবাদ রিয়ন ভাই।আপনি নির্ঘাত গ্যাস্ট্রিকে ভুগবেন। 😛 ♥♥♥
যান আপনারে সাহিত্যের একটা
যান আপনারে সাহিত্যের একটা নতুন ধারার জনক বানাই দিলাম। নামটা আর কইলাম না। এই কবিতাটা অবশ্য ভালোই লাগছে।
(No subject)
:মানেকি: :মানেকি: :মানেকি:
ইহা তো দারুন হয় প্রিয় প্রিয়
ইহা তো দারুন হয় প্রিয় প্রিয় প্রিয় আতিক ভাই 😀 ধন্যবাদ দিয়া দিলাম ♥♥♥
এবার তুমিই স্বীদ্ধান্ত নেবে
অসাধারণ -অসাধারণ :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
অশেষ ধন্যবাদ প্রিয় প্রিয়
অশেষ ধন্যবাদ প্রিয় প্রিয় প্রিয় কারাগার ভাই ♥♥♥♥♥♥♥
কোথায় মিলিত হবো তুমি
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
বিশাল ধন্যবাদ স্বপ্নদাপু ♥♥♥
বিশাল ধন্যবাদ স্বপ্নদাপু ♥♥♥
বেশ লিখেছেন কিন্তু ,একটানে
বেশ লিখেছেন কিন্তু ,একটানে পড়ে ফেললাম। অভিনন্দন। :ফুল: :ফুল: :ফুল: :থাম্বসআপ: :ঘুমপাইতেছে:
একটানে পড়ে ফেলার জন্য ধন্যবাদ
একটানে পড়ে ফেলার জন্য ধন্যবাদ ভাইজান 😀
কাল স্বাক্ষী,
চুমুটা গালেই
চরণগুলো মধু মধু! 😀 :গোলাপ:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ মিস.
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ মিস. ঘোষ :গোলাপ: 😀
হাহাহাহা!! আপনি পারেনও বটে!
হাহাহাহা!! আপনি পারেনও বটে! কবিতা পড়তে লজ্জা লাগলেও ভালোই লাগছে কবিতা। 😀 :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
বাচ্চাকাচ্চাদের পাকিয়ে দিচ্ছি
বাচ্চাকাচ্চাদের পাকিয়ে দিচ্ছি 😀 ধন্যবাদ রাহী :গোলাপ: