ইস্টিশন ব্লগটা আসলে কী রকম? অন্য ব্লগের সাথে এই ব্লগের পার্থক্যটা কী? কেউ কি ভেবে দেখেছেন? আমি মাঝে মাঝেই এই দুই প্রশ্নের উত্তর খুঁজি। উত্তর অবশ্য সাথে সাথে পেয়েও যাই। তবে মজার ব্যাপার হচ্ছে, একেকবার আমি একেক রকম উত্তর পাই।
ইস্টিশন ব্লগটা আসলে কী রকম? অন্য ব্লগের সাথে এই ব্লগের পার্থক্যটা কী? কেউ কি ভেবে দেখেছেন? আমি মাঝে মাঝেই এই দুই প্রশ্নের উত্তর খুঁজি। উত্তর অবশ্য সাথে সাথে পেয়েও যাই। তবে মজার ব্যাপার হচ্ছে, একেকবার আমি একেক রকম উত্তর পাই।
দেশের রাজনৈতিক পরিস্থিতির যখন খুব গোলমেলে হয়ে ওঠে, ইস্টিশনের সচেতন ব্লগাররাও তখন বসে না থেকে চমৎকার সব গরম গরম পোষ্ট দিতে থাকেন। আমরাও খুব উত্তেজিত হয়ে সেসব লেখা পড়তে থাকি। অনেকে আছেন যারা ব্লগে লেখেন খুব কম, কিন্তু তারা বল্গের নিয়মিত পাঠক। তারাও সেসব পোষ্টে চমৎকার সব মন্তব্য করেন, চুলচেরা যুক্তিতে আমাদের চিন্তা ভাবনাকে শানিত করেন। একেক সময় দেখা যায় ব্লগ পোষ্টের চাইতে, পোষ্ট পড়ে সবাই কি কি মন্তব্য করছে সেটা পড়তেই বেশী ভালো লাগছে।
আমার চোখে ইস্টিশনকে তখন সত্যিকার একটা ইস্টিশনের চায়ের দোকানের মতো মনে হয়। যেখানে ধোঁয়া ওঠা চায়ের কাপে ওঠে তুমুল ঝড়, ঝানু ঝানু মানুষেরা সেখানে হাত পা নাড়িয়ে কঠিন কঠিন সব যুক্তিতে তর্ক করছে। সবার চোখে মুখে ফুটে উঠছে একটাই কথা – কিভাবে দেশটাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেদেশে ভাষার জন্য, যে দেশে স্বাধীনতার জন্য এতো বড় আত্মত্যাগের ইতিহাস আছে, তারা তো এমন হবেই। আমার কাছে মনে হয় ইস্টিশনে এসে আমি আমার দেশটাকে নতুন ভাবে ভালবাসতে শিখেছি।
ওদিকে ইস্টিশনের এক কোনায় বসেছে কবিতার মেলা। একেকজন ভাবুক কবি লাজুক ভঙ্গিতে তার কবিতা আবৃত্তি করে যাচ্ছে। অন্যদিকে ইস্টিশনের ট্রেন কখন ছাড়বে সেই অপেক্ষাতে বসে আছে ভ্রমণ পিপাসী কিছু অস্থির মানুষ। তাদের কাছ থেকে যখন দেশ-বিদেশের অদ্ভুত আর রোমাঞ্চকর গল্প শুনি, তখন মনে হয় আমরাও তাদের সাথে এক চক্কর ঘুরে এলাম অচেনা কোন জায়গা থেকে। কেউ কেউ মাষ্টার মশাইয়ের মতো মনীষীদের জীবনী পড়িয়ে যাচ্ছে নিরলসভাবে। বড় বড় সেই মানুষগুলোর জীবনী তাদের লেখা চমৎকার সেই পোষ্টগুলোতে এমনভাবে ফুটে উঠছে যে পড়ার সময় মনে হয় গল্প পড়ছি।
শুধু তাই না। ইস্টিশনে কিছু সিনেমা পাগল লোকও আছেন। তাদের কল্যাণে অনেক না দেখা সিনেমা সম্পর্কে জানতে পারছি। এ যেন ইস্টিশনের হকারের বিক্রি করা ঝলমলে সিনে ম্যাগাজিন।
মাঝে মাঝে দু’এক জনের সাথে ঝামেলাও যে লেগে যায় না, তা না। তবে গুরুতর ক্ষয়ক্ষতি হওয়ার আগেই সহ ব্লগাররা বা ইস্টিশন মাষ্টারের স্বয়ং হস্তক্ষেপে দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলা হয়। মিলেমিশে থাকার এমন চমৎকার উদাহরণ আর কোন ব্লগে খুঁজে পাওয়া যাবে কিনা জানি না।
সেই প্রানে প্রান মেলানো ব্লগের বর্ষপূর্তি উপলক্ষে আমাদের প্রিয় “ইস্টিশন মাষ্টার” ধুম করে একটা ঘোষণা দিয়ে ফেললেন। ২১ তারিখে বর্ষপূর্তি, সেই উপলক্ষে ব্লগারদের লেখা কিছু গল্প নিয়ে একটা ই-বই ছাপানো হবে। কিন্তু গল্প লেখার জন্য সময় খুবই সংক্ষিপ্ত। তীব্র প্রতিবাদের মুখে সময় খানিকটা বাড়িয়ে ১৭ তারিখ রাত ১২ টা পর্যন্ত গল্প লিখে পোষ্ট করার সময় বেঁধে দেয়ে হল। বাছাই করা গল্পের লেখককে পুরস্কৃত করা হবে। মুচকি হেসে মাষ্টার সাহেব বললেন, এবার প্রাণে প্রাণ মেলাতে সমস্যা হওয়ার কথা না।
অস্থির একটা অবস্থা। এতো অল্প সময়ে গল্প পাই কোথায়? ব্লগের বাকি সবাই কিভাবে ম্যানেজ করেছেন জানি না। আমার মোটামুটি মাথা খারাপ হয়ে গিয়েছিল।
ইস্টিশন’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে গল্প লেখা প্রতিযোগিতা উপলক্ষে চমৎকার সব লেখা পেয়েছি আমরা। আতিক ভাই, বন্ধু তারিক লিংকন, ইকরাম ফরিদ ভাই সহ কিছু প্রিয় ব্লগারের লেখা খুব মিস করলাম। আমি এখনো সবগুলো পড়ে উঠতে পারিনি। আমার ধারণা অনেকের অবস্থাই আমার মতো। সেকারণে এই সংকলনটা দাঁড় করার চেষ্টা করলাম। সবগুলো লেখা এখানে এসেছে কিনা বুঝে উঠতে পারছি না। বাদ পড়লে জানাবেন। অ্যাড করে নেব। ব্যক্তিগত ভাবে আমি প্রতিযোগিতা জিনিষটা খুবই অপছন্দ করি। কেউ হেরে দুঃখ পাবে আর কেউ জয়ী হয়ে দাঁত বের করে হাসবে এটা আমি মেনে নিতে পারি না। আমার দৃষ্টিতে এই প্রতিযোগিতায় অংশ নেয়া সবাই জয়ী। সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন।
১) স্বপ্নযাত্রা – লোকনাথ ধর
২) সমাজ, ভালবাসা, অতঃপর – দুরন্ত জয়
৩) অসমাপ্ত ভালোবাসা – সত্যান্বেষি সব্যসাচী
৪) নিখোঁজ সংবাদ – সাকিব
৫) সে নেই ! – ক্লান্ত কালবৈশাখি
৬) কঙ্কন দাসী – অর্ফিয়াস
৭) ২১ এবং সাধারণ স্বপ্ন – জাড্য
৮)“আমার বেলা যে যায়…” – রাজু রণরাজ
৯) অভিশপ্ত স্বপ্ন …… – একেলা পথের পথিক
১০) হায়রে তিমা, হায়রে সুরি ! – সোমেশ্বরী
১১) স্বপ্ন – অংকুর
১২) রমা – সফিক এহসান
১৩) কঠিন বাস্তব – নির্ঝর রুথ
১৪) প্রিয়দর্শনের গাঁজা এবং সেই কিশোর – রাফিউজ্জামান সিফাত
১৫) হেলে পড়া সূর্য; স্তিমিত আলো – অবাস্তব স্বপ্নচারী
১৬) আক্ষেপ – নাভিদ কায়সার রায়ান
১৭) জয় বাঙলা – ডন মাইকেল কর্লিওনি
১৮) সবুজ পাতার ক্রন্দন – ইউরিডাইস
১৯) শেষ রাতের ভালোবাসা – মুন্তাসির মামুন
আরে, চমৎকার একটা কাজ করেছেন
আরে, চমৎকার একটা কাজ করেছেন তো নাভিদ ভাই… :থাম্বসআপ: :থাম্বসআপ: :তালিয়া: অশেষ কৃতজ্ঞতা রইল… :ফুল: :ফুল: :বুখেআয়বাবুল:
নিজের জন্যই করা।
নিজের জন্যই করা।
নাভিদ ভাই এখন তো সবাইরে
নাভিদ ভাই এখন তো সবাইরে পুরস্কার দেওয়া লাগবে :চিন্তায়আছি: । করবেন কি :ভেংচি:
ধন্যবাদ ভাই ।
ধান্দাবাজি ছাড়েন, বুঝলেন?
ধান্দাবাজি ছাড়েন, বুঝলেন? পুরস্কার না, অংশগ্রহণই মূল কথা। আর এই যে ফ্রিতে প্রাণে প্রাণ মেলাতে পারছেন এটাও তো একটা পুরস্কার, তাই না?
এই পোস্টকে প্রথম পুরুস্কার
এই পোস্টকে প্রথম পুরুস্কার দিয়ে দেয়া হোক ।
মামলা খতম
সহমত সিফাত ভাই…
সহমত সিফাত ভাই… :থাম্বসআপ: :নৃত্য: :ভেংচি: :বুখেআয়বাবুল: 😀
সহমত………
সহমত……… 😀
স্টিকি হয়ে এই পোষ্টটা অলরেডি
স্টিকি হয়ে এই পোষ্টটা অলরেডি পুরস্কার পেয়ে গেছে।
বাহ দারুণ তো। ভালো লাগলো। সব
বাহ দারুণ তো। ভালো লাগলো। সব প্রতিযোগীর জন্য প্রাণঢালা অভিনন্দন রইল। প্রাণে প্রাণ মেলানোর চমৎকার এক পরিবেশ তৈরি করার জন্য ইস্টিশন মাস্টার সহ সকলকে আন্তরিক কৃতজ্ঞতা।
আপনি আর দেরি করছেন কেন?
আপনি আর দেরি করছেন কেন? ইস্টিশনে এসে বসে থাকলে চলবে?।
ভাল কাজ করেছেন নাভিদ ভাই
ভাল কাজ করেছেন নাভিদ ভাই ।সময়ের অভাবে মিস করা গল্পগুলি একসাথে পেয়ে পড়ে ফেললাম ।
ধন্যবাদ শাহিন ভাই
ধন্যবাদ শাহিন ভাই
আমার একটা প্রস্তাবনা আছে , এ
আমার একটা প্রস্তাবনা আছে , এ গল্প গুলোর মধ্যে সেরা দশটি গল্প প্রিন্ট আকারে বের হলে কেমন হয়?
আমরা কারিগর.কম এর মাধ্যমে তা কিনে নেব…… এটা স্মৃতির পাতায় অক্ষত করে রাখার দারুন উপায় বলে মনে করি।
অন্য দের মতামত কি?
একটা বই এর দাম নিশ্চই আমাদের প্রানে প্রান মেলাবার ক্ষমতার চেয়ে বেশি নয়……
হ্যাঁ না যেটাই হোক মতামত জানান
আইডিয়া খারাপ না।
আইডিয়া খারাপ না।
মাস্টার মশাই কুনু কথা কয় না
মাস্টার মশাই কুনু কথা কয় না ক্যরে?
ওয়াও দারুণ একটা কাজ করছেন
ওয়াও দারুণ একটা কাজ করছেন রায়ান ভাই। আন্তরিক ধন্যবাদ। শুরুতেই ইস্টিশন সম্পর্কে যা লিখেছেন পড়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। এক আরেকজনকে না দেখেই কি এক মায়ার বাঁধনে জড়িয়ে গেছি আমরা। অদ্ভুত না? সবাইকে অনেক অনেক ধন্যবাদ দারুণ দারুণ গল্প পোস্ট করার জন্য। আমার আপাতত লেখালেখির মুড কাজ করতেছে না। তাই পুরাতন লেখা পোস্ট দিয়েই কিছুদিন চালাব বলে মনস্থির করেছি। আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
গল্প প্রিন্ট করে বই অথবা
গল্প প্রিন্ট করে বই অথবা ম্যগাজিন আকারে বের করার আইডিয়া সম্পর্কে কিছু বলুন
হুম ভালোই হয় করতে পারলে।
হুম ভালোই হয় করতে পারলে। ইস্টিশন মাস্টারের দৃষ্টি আকর্ষণ করছি।
বাকিরাও জানাক, ইস্টিশন
বাকিরাও জানাক, ইস্টিশন মাস্টার সাহেব কি করে দেখি।
টাকায় বিকাশ করে দেয়া যাবে……
হুম, সহমত জয়ের সাথে…
হুম, সহমত জয়ের সাথে… :থাম্বসআপ: :থাম্বসআপ:
কাজটা করেছি অবশ্য নিজের
কাজটা করেছি অবশ্য নিজের জন্যই। পরে ভেবে দেখলাম, আরে! এটা তো সবার জন্যই কাজে লাগবে। তাহলে এটাকে একটা পোষ্ট হিসেবে ছেড়ে দিলেই তো হয়। পোষ্ট রেডি করার পর ভাবলাম, ধুর! ভূমিকা ছাড়া একটা পোষ্ট দিলে কেমন দেখা যায়! তারচেয়ে বরং হাবিজাবি কিছু লিখে দেই। লিখতে গিয়ে দেখলাম যেভাবে ইমোশনাল ভাষণ দেয়া শুরু করেছি তাতে এই লেখা আর শেষ করা যাবে না। শেষপর্যন্ত অবশ্য মনে হল সবার মনের কথাটাই কিভাবে যেন বলে ফেলেছি।
আপনার লেখার মুড ফিরে আসুক। সেই দোয়া করি।
চমৎকার একটা কাজ করেছেন রায়ান
চমৎকার একটা কাজ করেছেন রায়ান ভাই…… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ভালো কাজ করার অভ্যাস নাই
ভালো কাজ করার অভ্যাস নাই তারপরও মাঝে মাঝে আমিও ভালো কাজ করে ফেলি। ধন্যবাদ খাজা বাবা।
আপনার নিজের গল্পটি এতো নীচে
আপনার নিজের গল্পটি এতো নীচে কেন ???????????? :-B
যুক্তিসঙ্গত প্রশ্ন…
যুক্তিসঙ্গত প্রশ্ন… :মানেকি:
কি স্যার? খুব খোঁচাইতে ভালো
কি স্যার? খুব খোঁচাইতে ভালো লাগে না?
গল্পগুলো আসলে সিরিয়াল অনুযায়ী
গল্পগুলো আসলে সিরিয়াল অনুযায়ী দেয়ার চেষ্টা করেছি। আমি প্রায় শেষের দিকে লেখা জমা দিয়েছি বলে ওটা শেষের দিকে। ইন্টেনশনালি করা না।
তাহলে তো সবার শেষে আমারটা
তাহলে তো সবার শেষে আমারটা হওয়া উচিত ছিল। আমারটাই সর্বশেষ গল্প। :কেউরেকইসনা:
অফিসে কুত্তার মত খাটাইতাসে
অফিসে কুত্তার মত খাটাইতাসে তাই প্রতিযোগিতায় গল্প দিতে পারলাম না :কানতেছি:
শঙ্খচিলের ডানা ভাই, আপনার
শঙ্খচিলের ডানা ভাই, আপনার গল্প মিস করলাম আমরা। বড়ই আফসোসের কথা! আপনার অফিসকে ইস্টিশনের পক্ষ থেকে বদদোয়া দিলাম – ওই কুত্তার মতো অফিস ধ্বংস হয়ে যাক।
কুত্তার মতো অফিস
কুত্তার মতো অফিস :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
ধ্বংস হয়ে যাক ওঁই অফিস…
ধ্বংস হয়ে যাক ওঁই অফিস… :ক্ষেপছি:
খুব ভাল্লাগতাছে ভাই।
খুব ভাল্লাগতাছে ভাই।
আপনি গল্প দিলেন না কেন?
আপনি গল্প দিলেন না কেন?
সময় কোথা সময় নষ্ট করবার।
সময় কোথা সময় নষ্ট করবার।
ইস্টিশনে কুলি সার্ভিস থাকে
ইস্টিশনে কুলি সার্ভিস থাকে না? আমি একটু সেই চেষ্টা করে দেখলাম আরকি!
নাসির ভাই, ভাবিরে একলা টাইম
নাসির ভাই, ভাবিরে একলা টাইম দিলেই হবে? ব্লগের ছোট ছোট ভাইয়েরা যে অপেক্ষায় থাকি । মাঝে মধ্যে কি দু একটা গল্প দেয়া যায় না?
নাকি পোস্ট না দিয়ে আমাদের সুযোগ করে দেন, যে বাচ্চা কাচ্চা একটু জিতুক 😉
একুশে ফেব্রুয়ারি যেন মিস না হয়।
জয়’টা দেখছি দিন দিন ভারী
জয়’টা দেখছি দিন দিন ভারী দুরন্ত হয়ে উঠছে।
সে আর বলতে!! নিয়মিত হলে
সে আর বলতে!! নিয়মিত হলে বুঝতেন 😉 😉 আর বিয়ে করেছেন তাই বেঁচে গেছেন 😛
দারুণ কাজ করে ফেলেছেন দেখছি!
দারুণ কাজ করে ফেলেছেন দেখছি! :থাম্বসআপ:
না পড়া গল্পগুলো পেইজে পেইজে খুঁজতে গিয়ে ভালো হাঙ্গামা হচ্ছিলো। বাঁচিয়ে দিলেন ভাই 😀
রাহাত ভাই, আপনার লেখা পেলাম
রাহাত ভাই, আপনার লেখা পেলাম না কেন? আগে একবার ডন সাহেবের রিভিউ এর কম্পিটিশনে লেখা দেবেন বলেও দেন নাই। ঘটনা কি ভাইজান?
ছবি দেখেই বোঝা যায় ভাই জান
ছবি দেখেই বোঝা যায় ভাই জান ভেবেই চলেছেন আজ অব্দি ঠিক কিরে উঠতে পারেন নি কি করবে।
চমৎকার উদ্যোগ ! সবাই বিজয়ী
চমৎকার উদ্যোগ ! সবাই বিজয়ী হোক । আমি সবাইকে বিজয়ী ঘোষণা করছি ।
আমরা তো একটি পরিবার এখানে যে
আমরা তো একটি পরিবার এখানে যে কোন একজনের বিজয়ই আমাদের সবার বিজয়……
তবে আপনি তো মশাই অমবশ্যার চাঁদ দেখাই পাওয়া যায় না আপনাকে।
কথা সত্য
কথা সত্য
গুড জব! এভাবেই প্রাণে প্রাণ
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
গুড জব! এভাবেই প্রাণে প্রাণ মিলে…….!!!
ঠিক বলেছেন দুলাল ভাই
ঠিক বলেছেন দুলাল ভাই
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :ফুল: :থাম্বসআপ:
পরীক্ষা চলছে না হলে একটা গল্প
পরীক্ষা চলছে না হলে একটা গল্প দিয়েই দিতাম। ভাল একটা পোষ্ট করেছেন :থাম্বসআপ: আর জয়ের বই/ম্যাগাজিন বের করার আইডিয়াটাও ভালো লাগলো। নিজের লেখা ছাপার অক্ষরে দেখা এবং ই বুকের ভার্চুয়ার অক্ষরে দেখার মধ্যে বিরাট ফারাক রয়েছে।
হুম
আর পরিক্ষা কেমন হল? আমার
হুম
আর পরিক্ষা কেমন হল? আমার ভালই হয়েছে। আমি তো লিখে ফেলেছি eng 1st দিয়ে এসে। 😉
বেশ ভালো হয়েছে। আমি আবার একটু
বেশ ভালো হয়েছে। আমি আবার একটু মুডি লেখক কি না ! মুড না হইলে লিখতে পারি না। :হাহাপগে: তোমার কেমন হচ্ছে?
হাহহা ভালই হেয়েছে বন্ধু।
হাহহা ভালই হেয়েছে বন্ধু।
অসাধারন একটা কাজ করেছেন
অসাধারন একটা কাজ করেছেন নাভিদ ভাই!! ধন্যবাদ!!
ধইন্যা ব্যাক
ধইন্যা ব্যাক
ইস্টিশন মাস্টাররে ডাকেন
ইস্টিশন মাস্টাররে ডাকেন ক্যান? আপনেই কিছু একটা করেন!
এই লোকটা “বাড়িওয়ালা”র বাড়িতে
এই লোকটা “বাড়িওয়ালা”র বাড়িতে বসে বসে এই রকম একটা দুঃসাহসিক কাজ করে ফেলল!!!
ইস্টিশন মাস্টারের পক্ষ থেকে এই লোকের জন্য কিছু একটা করার প্রস্তাব জানাই…
:ফুল: :ফুল: :ফুল: :ফুল:
বাড়িওয়ালা না খালার বাসা
বাড়িওয়ালা না খালার বাসা :ভেংচি:
যে দু’টি গল্প পুরষ্কার পায়নি,
যে দু’টি গল্প পুরষ্কার পায়নি, কিন্তু দারুণ লেগেছে আমার, সে দু’টি হল; অবাস্তব স্বপ্নচারী’র হেলে পড়া সূর্য; স্তিমিত আলো এবং নাভিদ কায়সার রায়ানের আক্ষেপ।
আমার লেখা গল্প ভালো লেগেছে
আমার লেখা গল্প ভালো লেগেছে জেনে প্রীত হলাম নাসির ভাই। :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: