তোমাকে আবার ভালবাসাই যেত
হয়তো কাছে আসাই যেত,
এতে বাধা ছিল না,
তোমার আপত্তি ছিল না।
আমাকে ভাবতেই পারো চারকোণে আবদ্ধ দন্ডিত প্রেমিক;
তোমার নতসার অন্তরে
সজীবতার নতুন পত্র,
গোপনে লিখে আসাই যেত;
তোমাকে আবার ভালবাসাই যেত
হয়তো কাছে আসাই যেত,
এতে বাধা ছিল না,
তোমার আপত্তি ছিল না।
আমাকে ভাবতেই পারো চারকোণে আবদ্ধ দন্ডিত প্রেমিক;
তোমার নতসার অন্তরে
সজীবতার নতুন পত্র,
গোপনে লিখে আসাই যেত;
তোমার নামে পদ্নপাতার খেয়া
জলে ভাসিয়ে দেয়াই যেত,
মনে প্রেমের ধ্রুব মান
উল্টে পাল্টে দেখাই যেত,
অকুন্ঠ উন্মাদনায় মত্ত
প্রেমিক হয়ে থাকাই যেত;
কিছুতেই তোমার আপত্তি নেই
ভালবাসতে, কাছে আসতে কিছুতেই নেই;
কিন্তু আমার আছে
অপ্রত্যাশিত লাগছে নাকি?
আমাকে ভুল বুঝো না
তোমাকে ভালবাসতে পারবো না,
এই নয় আমি অন্য কারো
তোমাকে ভালবেসে আমি বরং ক্লান্ত,
তোমার মিথ্যের বেড়াজালে
আটকে দমবদ্ধ,
তোমার চোঁখের ছলনায়
আমার দৃষ্টিভ্রম,
তোমায় মায়া কান্না
আমার জন্য বিষক্রিয়া ;
বেঁচে থাকার স্বাদ চাই
দূরে সড়তে চাই,
তোমার মিথ্যে থেকে
ছলনা থেকে,
মিথ্যে মায়া কান্না থেকে।
তোমাকে আবার ভালবাসাই যেত,
তবে তোমার মিথ্যের জন্য
এবার অন্য কাউকে খুঁজে নিও।
ভালো লাগছে।
ভালো লাগছে। 😀
ধন্যবাদ….শুভকামনা জানবেন।
ধন্যবাদ….শুভকামনা জানবেন।
পড়লাম। ভাল লাগল।
পড়লাম। ভাল লাগল।
ধন্যবাদ বাঙালি ভাই।
ধন্যবাদ বাঙালি ভাই।
ভাল লেগেছে,
ভাল লেগেছে,
🙂
ধন্যবাদ বন্ধু জয়।
ধন্যবাদ বন্ধু জয়।
ভালো লাগার ছোঁয়া দিয়ে গেলাম।
ভালো লাগার ছোঁয়া দিয়ে গেলাম।
ধন্যবাদ। ভাল লাগলো জেনে ভাল
ধন্যবাদ। ভাল লাগলো জেনে ভাল লাগলো।
তোমাকে আবার ভালবাসাই যেত,
তবে
আহা… কষ্ট পাইলাম… :ভাঙামন: :ভাঙামন: :ভাঙামন:
সত্য ঘটনা রে ভাই
সত্য ঘটনা রে ভাই :ফেরেশতা:
যন্ত্রণার অনুভূতি দিয়ে গেল…
যন্ত্রণার অনুভূতি দিয়ে গেল… :মাথাঠুকি: :ভাঙামন: ভালো লিখেছেন… :ফুল:
প্রেম যন্ত্রনা বৈ কিছু না
প্রেম যন্ত্রনা বৈ কিছু না :হাহাপগে: :হাহাপগে:
প্রেম যন্ত্রনা বৈ কিছু না
প্রেম যন্ত্রনা বৈ কিছু না :হাহাপগে: :হাহাপগে:
চুন খাইয়া মুখ পুড়লে কি আর
চুন খাইয়া মুখ পুড়লে কি আর বলার মিয়া তোমারে!!
ভালবাসার মত সুন্দর , প্রেমের মত সুন্দর সময় আর কোন টি??
প্রেম-ভালবাসা বরাবরই সুন্দর,
প্রেম-ভালবাসা বরাবরই সুন্দর, তবে ছ্যাকা ও ধোঁকার পর সংজ্ঞা টা পাল্টে যায়….