পাকিস্থান। চিনেন এই রাষ্ট্রটাকে? হ্যাঁ, জানি চিনবেন। কারণ এই শুওরের বাচ্চারা ই ১৯৭১ সালে ৩০লক্ষ শহিদের রক্ত শুষে খেয়েছিল। এই কুত্তাদের সাথে আমাদের কোনো দিন মেলেনি আর কোনো দিন মিলবে ও না। ধর্ম বাদে। ওরা এখনো সুযোগ পেলে বাংলাদেশকে বাঁশ দেবার চেষ্টা করে। যার প্রমাণ এদেশেষের জনগণ বারবার পেয়েছে। এই শুওরের বাচ্চাদের মুখের কথার ভিতর ই যেন বিষ। ওদের পতাকা দেখলে আমার গা জ্বলে। যদিও পতাকাতে কিছুটা ধর্মিও বিষয় বহন করে। ওরা ছোটবেলা থেকেই ছোট শিশুদের মাঝে ভূয়া ইতিহাস ঢুকিয়ে বাংলাদেশের শত্রু হিসাবে গড়ে ওঠে। সেই চেতনায় গড়ে ওঠা কয়টা কুত্তার নাম মিসবাহ, আফ্রিদী, হাফিজ সহো অনেক গুলো পাকি শয়তান।
পাকিস্থান। চিনেন এই রাষ্ট্রটাকে? হ্যাঁ, জানি চিনবেন। কারণ এই শুওরের বাচ্চারা ই ১৯৭১ সালে ৩০লক্ষ শহিদের রক্ত শুষে খেয়েছিল। এই কুত্তাদের সাথে আমাদের কোনো দিন মেলেনি আর কোনো দিন মিলবে ও না। ধর্ম বাদে। ওরা এখনো সুযোগ পেলে বাংলাদেশকে বাঁশ দেবার চেষ্টা করে। যার প্রমাণ এদেশেষের জনগণ বারবার পেয়েছে। এই শুওরের বাচ্চাদের মুখের কথার ভিতর ই যেন বিষ। ওদের পতাকা দেখলে আমার গা জ্বলে। যদিও পতাকাতে কিছুটা ধর্মিও বিষয় বহন করে। ওরা ছোটবেলা থেকেই ছোট শিশুদের মাঝে ভূয়া ইতিহাস ঢুকিয়ে বাংলাদেশের শত্রু হিসাবে গড়ে ওঠে। সেই চেতনায় গড়ে ওঠা কয়টা কুত্তার নাম মিসবাহ, আফ্রিদী, হাফিজ সহো অনেক গুলো পাকি শয়তান।
আগেই বলেছি ছোটবেলা থেকে ওদের বাংলাদেশের বিরধী করে গড়ে তোলে হইছে। সেক্ষেত্রে যতোই ওরা মুখে বাংলাদেশকে ভালোবাসার কথা বলে ভিতরে তা নয়। ওরা আমাদের ৭১এর চেতনা মূলক কিছু শুনলেই শুওরের মত কচু খোঁজে। তেমনি “জয় বাংলা” শ্লোগাণে ও ওদের চুলকানি আছে। তাই আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে প্রথম ম্যাচে যারা খেলা দেখতে যাবেন তাঁরা “জয় বাংলা” শ্লোগাণ তুলে ওদের সমর্থনশূন্য করে শ্রীলংকার হাতে বড়ো বাঁশ খাওয়ার সুযোগ করে দিন!
আমরাও গড়ে উঠছি পাকিস্তান
আমরাও গড়ে উঠছি পাকিস্তান বিরোধী চেতনা নিয়ে। আমাদের সন্তানরাও এ চেতনা ধারণ করবে। সুতরাং ———————
আপনি ভুলে যাবেন না, আমরা
আপনি ভুলে যাবেন না, আমরা আমাদের সত্য ইতিহাস ই পড়ি । কিন্তু ওরা?? অবশ্যই নিজেদের অত্যাচারের অচরণ তুলে ধরে নি । তুলে ধরেনি হত্যা , লুট , ধর্ষণ সহ অন্যন্য অত্যাচারের কথা। ওরা তাহলে ওদের ইতিহাসে কি লিখেছে। অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। হ্যাঁ , আমরা ও ওদের বিরুদ্ধের চেতনা নিয়ে গড়ে উঠেছি। কিন্তু ওদের মত আমাদের টা ভেজাল না। ধন্যবাদ !
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ভালো জবাব দিয়েছেন সৌরভ।
ভালো জবাব দিয়েছেন সৌরভ। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
মাঠে, ঘাটে, বাজারে, টিভি
মাঠে, ঘাটে, বাজারে, টিভি সেটের সামনে… ধ্বনিত হোক কেবলই ‘জয় বাংলা’ ।
জয় বাংলা ।
মাঠে, ঘাটে, বাজারে, টিভি
সহমত…
সহমত… :থাম্বসআপ: :থাম্বসআপ: :জলদিকর: :অপেক্ষায়আছি:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ভালো আইডিয়া। সারা স্টেডিয়াম
ভালো আইডিয়া। সারা স্টেডিয়াম জয় বাংলা স্লোগানে কাঁপছে, আর পাকিরা ভয়ে মুতে দিচ্ছে… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
সবার মন্তব্যের জন্য আন্তরিক
সবার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ 🙂
(No subject)
:বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: