নানা কারণে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠে কিছুটা দেরি হয়ে গেল। এ গ্রন্থে অন্যান্য বিষয়ের সঙ্গে বাঙালির ভাষা-সমাজ-সংস্কৃতি-কৃষ্টির প্রতি বঙ্গবন্ধুর একাগ্রচিত্ততা, তাঁর রাষ্ট্রভাবনা, ইতিহাস চেতনা, নেতৃত্ব, নেতৃত্বের স্বরূপ ও বৈশিষ্ট্য, মূল্যবোধ, কারাস্মৃতি, পাকিস্তানের দুই অংশের মধ্যে প্রভেদ ও বৈষম্য, ভাষা-আন্দোলন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিহাস ও সংগঠন বিস্তার ইত্যাদি বিস্তারিত বর্ণিত হলেও, একটা বিষয় আমাকে বেশ চমকিত করেছে, আর তা হচ্ছে তাঁর শান্তি সম্মেলন উপলক্ষে গনচীন ভ্রমন। ১৯৫২ সালের সেপ্টেম্বর-অক্টোবরে চীন শান্তি সম্মেলনে যোগ দেন তিনি। মাও সেতুং-এর দেশ গণচীনে তিনি চীনা মানুষের শিক্ষা, আচার, দেশপ্রেম আর দেশ গড়ার একাগ্রতা দেখে অভিভূত হন, এমনকি পশ্চিমা ব্লেডও তিনি পাননা সেখানে ‘সেভ’ করতে, যেহেতু চীনারা দেশেপ্রেমে অনুপ্রাণিত হয়ে পশ্চিমা ব্লেডের পরিবর্তে সেভ করেন নিজ দেশের খুর দিয়ে।
একই সঙ্গে তিনি ব্যঙ্গ সমালোচনা করেন বৃটিশ শাসিত প্রতারণাপূর্ণ হংকংয়ের। চীন ভ্রমণ উপলক্ষে তিনি তাঁর এ আদর্শিক অবস্থান ব্যক্ত করেন এভাবে, “… আমি নিজে কমিউনিস্ট নই। তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাস করি না। একে আমি শোষণের যন্ত্র হিসেবে মনে করি। এই পুঁজিবাদ সৃষ্টির অর্থনীতি যতদিন দুনিয়ায় থাকবে, ততদিন দুনিয়ার মানুষের ওপর থেকে শোষণ বন্ধ হতে পারে না”। বায়ান্ন সনেই চীন সফরে সাহসী বঙ্গবন্ধু লাখো মানুষের সম্মেলনে তাঁর বাংলায় প্রদত্ত ভাষণে আরো বলেন, “পুঁজিপতিরা নিজেদের স্বার্থে বিশ্বযুদ্ধ লাগাতে বদ্ধ পরিকর। নতুন স্বাধীনতাপ্রাপ্ত জনগণের কর্তব্য বিশ্ব শান্তির জন্য সংঘবদ্ধভাবে চেষ্টা করা। যুগ যুগ ধরে পরাধীনতার শৃঙ্খলে যারা আবদ্ধ ছিল, সাম্রাজ্যবাদী শক্তি যাদের সর্বস্ব লুট করেছে- তাদের প্রয়োজন নিজের দেশকে গড়া ও জনগণের অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তির দিকে সর্বশক্তি নিয়োগ করা। বিশ্বশান্তির জন্য জনমত সৃষ্টি করা তাই প্রয়োজন হয়ে পড়েছে”।
বঙ্গবন্ধুর রাজনৈতিক বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, জনগণের শোষণ মুক্তি। বঙ্গবন্ধুর কথায়, ‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।’ সে বিশ্বাসকে ধারণ করে স্বাধীনতা-উত্তর ১৯৭২ সালের সংবিধানে তিনি ‘সমাজতন্ত্র’কে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেন। বঙ্গবন্ধু সমাজতান্ত্রিক অর্থনীতিতেই বিশ্বাসী ছিলেন, পশ্চিমের অবাধ পুঁজিবাদী ব্যবস্থায় নয়।
এবং এ বিশ্বাসের বলেই তিনি চীনা একদলীয় শাসন ব্যবস্থার মতো বাঙালি জাতির মুক্তির পথ নির্দেশনা হিসেবে প্রবর্তন করেন ‘বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ’ বা বাকশাল।
এখন বামপন্থী (ডানপন্থীতে রূপান্তরিত) জ্ঞানপাপীরা কেবল ‘১-দলীয় বাকশালের’ সমালোচনায় মুখে ফেনা তুললেও, চীনের বিশ্ব কাঁপানো এক দলীয় শাসন ব্যবস্থার উন্নয়নের চূড়ান্ত শিখায় আরোহণকে দেখে মুখে কুলুপ লাগিয়ে চুপ থাকেন। তখন একবারও বলেনা একদলীয় শাসন ব্যবস্থা খারাপ বা উন্নয়নের অন্তরায়! হায় এদেশের রাজনীতি আর ধর্ম নিয়ে খেলছে ভন্ড খেলোয়াররা, কবে সাধারণের কাছে উন্মোচিত হবে এদেশের মুখোশ?
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বাঙালি জাতির এক অনুন্মোচিত পথদিশা, যা পাঠককে দেখাতে পারে এক অনারম্ভর নেতার ক্লান্তিহীন পথচলা, যা ধাবিত হয় কেবলই অসাম্প্রদায়িকতা, স্বদেশপ্রেম আর মানবিকতার দিকে। অসমাপ্ত আত্মজীবনীর এ লেখকের সঙ্গে কি তুলনীয় হতে পারে এ মাটির, এ নদীর, এ বাতাসের কারো সঙ্গে? কখনোই নয়! এবং অদ্যাবধি জন্মাননি এ মাটিতে তাঁর সমতূল্য কেউ।
লেখকের ফেসবুক ঠিকানা [ধর্মান্ধতামুক্ত যুক্তিবাদিদের ফ্রেন্ডভুক্ত হওয়ার আমন্ত্রণ জানাই ] : https://www.facebook.com/logicalbengali
একদলীয় চীনের একটি আধুনিক শহর। ২০৩০ সনে চীনে এরূপ শহর হবে কমপক্ষে ৫০টি।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
— :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :bow: :bow: :bow:
:salute: :salute: :salute: :salute: :salute: :salute: টু বঙ্গবন্ধু…
যাক বাকশালি সহযোদ্ধা পেলাম।
যাক বাকশালি সহযোদ্ধা পেলাম। :bow: :bow: :bow: :bow: :bow:
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
:salute: :salute: :salute: :salute: টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান…
(No subject)
:bow: :bow: :bow: :bow: :bow: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
একটা সময় ছিলো যখন বাকশাল বললে
একটা সময় ছিলো যখন বাকশাল বললে ভেতরটা কেঁপে উঠতো, মনে হতো খুব খারাপ একটা কিছু। অথচ যখন একাত্তর পরবর্তী ইতিহাস জানলাম, নিজের মধ্যে সেসব নিয়ে আলোচনা করলাম তখন শুধু একটা কথাই মনে হলো, “দেশটাকে বাঁচাতে একমাত্র বাকশালই সঠিক ছিলো। কেননা ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশরা চলে গিয়েছিলো, যারা ছিলো তাদের সনাক্ত করা খুবই সহজ ছিলো। অথচ পাকিস্তানিরা হেরে গেলেও চলে যায়নি এমনকি তাদের সনাক্ত করাও সহজ ছিলো না। তাই সেসময়ে বঙ্গবন্ধুর বাকশাল এবং ঐ জাতীয় নীতিসমূহ যথাযথই ছিলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, অভাগা জাতি হারিয়ে ফেললো তার পিতাকে।”
এবং আমার দৃঢ় বিশ্বাস বাকশাল
এবং আমার দৃঢ় বিশ্বাস বাকশাল থাকলে এ জাতিটি ২০১৪ সনেও একটা “দুষ্ট চক্রের” ভেতর এভাবে ঘুরপাক খেতো না হেফাজত>জামাত>বিএনপি>জামাত>হেফাজতে।
:bow: :bow: :bow: :bow: :bow:
আমার দৃঢ় বিশ্বাস বাকশাল থাকলে
এবং এটি আমারও মত ও বিশ্বাস।
যুদ্ধযুথ থাকার জন্য অনেক
যুদ্ধযুথ থাকার জন্য অনেক ভাললাগা। :bow: :bow: :bow: :bow: :bow:
অসাধারন পোস্টের জন্য ধন্যবাদ
অসাধারন পোস্টের জন্য ধন্যবাদ ভাই। বাকশালের সমালোচনায় মুখর সেসব জ্ঞানপাপীদের (উনারা আবার নিজেরে মাও সে তুং মনে করেন) বক্তব্য শুনার অপেক্ষায় থাকলাম।
তারা কখনই স্পষ্ট করে যুক্তি
তারা কখনই স্পষ্ট করে যুক্তি দিয়ে বোঝাতে পারেনি কেন তারা বাকশালের সমালোচনা করছে… কেননা ৭৫ রের পর থেকে তাদের বোঝানো হয়েছে বাকশাল খারাপ, বাকশাল নিকৃষ্ট… এমনভাবেই ব্রেনওয়াস করে লাইনটা সবার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে কেউ আর বিস্তারিত জানতে চায় না, কেন বাকশালকে খারাপ বলা হচ্ছে… :ক্ষেপছি: বাকশাল আসলে কি ছিল… কিন্তু নতুন প্রজন্ম, আমরা যেহেতু ব্রেনওয়াসড প্রজন্ম না, তাই আমাদের বিভ্রান্ত করা এতো সহজ না… আমরা বিভ্রান্ত হব না… দেখি জ্ঞানপাপিরা কি বলে… :ভাবতেছি: :অপেক্ষায়আছি:
এ বিষয়ে খুব শীঘ্রই পোস্ট দেব
এ বিষয়ে খুব শীঘ্রই পোস্ট দেব “বাকশাল কি সত্যিই আমাদের জন্য ক্ষতিকর ছিল?” যা পড়ার আগাম দাওয়াত রইলো মাইকেল! ভাল লাগছে যুদ্ধসাথি পেয়ে।
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :bow: :bow: :bow: :bow: :bow:
অনেক সঘোষিত সমাজতন্ত্রি
অনেক সঘোষিত সমাজতন্ত্রি নিজেরটা ছাড়া অন্যের তথ্যে খুব একটা মুখ খোলেননা দাদা।
:bow: :bow: :bow: :bow: :bow:
বাকশালের সমালোচনায় মুখর সেসব
মাম্মা তাহাদের ব্যায়াফুক কাজ। এইসবে কি মনোনিবেশের সময় আছে? ঐ যে দেখা যায় লালে লাল।
লালেলাল একদিন হৃদয়ে চলে আসবে।
লালেলাল একদিন হৃদয়ে চলে আসবে। :bow: :bow: :bow:
চমৎকার উপস্থাপনা। ধন্যবাদ।
চমৎকার উপস্থাপনা। ধন্যবাদ। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ডা: আতিককে ধন্যবাদ। ভাল থাকুন
ডা: আতিককে ধন্যবাদ। ভাল থাকুন দাদা।
তবে আমার বঙ্গবন্ধুর বেঁচে ওঠার রূপকটিতে আপনার কোন দর্শন না পেয়ে অসুখে পড়েছি, ডাক্তার দেখানো দরকার। চেম্বার কই?
:bow: :bow: :bow:
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :bow: :bow: :bow:
:salute: :salute: :salute: :salute: টু বঙ্গবন্ধু…
(No subject)

স্যালুট লজিক ভাই ।
আমার মনের
স্যালুট লজিক ভাই ।
আমার মনের কথাগুলো ভীষণ ভালভাবে উপস্থাপন করেছেন ।
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :bow: :bow: :bow: :bow:
আপনাকেও স্যালুট ভাইয়া।
আপনাকেও স্যালুট ভাইয়া। :salute: :salute: :salute: :salute: :salute:
আপনার জন্য অনেক ধন্যবাদ
আপনার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকুন। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
এর বাইরে আর বলার কি আছে পাঠকের।
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:bow: :bow: :bow: :bow: :bow: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: