১৩ দফা প্রদানকারি ও সমর্থনকারি হেফাজত ও জামাত শিবির ইসলামকে কতদূর ভালবাসে এবং আল্লাহ ও নবীপ্রেম তাদের ভেতর কত “প্রকট” একটু খুঁজে দেখি চলুন।
হাদিস : নবী (স.) বলেছেন, ‘আবদুল্লাহ’ ও ‘আব্দুর রহমান’ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম (সূত্র : তিরমিযী-২৮৩৩)।
এবার দেখুন হেফাজত ও জামাত-শিবির নেতাদের নাম :
হযরত আল্লামা শাহ আহমদ শফী, আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক, আল্লামা হাফেজ শামসুল আলম, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী, মাওলানা লোকমান হাকিম, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা মুঈনুদ্দীন রুহী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হাফেজ মুহাম্মদ তৈয়ব, মাওলানা শাহাবুদ্দীন নানুপুরী, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আনাস মাদানী, এম. এ ছালাম, অধ্যক্ষ মোঃ ইসমাইল, হাফেজ মিজানুর রহমান, মুফতি আবুল বাশার নোমানি, মুফতি ইমরান মাজহারী, মাওলানা মামুনুল হক, মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, মাওলানা আবুল কালাম মুহাম্মাদ ইউসুফ, মাওলানা আবদুস সোবহান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলি আহসান মোঃ মুজাহিদ, মোঃ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মাওলানা মুহাম্মাদ ইউসুফ, মাওলানা মুহাম্মাদ আবদুল জাব্বার জাহানাবাদি, শাহ আহমদ শফী, জুনায়েত বাবুনগরী, আনাছ মাদানী, মাওলানা মুনীর আহমদ, মাওলানা শফী, মঈনউদ্দীন রুহী, নুর হোসাইন কাসেমী, মুফতি ফয়জুল্লাহ, জুনাইদ আল হাবিব, আ: রব ইউসুফী, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মাহফুজুল হক, ফজলুল করিম কাসেমী, মাওলানা শাখাওয়াত হোসাইন, মুফতি তৈয়ব হোসাইন, যুবায়ের আহমদ, মাওলানা আবুল কাসেম, মাওলানা বশির মেসবাহ, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা শফিকুল ইসলাম মাওলানা সালমান আহমদ।
কথিত নেতাদের কেউ-ই আল্লাহর প্রিয় নাম পছন্দ করছেনা, কেবল আমাদের ১৩-দফা মানতে বলছে আর হুঙ্কার দিচ্ছে! হায়!! বাংলাদেশে ইসলামের রক্ষক দল এবং তাদের কথা আর কাজের সাংঘর্ষিকতা !!
হায় কই যামু!!!!!!
লেখকের ফেসবুক ঠিকানা [ধর্মান্ধতামুক্ত যুক্তিবাদিদের ফ্রেন্ডভুক্ত হওয়ার আমন্ত্রণ জানাই ] : https://www.facebook.com/logicalbengali
১৩ প্রদান ও সমর্থনকারি হেফাজত
এখানে সম্ভবত ১৩ দফা প্রদানকারী ও সমর্থনকারী হবে। আরেকটু বিস্তারিত লিখলে পোস্টের গুরুত্ব বাড়তে পারতো। ছবির সাইজগুলো একটু কমিয়ে দিলে দৃষ্টিনন্দন হতো।
এসবের পরেও বলবো লেখার চেষ্টাটুকু ভালো হয়েছে।
ধন্যবাদ ভাইয়া। ছবি ছোট বড়
ধন্যবাদ ভাইয়া। ছবি ছোট বড় করতে অক্ষম। জানলে বলার অনুরোধ জানাই।
আপনার কথামত সংশোধন করলাম
আপনার কথামত সংশোধন করলাম দাদা।
আপনার লিখাগুলি প্রমাণ ও
আপনার লিখাগুলি প্রমাণ ও যুক্তিতে দৃষ্টিনন্দন ।চালিয়ে যান ।
ধন্যবাদ শাহিন।
ধন্যবাদ শাহিন।
ভালো লিখেছেন…
ভালো লিখেছেন… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
থ্যাংকস মাইকেল।
থ্যাংকস মাইকেল।
নামগুলো পড়তে পড়তে দমবন্ধ হয়ে
নামগুলো পড়তে পড়তে দমবন্ধ হয়ে আসছিলো … !!!
নিন বাইরে থেকে বুক ভরে
নিন বাইরে থেকে বুক ভরে অক্সিজেন নিন। ভাল থাকুন দাদা।
(No subject)
:বুখেআয়বাবুল: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :গোলাপ: 😀 :ঘুমপাইতেছে:
ধন্যবাদ দাদা।
ধন্যবাদ দাদা। :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
ভালো লাগলো…
ভালো লাগলো… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ফাতেমাকে ধন্যবাদ।
ফাতেমাকে ধন্যবাদ।
সত্য কথা এমন কেন ?
সত্য কথা এমন কেন ?
সব সত্য, বিশেষ করে ধর্মীয়
সব সত্য, বিশেষ করে ধর্মীয় সত্য কথা এমনই হওয়ার সম্ভাবনা ৯৯%।
ভণ্ডের দল। আফসোস হচ্ছে আজও
ভণ্ডের দল। আফসোস হচ্ছে আজও এরা ভোটে জিতে আসে। উপজেলা নির্বাচনের ফল দেখে বললাম।
জি আতিক এক অদ্ভুৎ দেশের
জি আতিক এক অদ্ভুৎ দেশের নাগরিক আমরা। মিত্যেরা যে দেশে সত্যের স্থান করে নিয়েছে। হায়!!
উদাহরনটি খুবই যুক্তিযুক্ত ও
উদাহরনটি খুবই যুক্তিযুক্ত ও যুগোপযোগী। ভাল থাকুন দাদা। :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
ধন্যবাদ আপাকে অনেক।
ধন্যবাদ আপাকে অনেক। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :হাসি: :হাসি: :হাসি: :হাসি:
দ্বিতীয় কিস্তি আগে পড়া হইছে
দ্বিতীয় কিস্তি আগে পড়া হইছে তাই প্রথম কিস্তির অভাবটা টের পাইনাই।চালিয়ে যান দাদা।সাথে আছি।
চলছেতো। কিন্তু পেন্ডিং অনেক
চলছেতো। কিন্তু পেন্ডিং অনেক যেমন ভাষা, ইহুদি জাতির ৩০০০ বছরের ইতিহাস, তারপর এগলো।
আমার প্রিয় বাক্য :